দাসপুর, 18 জুন : ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশ যথাযথ মানা হচ্ছে কি না তা দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ঝটিকা সফর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । সাংবাদিকদের তিনি বলেন,"তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা দাসপুরের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মী ও সমর্থকদের থেকে জোর করে তোলা আদায় করছে ৷ এসব যাতে বন্ধ হয় সেই নিয়ে দাসপুর থানার পুলিশের সাথে কথা বলতে এসেছি ।"
এলাকায় ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত এবং বিজেপির নেতা কর্মীদের থেকে জোর করে জরিমানা আদায় করা হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই সমস্ত বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান শুভেন্দু অধিকারী । থানা থেকে বেরিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,"গণনার পর থেকে এখনও বহু জায়গায় সন্ত্রাস হচ্ছে ৷ কিছু জায়গায় থেমেছে । কেশপুর সংলগ্ন দাসপুর থানার নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বেশকিছু জায়গায় এখনও বিজেপির কর্মী ও সমর্থকদের উপর সন্ত্রাস চলছে । এমনকী তৃণমূলের দুস্কৃতীরা নাড়াজোল গ্রাম পঞ্চায়েতে রীতিমতো চেক পোস্ট বসিয়ে বিজেপির কর্মী ও সমর্থকদের থেকে জোর করে তোলা আদায় করছে । এসব যাতে বন্ধ হয় সেই নিয়ে দাসপুর থানার পুলিশের সঙ্গে কথা হয়েছে । ওনারা আমাদের কাছে তথ্য চেয়েছে ৷ কাল আমরা পুলিশের হাতে সমস্ত তথ্য তুলে দেব ।"
শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, ঘাটালের বিধায়ক শীতল কপাটসহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা । প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে হুগলির খানাকুল পুরশুড়ায় বজ্রাঘাতে মৃত এক বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ।ফেরার পথে সন্ধ্যা নাগাদ ঘাটাল হয়ে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে দাসপুর থানায় যান তিনি ।
আরও পড়ুন : Partha-Suvendu : বিধানসভার কমিটি গঠন নিয়ে আলোচনায় পার্থ-শুভেন্দু
গোটা রাজ্য জুড়েই শাসক দলের অত্যাচার চলছে বলে অভিযোগ বিজেপির ৷ অপরদিকে বিজেপির ভাঙন চলছে ক্রমাগত । আগামী দিনে যাতে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে প্রার্থী দেওয়া যায় তার জন্য বার বার জেলা সফর করছেন শুভেন্দু । এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷