দাসপুর, 10 নভেম্বর: ডাকা হয়েছিল শাসকদলের একটি জনসভা এবং সেই সভাতে মানুষের ভিড় থাকলেও সংখ্যা কম ছিল মহিলাদের ৷ আর তাতে ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকার তৃণমূল নেতা (TMC Leader) ৷
তিনি মঞ্চে মন্ত্রী থাকাকালীন নিদান দেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) পান অথচ মহিলাদের ভিড় নেই কেন ! তাঁরা কেন সভাতে আসছেন না। মন্ত্রীকে বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার জন্য। আর এ নিয়ে চাঞ্চল্য জেলাজুড়ে।
দাসপুরের কিষাণ খেতমজুর সংগঠনের সভাতে এই নিদান দেন শাসক দলের নেতা। প্রসঙ্গত, এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের কিষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে দাসপুরের সবুজ সংঘের মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো-সহ জেলার একাধিক নেতা-কর্মীরা ।
আরও পড়ুন: 'মেয়র আগে মশা মারুন, মানুষকে বাঁচান !' তোপ প্রাক্তন মেয়র পারিষদের
আর সেই সভাতেই ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পণ্ডা মহিলাদের উপস্থিতি কম থাকায় এমনই বক্তব্য দিলেন। তিনি বক্তব্য রাখার সময় মাইক হাতে নিয়ে দেখেন সভাতে মহিলার সংখ্যা কম। তখন তিনি বলেন, "যেখানে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেখানে মায়েদের সংখ্যা কেন কম ! তাই আমি পূর্ণেন্দুদাকে বলব আপনি দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন (TMC Leader Made a Controversial Statement)।"
তৃণমূল নেতার এহেন মন্তব্যকে মহিলাদের প্রতি অপমান বলে পালটা কটাক্ষ ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসের। আগামিদিনে এই মন্তব্যর জন্য জেলার মহিলারা যোগ্য জবাব দেবে বলেও তিনি জানান।