ঘাটাল, 16 ডিসেম্বর: শীত মানেই বনভোজনের মরশুম ৷ আর সামনেই রয়েছে বড়দিন এবং ইংরেজি নববর্ষ ৷ এই দিনগুলিতে পর্যটকদের ঢল নামে পিকনিক স্পটগুলিতে । তার মধ্যে একটি হল ঘাটালের একমাত্র ইকো ট্যুরিজম পার্ক । কিন্তু বড়দিন বা নববর্ষের দোড়গড়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই পার্ক । আগাছা ও আবর্জনায় ভরেছে চারিদিক ৷ অভিযোগ, পার্ক পরিষ্কারে নজর নেই পঞ্চায়েত সমিতির ৷ তাই বড়দিনের আগে হতাশ পর্যটকেরা দাবি তুলছেন ইকো ট্যুরিজম পার্কটি সংস্কারের । কারণ এই বিশেষ দিনগুলি ছাড়াও নিত্যদিন পর্যটকদের আনাগোনা আগেই লেগেই থাকত আগে ৷ তবে বর্তমানে পরিস্থিতির জন্য কমেছে সবই ৷
ঘাটাল পৌর এলাকার পাশেই মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের হরিসিংহপুর এলাকায় অবস্থিত এই ইকো ট্যুরিজম পার্ক । ঘাটাল পৌর এলাকাতে এটি ছাড়া আর কোনও পার্ক নেই ৷ তাই শহরের পর্যটকদের কাছে বড়দিন বা ইংরেজি নববর্ষের বনভোজনের একটি মাত্র জায়গা হল এই ইকো ট্যুরিজম পার্ক । সেই পার্ক বর্তমানে বেহাল হয়ে পড়ে রয়েছে ৷ ভেঙে গিয়েছে দোলনা, উপড়ে পড়ে রয়েছে গাছ ৷ জঙ্গল ও আগাছায় ভরে রয়েছে গোটা এলাকা । পার্কের চারপাশে রয়েছে ঝিল ৷ সেই ঝিলে বোটিংয়েরও ব্যবস্থা থাকলেও বর্তমানে নৌকাগুলিও নষ্ট হয়ে এক কোণে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে । এতে নজর নেই ব্লক প্রশাসন ও ঘাটাল পঞ্চায়েত সমিতির বলে অভিযোগ ।
ইকো ট্যুরিজম পার্কে ঢুকতে গেলে 10 টাকা টিকিট লাগে ৷ সেই টিকিট কেটে পার্কে ঢুকে হতাশ হয়ে ফিরছেন পর্যটকেরা । তারা চাইছেন বনভোজনের মরশুমে অন্তত বড়দিনের আগে দ্রুত সংস্কার করা হোক এই পার্কটির । এই পার্কে শুধু ঘাটালবাসী নয়, আশপাশের বিভিন্ন জায়গার মানুষ ভিড় জমাতো এক সময় ৷ কিন্তু বর্তমানে পার্কের বেহাল পরিকাঠামো এবং অবস্থা দেখে মুখ ফেরাচ্ছে পাখি থেকে পর্যটকরা। ঘাটাল পঞ্চায়েত সমিতি এই পার্ক রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্বে রয়েছে ৷ কিন্তু তাও কেনও অবহেলায় পড়ে পার্কটি, উঠছে সেই প্রশ্নই। একসময় জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই পার্ক পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিয়ে গিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব । তারপরও বেহাল অবস্থা ঘাটালের একমাত্র পর্যটনস্থলের ।
পর্যটকদের অভিযোগ স্বীকার করে নিয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর বলেন, "আজকেই পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিং ছিল ৷ সেখানে পার্ক সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে । পঞ্চম অর্থ কমিশন থেকে যদি ফান্ডিং করা যায় সে নিয়েও কথা হয়েছে । আমরা দ্রুত কাজ শুরু করব ৷ শ্রমিকের সমস্যা রয়েছে ৷ স্থানীয় পঞ্চায়েতকে বলে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে পার্কটি ।"
আরও পড়ুন: