ETV Bharat / state

দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পোস্টার তৃণমূলের - biseswar nayek

সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল ৷ খোদ তৃণমূল কর্মীরাই সেই পোস্টার দিয়েছেন ৷

পোস্টার
পোস্টার
author img

By

Published : Jul 4, 2021, 6:56 PM IST

মেদিনীপুর, 4 জুলাই : বাড়ি তৈরির জন্য নাম তালিকাভুক্ত হওয়ার পরও বাড়ি তৈরি হচ্ছে না ৷ এর পিছনে নাকি রয়েছেন স্বয়ং তৃণমূল কাউন্সিলর ৷ এই মর্মে সেই কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল মেদিনীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ৷ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার দিয়েছেন খোদ তৃণমূল কর্মীরাই ৷

মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের বিরুদ্ধে পোস্টার দিল 14 নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতি । যদিও কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগ সত্যি হলে তাঁর বিরুদ্ধে থানায় কেস করা হোক ।

দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পোস্টার তৃণমূলের


যশ ও তার পরবর্তী ঝড়ে ভেঙে পড়েছে মেদিনীপুর পৌরসভার একাধিক বাড়ি । 14 নম্বর ওয়ার্ডেও বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সাধারণ মানুষ ত্রিপল খাটিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন সেখানে ৷ ক্ষতিগ্রস্ত বাড়ি নতুন করে তৈরির জন্য পৌরসভায় টাকাও এসে গিয়েছে ৷ কিন্তু তৃণমূল কাউন্সিলর সেই বাড়ি করতে গিয়ে টাকা চাইছেন সাধারণ মানুষের থেকে । এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের ৷

এছাড়াও তাঁরা দাবি করছেন, যাঁদের বাড়ি রয়েছে, যাঁরা কোটিপতি তাঁদেরই বাড়ি করে দিচ্ছেন ওই তৃণমূল কাউন্সিলর । কিন্তু যাঁদের বাড়ি নেই অথচ লিস্টে নাম রয়েছে তাঁদের বাড়ি হচ্ছে না । এরকম একাধিক দাবি নিয়ে এবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূলের ওয়ার্ড উন্নয়ন সমিতি ।

এদিন 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই পোস্টার সাঁটানো হয় ৷ দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন । সবেতেই অভিযোগ করা হয়েছে কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের নামে ৷

এই বিষয়ে তৃণমূলের ওয়ার্ড উন্নয়ন সমিতির সদস্য রিন্টু সাউ ও হেমন্ত সাউরা জানান, বিশ্বেশ্বর নায়েক একসময় নির্দলের কাউন্সিলর ছিলেন । আগে তিনি একসময় বিজেপিও করতেন । তৃণমূলের হয়ে যাঁরা এক সময় লড়াই করেছেন বেছে বেছে তাঁদের বাড়িগুলো আটকে দিয়েছেন তিনি । যাঁরা সেই সময় তাঁর অবৈধ কাজকর্মের প্রতিবাদ করেছিল তাঁদেরই বাড়িগুলি হওয়ার পথে বাধা দিচ্ছেন । তাই তাঁরা দাবি করছেন এই কাউন্সিলরকে অবিলম্বে গরিব মানুষদের তালিকায় থাকা নাম অনুযায়ী বাড়ি তৈরি করে দেওয়া হোক ।

আরও পড়ুন : বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী

এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক জানান, বেশ কিছু ওয়ার্ডের বিজেপি কর্মী ও সমর্থকরা রাতারাতি তৃণমূলের নামে ওয়ার্ড উন্নয়ন সমিতি করে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে । তাঁরা এই ধরনের পোস্টার দিয়ে কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছেন ৷ ওয়ার্ডের উন্নয়নের কাজ বন্ধ করতে চাইছেন । আমার ওয়ার্ডের সকল গরিব মানুষ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবং তার জন্য কোনওরকম টাকা নেওয়া হয়নি । যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করুক ওই সমিতির লোকজন ।

কাউন্সিলর বলেন, "কাটমানি কী তা ওঁরা জানেন না ৷ এই কাটমানি নিয়ে আমি প্রথম সোচ্চার হয়েছিলাম । এই ওয়ার্ডের জন্য 398টি বাড়ির টাকা আসে যার মধ্যে 100টির উপর বাড়ি তৈরি হয়েছে ৷ বাকি বাড়িগুলো তৈরির কাজ চলছে ।"

মেদিনীপুর, 4 জুলাই : বাড়ি তৈরির জন্য নাম তালিকাভুক্ত হওয়ার পরও বাড়ি তৈরি হচ্ছে না ৷ এর পিছনে নাকি রয়েছেন স্বয়ং তৃণমূল কাউন্সিলর ৷ এই মর্মে সেই কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল মেদিনীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ৷ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার দিয়েছেন খোদ তৃণমূল কর্মীরাই ৷

মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের বিরুদ্ধে পোস্টার দিল 14 নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতি । যদিও কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগ সত্যি হলে তাঁর বিরুদ্ধে থানায় কেস করা হোক ।

দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পোস্টার তৃণমূলের


যশ ও তার পরবর্তী ঝড়ে ভেঙে পড়েছে মেদিনীপুর পৌরসভার একাধিক বাড়ি । 14 নম্বর ওয়ার্ডেও বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সাধারণ মানুষ ত্রিপল খাটিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন সেখানে ৷ ক্ষতিগ্রস্ত বাড়ি নতুন করে তৈরির জন্য পৌরসভায় টাকাও এসে গিয়েছে ৷ কিন্তু তৃণমূল কাউন্সিলর সেই বাড়ি করতে গিয়ে টাকা চাইছেন সাধারণ মানুষের থেকে । এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের ৷

এছাড়াও তাঁরা দাবি করছেন, যাঁদের বাড়ি রয়েছে, যাঁরা কোটিপতি তাঁদেরই বাড়ি করে দিচ্ছেন ওই তৃণমূল কাউন্সিলর । কিন্তু যাঁদের বাড়ি নেই অথচ লিস্টে নাম রয়েছে তাঁদের বাড়ি হচ্ছে না । এরকম একাধিক দাবি নিয়ে এবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূলের ওয়ার্ড উন্নয়ন সমিতি ।

এদিন 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই পোস্টার সাঁটানো হয় ৷ দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন । সবেতেই অভিযোগ করা হয়েছে কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের নামে ৷

এই বিষয়ে তৃণমূলের ওয়ার্ড উন্নয়ন সমিতির সদস্য রিন্টু সাউ ও হেমন্ত সাউরা জানান, বিশ্বেশ্বর নায়েক একসময় নির্দলের কাউন্সিলর ছিলেন । আগে তিনি একসময় বিজেপিও করতেন । তৃণমূলের হয়ে যাঁরা এক সময় লড়াই করেছেন বেছে বেছে তাঁদের বাড়িগুলো আটকে দিয়েছেন তিনি । যাঁরা সেই সময় তাঁর অবৈধ কাজকর্মের প্রতিবাদ করেছিল তাঁদেরই বাড়িগুলি হওয়ার পথে বাধা দিচ্ছেন । তাই তাঁরা দাবি করছেন এই কাউন্সিলরকে অবিলম্বে গরিব মানুষদের তালিকায় থাকা নাম অনুযায়ী বাড়ি তৈরি করে দেওয়া হোক ।

আরও পড়ুন : বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী

এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক জানান, বেশ কিছু ওয়ার্ডের বিজেপি কর্মী ও সমর্থকরা রাতারাতি তৃণমূলের নামে ওয়ার্ড উন্নয়ন সমিতি করে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে । তাঁরা এই ধরনের পোস্টার দিয়ে কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছেন ৷ ওয়ার্ডের উন্নয়নের কাজ বন্ধ করতে চাইছেন । আমার ওয়ার্ডের সকল গরিব মানুষ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবং তার জন্য কোনওরকম টাকা নেওয়া হয়নি । যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করুক ওই সমিতির লোকজন ।

কাউন্সিলর বলেন, "কাটমানি কী তা ওঁরা জানেন না ৷ এই কাটমানি নিয়ে আমি প্রথম সোচ্চার হয়েছিলাম । এই ওয়ার্ডের জন্য 398টি বাড়ির টাকা আসে যার মধ্যে 100টির উপর বাড়ি তৈরি হয়েছে ৷ বাকি বাড়িগুলো তৈরির কাজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.