চন্দ্রকোনা, 27 জুলাই: একদিকে ইডি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বেআইনি সম্পত্তির খোঁজে রাজ্যজুড়ে জোর তল্লাশি শুরু করেছে ৷ অপরদিকে পার্থর সংস্পর্শে আসা তৃণমূল জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দাগলেন খোদ শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতি (TMC leader alleged another party leader in West Medinipur) ।
রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । এমনকী বিভিন্ন জেলা থেকেও পার্থর সম্পত্তির হদিশ মিলছে । তা নিয়েই রাজ্য রাজনীতি সরগরম । এবার পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে দলের নির্দেশ অমান্য করে তৃণমূলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন হীরালাল ঘোষ ।
সম্প্রতি রাজ্যের মন্ত্রী গ্রেফতারের পর একপ্রকার জেলার নিচু স্তরের নেতৃত্বদের মধ্যে ক্ষোভ স্পষ্ট । যেখানে দেখা গেল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি খোদ জেলা তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলার ঘটনা । প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা হয় একটি পোস্ট ৷ আর তাতেই কমেন্ট করে বসেন চন্দ্রকোনা-2 পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ(TMC leader) ।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে হীরালাল ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ৷ যেখানে তিনি লেখেন, "পার্থবাবুকে দিয়ে আমাদের জেলায় মাইতিবাবু অনেক অনৈতিক কাজ করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন ।" সোশ্যাল মিডিয়ায় কেন তাঁর এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য ? সে প্রসঙ্গে স্বয়ং হীরালাল ঘোষের কাছে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে তিনি জেলা তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেন । তিনি বলেন, "জেলায় নিচুস্তরের পুরনো নেতা কর্মীদের পাত্তা না-দিয়ে জমিদারি সুলভ আচরণ করে বেড়াচ্ছেন চেয়ারম্যান । আর যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে জেলায় ।"
তিনি জানান, একপ্রকার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে জঙ্গল মহলে জমিদারি সুলভ আচরণ করে বেড়ান জেলার এই চেয়ারম্যান । তিনি অভিযোগ তুললেন খোদ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান (TMC District chairman) অজিত মাইতির বিরুদ্ধে । তাছাড়া অজিত মাইতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসাজশ থেকে গত পৌর নির্বাচনে অনেক অনৈতিক কাজ হয়েছে, যা দলকে বিড়ম্বনায় ফেলেছে বলেও তাঁর অভিযোগ ।
আরও পড়ুন : টালিগঞ্জের পর বেলঘরিয়া, ফের অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার ইডির
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অবৈধ সম্পত্তির খোঁজখবরে এবং ইতিমধ্যে তদন্তকারী সংস্থার কাজকর্মে উত্তাল হয়েছে রাজ্যে । সেই পরিস্থিতিতে শাসকদলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বিরোধীদের হাতে অস্ত্র হয়ে উঠবে বলে মত রাজনৈতিক মহলের ।