ETV Bharat / state

Dev Speaks on Awas Yojana: যেটা ভুল তা ভুল, যে দলই করুক; আবাস দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য দেবের

author img

By

Published : Jan 9, 2023, 10:53 PM IST

সোমবার তাঁর লোকসভা কেন্দ্র ঘাটালে যান তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev) ৷ সেখানে গিয়ে তিনি মুখ খোলেন আবাস দুর্নীতি, হিংসার রাজনীতি, বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা-সহ একাধিক বিষয়ে ৷

ETV Bharat
আবাস দুর্নীতি প্রসঙ্গে দেবের মন্তব্য

আবাস দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের মন্তব্য

দাসপুর, 9 জানুয়ারি: "আমার দলই হোক বা অন্য কোন দল যেটা ভুল সেটা ভুল । যাঁরা সত্যিই গরিব, মাথায় ছাদ নেই তাঁদের ঘর পাওয়া উচিত ৷ যদি কোনও ভুল হয়ে থাকে আমারও মনে হয় সেটা ভুলই ৷" প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে, সে ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev Speaks on Awas Yojana scam) ৷

এদিন বারাসতের তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী মন্তব্য করেছেন, নীল-সাদা রং এবং তৃণমূলের প্রতীক-সহ 'দিদির সুরক্ষা কবচ' রিস্ট ব্যান্ড পরলেই মিলবে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ৷ তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ সেই নিরিখে এদিন আবাস দুর্নীতি ইস্যুতে দেবের (TMC MP Dev) এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

সোমবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে নিজের লোকসভা কেন্দ্রের দাসপুরে যান তৃণমূল সাংসদ দেব ৷ এদিন রাজনীতিতে হিংসা ও গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে এই অভিনেতা বলেন, "আমি আর মিঠুনদা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি (প্রজাপতি সিনেমা প্রসঙ্গে) তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে । রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদেবিপদে থাকা । রাজনীতির জন্য মারপিট করতে হবে, রক্তারক্তি করতে হবে এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না । কেউ একটা দল করলে অপর দল শত্রু, এমন ভাবা উচিত নয় ।"

আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ হাতে পরলেই মিলবে সমস্ত সরকারি সুবিধা ! বারাসতে বেফাঁস বিধায়ক

পাশাপাশি বন্দে ভারত ট্রেনে আক্রমণ প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন দেব ৷ তিনি বলেন, "শিক্ষার অভাবের কারণেই ট্রেনে ঢিল মারা হয় কিংবা আগুন লাগিয়ে দেওয়া হয় । এটা মোদি বা দিদির ট্রেন নয়, এটা মানুষের ট্রেন । এটা কোনও রাজনীতির বিষয় নয় । দেশের মানুষকে সঠিকভাবে শিক্ষিত করা যাচ্ছে না আর সেই কারণেই এ ধরনের ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের ।"

এদিন বারাসতের তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী মন্তব্য করেছেন, নীল-সাদা রং এবং তৃণমূলের প্রতীক-সহ 'দিদির সুরক্ষা কবচ' রিস্ট ব্যান্ড পরলেই মিলবে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ৷ তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ সেই নিরিখে এদিন আবাস দুর্নীতি ইস্যুতে দেবের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Dev Speaks on Awas Yojana) ৷

আবাস দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের মন্তব্য

দাসপুর, 9 জানুয়ারি: "আমার দলই হোক বা অন্য কোন দল যেটা ভুল সেটা ভুল । যাঁরা সত্যিই গরিব, মাথায় ছাদ নেই তাঁদের ঘর পাওয়া উচিত ৷ যদি কোনও ভুল হয়ে থাকে আমারও মনে হয় সেটা ভুলই ৷" প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে, সে ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev Speaks on Awas Yojana scam) ৷

এদিন বারাসতের তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী মন্তব্য করেছেন, নীল-সাদা রং এবং তৃণমূলের প্রতীক-সহ 'দিদির সুরক্ষা কবচ' রিস্ট ব্যান্ড পরলেই মিলবে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ৷ তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ সেই নিরিখে এদিন আবাস দুর্নীতি ইস্যুতে দেবের (TMC MP Dev) এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

সোমবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে নিজের লোকসভা কেন্দ্রের দাসপুরে যান তৃণমূল সাংসদ দেব ৷ এদিন রাজনীতিতে হিংসা ও গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে এই অভিনেতা বলেন, "আমি আর মিঠুনদা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি (প্রজাপতি সিনেমা প্রসঙ্গে) তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে । রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদেবিপদে থাকা । রাজনীতির জন্য মারপিট করতে হবে, রক্তারক্তি করতে হবে এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না । কেউ একটা দল করলে অপর দল শত্রু, এমন ভাবা উচিত নয় ।"

আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ হাতে পরলেই মিলবে সমস্ত সরকারি সুবিধা ! বারাসতে বেফাঁস বিধায়ক

পাশাপাশি বন্দে ভারত ট্রেনে আক্রমণ প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন দেব ৷ তিনি বলেন, "শিক্ষার অভাবের কারণেই ট্রেনে ঢিল মারা হয় কিংবা আগুন লাগিয়ে দেওয়া হয় । এটা মোদি বা দিদির ট্রেন নয়, এটা মানুষের ট্রেন । এটা কোনও রাজনীতির বিষয় নয় । দেশের মানুষকে সঠিকভাবে শিক্ষিত করা যাচ্ছে না আর সেই কারণেই এ ধরনের ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের ।"

এদিন বারাসতের তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী মন্তব্য করেছেন, নীল-সাদা রং এবং তৃণমূলের প্রতীক-সহ 'দিদির সুরক্ষা কবচ' রিস্ট ব্যান্ড পরলেই মিলবে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ৷ তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ সেই নিরিখে এদিন আবাস দুর্নীতি ইস্যুতে দেবের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Dev Speaks on Awas Yojana) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.