ঘাটাল, (পশ্চিম মেদিনীপুর), 1 নভেম্বর: খড়গপুরের বিধায়ক বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) কটাক্ষের জবাব দিলেন ঘাটালের সাংসদ তৃণমূলের (Trinamool Congress) দেব ৷ তবে সিনেমা জগতের সহকর্মী হিরণের কটাক্ষের জবাব দিতে গিয়ে পালটা কটাক্ষ করেননি এই অভিনেতা ৷ বরং বলেছেন, ‘‘হিরণ কেন এ কথা বলল বুঝতে পারলাম না । হিরণ আমার ভালো বন্ধু ৷ হিরণ খড়গপুরে ভালো কাজ করছে ।’’
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যান দেব (Dev) ওরফে দীপক অধিকারী (Deepak Adhikari) ৷ সেখানে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷ তার পর সংবাদমাধ্যমের কাছে হিরণের বক্তব্যের জবাব দেন ৷ দেবের দাবি, ‘‘অনেকেই মাইক পেলে আবেগের বশে অনেক কিছু বলে ফেলে ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি ঘাটালে কালীপুজোর উদ্বোধনে এসেছিলেন বিজেপির (BJP) হিরণ ৷ সেখানে তিনি নাম না করে ঘাটালের সাংসদের সমালোচনা করেছিলেন ৷ আট বছর সাংসদ থাকলেও ঘাটালের মানুষের উন্নয়নের জন্য কিছুই দেব করেননি বলে অভিযোগ করেছিলেন ৷ একই সঙ্গে দাবি করেছিলেন, ঘাটালের মানুষের কথা ভুলে দেব বান্ধবীকে নিয়ে বিদেশে বেড়াতে যান ৷
এদিন এই মন্তব্যেরও জবাব দেন দেব ৷ তাঁর কথায়, রাজনৈতিকভাবে তাঁকে হিরণ আক্রমণ করতেই পারে ৷ কিন্তু পরিবারকে নিয়ে টানাটানি না করাই ভালো ৷ আর তিনি বিদেশে বান্ধবীকে নিয়ে বেড়াতে গেলেও নিজেই সব খরচ করেন বলেই দাবি করেন ঘাটালের সাংসদ ৷ তিনি বলেন, ‘‘পরিবার নিয়ে আক্রমণ না করাই ভালো । কারণ ও (হিরণ) একজন মেয়ের বাবা । আমার মনে হয় গার্লফ্রেন্ড অথবা বান্ধবী সবাইকেই সম্মান করা উচিত, সেটা হিরণ ভালো বোঝে ।’’
দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন হিরণ ৷ গরুপাচারের (Cattle Smuggling Scam) টাকায় দেব সিনেমা তৈরি করে বলেও অভিযোগ করেছিলেন ৷ যা নিয়ে দেবের মন্তব্য, হিরণের কাছে এত তথ্য থাকলে সিবিআইয়ের উচিত হিরণ ডেকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানা ৷
অন্যদিকে এদিন দেব প্রথমে ঘাটালের মহকুমাশাসকের দফতরে পৌঁছান ৷ তার পর বীরসিংহ উন্নয়ন পর্ষদ নিয়ে প্রশাসনিক বৈঠক করেন । সেখানে সাংসদ ছাড়াও উপস্থিত রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক আয়েশা রানি এ, জেলার এসপি দীনেশ কুমার, ঘাটালের মহকুমাশাসক থেকে বিডিও ও জনপ্রতিনিধিরা ।
মহকুমাশাসকের দফতরে বৈঠক সেরে সেখান থেকে ঘাটাল টাউন হলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে হাজির হন এই অভিনেতা । সেখান থেকে চলে যান ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠকে যোগ দেন তিনি । হাসপাতালে বৈঠক সেরে চলে যান ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে ।
আরও পড়ুন: হিরণের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে সাংসদ দেব ! কটাক্ষ বিজেপি'র