ETV Bharat / state

Rakhi Bandhan : হিংসা রুখতে অকাল রাখি বন্ধন করে সম্প্রীতির বার্তা তৃণমূল জেলা সভাপতির

author img

By

Published : Jun 11, 2022, 11:00 PM IST

দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা পরস্পরকে রাখি পরিয়ে শান্তির বার্তা দিলেন রাজ্য ও দেশেবাসীকে (Rakhi Bandhan)। শনিবার তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার উদ্যোগে এই কমসূচি নেওয়া হয় । শহরের বিশিষ্ট ধর্মগুরুদের একই মঞ্চে বসিয়ে তাঁদের শান্তির বার্তা যেমন দেওয়া হয় তেমনি পরস্পরকে আলিঙ্গন এবং রাখি পরিয়ে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয় ।

Rakhi Bandhan news
রাখি বন্ধন করে সম্প্রীতির বার্তা তৃণমূল জেলা সভাপতির

মেদিনীপুর, 11 জুন : রাজ্যের অশান্তি রুখতে এবার পথে নামল তৃণমূল । শনিবার মেদিনীপুর শহরে দুই সম্প্রদায়ের ধর্মগুরুদের একই মঞ্চে বসিয়ে পালন করা হল রাখি বন্ধন (Rakhi Bandhan)। দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা পরস্পরকে রাখি পরিয়ে শান্তির বার্তা দিলেন রাজ্য ও দেশবাসীকে ।

দুই মেদিনীপুরের পাশের জেলা হাওড়া এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও হিংসা অব্যাহত । ইসলাম ধর্ম এবং মহম্মদকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা (BJP national spokesperson Nupur Sharma ) ৷ তারপর থেকেই ক্রমশ উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত । আঁচ পৌঁছেছে হাওড়া ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ গাড়ি জ্বালানো, বাড়ি ভাঙচুর সঙ্গে বেশ কিছু এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । অবরোধে জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তায় কয়েক হাজার গাড়ি ও মানুষজন । ট্রেন অবরোধের পরে অবরুদ্ধ হয়ে পড়ে রেল যাত্রীরা । যদিও এবিষয়ে মুখ্যমন্ত্রী বারবার আবেদন জানিয়েছেন, শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার । শনিবার সকাল থেকে অবরোধ উঠে গেলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ । এই পরিস্থিতিতে আর যাতে কোনও জেলায় অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় তার জন্য মেদিনীপুরে হিন্দু ও মুসলিম ধর্ম গুরুদের দিয়ে পরস্পরকে রাখি বেঁধে সম্প্রিতির বার্তা দিল তৃণমুল জেলা কংগ্রেস ।

রাখি বন্ধন করে সম্প্রীতির বার্তা তৃণমূল জেলা সভাপতির

আরও পড়ুন : উত্তপ্ত কেশপুর ! তৃণমূল নেতার উস্কানিমূলক মন্তব্যের পর শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত 10

শনিবার তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার উদ্যোগে এই কমসূচি নেওয়া হয় । শহরের বিশিষ্ট ধর্মগুরুদের একই মঞ্চে বসিয়ে তাঁদের শান্তির বার্তা যেমন দেওয়া হয় তেমনি পরস্পরকে আলিঙ্গন এবং রাখি পরিয়ে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয় ।

মেদিনীপুর, 11 জুন : রাজ্যের অশান্তি রুখতে এবার পথে নামল তৃণমূল । শনিবার মেদিনীপুর শহরে দুই সম্প্রদায়ের ধর্মগুরুদের একই মঞ্চে বসিয়ে পালন করা হল রাখি বন্ধন (Rakhi Bandhan)। দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা পরস্পরকে রাখি পরিয়ে শান্তির বার্তা দিলেন রাজ্য ও দেশবাসীকে ।

দুই মেদিনীপুরের পাশের জেলা হাওড়া এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও হিংসা অব্যাহত । ইসলাম ধর্ম এবং মহম্মদকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা (BJP national spokesperson Nupur Sharma ) ৷ তারপর থেকেই ক্রমশ উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত । আঁচ পৌঁছেছে হাওড়া ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ গাড়ি জ্বালানো, বাড়ি ভাঙচুর সঙ্গে বেশ কিছু এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । অবরোধে জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তায় কয়েক হাজার গাড়ি ও মানুষজন । ট্রেন অবরোধের পরে অবরুদ্ধ হয়ে পড়ে রেল যাত্রীরা । যদিও এবিষয়ে মুখ্যমন্ত্রী বারবার আবেদন জানিয়েছেন, শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার । শনিবার সকাল থেকে অবরোধ উঠে গেলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ । এই পরিস্থিতিতে আর যাতে কোনও জেলায় অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় তার জন্য মেদিনীপুরে হিন্দু ও মুসলিম ধর্ম গুরুদের দিয়ে পরস্পরকে রাখি বেঁধে সম্প্রিতির বার্তা দিল তৃণমুল জেলা কংগ্রেস ।

রাখি বন্ধন করে সম্প্রীতির বার্তা তৃণমূল জেলা সভাপতির

আরও পড়ুন : উত্তপ্ত কেশপুর ! তৃণমূল নেতার উস্কানিমূলক মন্তব্যের পর শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত 10

শনিবার তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার উদ্যোগে এই কমসূচি নেওয়া হয় । শহরের বিশিষ্ট ধর্মগুরুদের একই মঞ্চে বসিয়ে তাঁদের শান্তির বার্তা যেমন দেওয়া হয় তেমনি পরস্পরকে আলিঙ্গন এবং রাখি পরিয়ে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.