ডেবরা, 9 অগস্ট: আদিবাসী দিবসের অনুষ্ঠানের মিছিলকে উদ্দেশ্য করে কটূক্তি অভিযোগ ৷ তার পালটা হিসেবে বুধবার পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল আদিবাসী জনকল্যাণ মঞ্চের সদস্যদের বিরুদ্ধে । এর পরে তীব্র উত্তেজনা তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভবানীপুর-1 অঞ্চলের শ্যামনগর গ্রামে । পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷
ডেবরার শ্যামনগর গ্রামে আদিবাসী সমাজের মানুষেরা আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে একটি মিছিলের আয়োজন করে । অভিযোগ, সেই সময় তৃণমূলের পার্টি অফিসে বসে থাকা জনা কয়েক মিছিলে যোগ দেওয়া আদিবাসীদের উদ্দেশ্য করে কটূক্তি করেন । এরই প্রতিবাদ করে আদিবাসী সমাজের মানুষেরা । এরপরে ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসে আদিবাসী সমাজের সদস্য়রা পালটা ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ পরে আগুন ধরিয়ে দেওয়া হয় শ্যামনগরে তৃণমূলের কার্যালয়ে ।
যদিও এ দিন এই জনকল্যাণ মঞ্চে সদস্যরা মাইকে ঘোষণা করেন, ‘‘তৃণমূল কার্যালয়ে থেকে যে কটূক্তি তাঁদের উপর করা হয়, তারই জেরেই এই ঘটনা ঘটানো হল । এখন থেকেই শাসকদলকে সাবধান করা হচ্ছে আগামিদিনে এই ধরনের কোনোরকম কটূক্তি ঘটলে বড় বৃহত্তর আন্দোলনে নামা হবে ।’’
যদিও এই ঘটনায় উলটো সুর তৃণমূলের মুখে ৷ এলাকার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‘এই ধরনের অভিযোগ আমরা একটা শুনেছি । কিন্তু যা পরিস্থিতি আমরা পুলিশকে বলছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে । এরপর কাল আমরা যাব ঘটনাস্থলে খুঁজে দেখব ও ব্যবস্থা নেব ।’’
যদিও ওই পার্টি অফিস থেকে কেন কটূক্তি করা হল, সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীরের বক্তব্য, ‘‘দেখুন ওই পার্টি অফিস থেকে কটূক্তি করেছিল কী করেনি বা একটা কটূক্তির জন্য একটা বাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে, সে নিয়ে অনেক বিতর্ক রয়েছে । তবে আমরা খতিয়ে না দেখে কিছুই বলতে পারব না । তবে এই পরিস্থিতিতে আমাদের লোকজনকে বলেছি পার্টি অফিসে না যেতে ।’’
আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থীদের দলে টানতে টাকার টোপ ! বেঁধে রাখা হল তৃণমূল নেতাকে
এ দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেখানকার অবস্থা থমথমে ৷ তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷