ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, কেশপুরে বোমাবাজিতে মৃত 2 - কেশপুরে বোমাবাজি

উত্তপ্ত কেশপুর । বোমাবাজির জেরে মৃত 2 ৷ আহত 5 ৷

2-died-for-bombing-at-keshpur
কেশপুরে বোমাবাজিতে মৃত 2
author img

By

Published : Sep 18, 2020, 8:29 AM IST

Updated : Sep 18, 2020, 9:54 AM IST

কেশপুর, 18 অগাস্ট : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ । বোমাবাজির জেরে মৃত্যু হল দু'জনের । গুরুতর আহত হয়েছে পাঁচজন ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

বৃহস্পতিবার রাতে কোশপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে বলে সূত্রের খবর ৷ 14 বছরের এক স্কুল পড়ুয়া সহ দু'জনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম শেখ মাজাহার(14) ও শেখ মহম্মদ নাসিম(42) ৷

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দুই গোষ্ঠী তৃণমূলের হলেও এটি কোনও রাজনৈতিক সংঘর্ষ নয় ৷ পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷

মৃত শেখ নাসিমের দাদা তানসুর বলেন, "কেশপুর কলেজের সামনে একটি জমি নিয়ে আমার চাচা একতারের সঙ্গে ঝামেলা চলছে ৷ জমিটি আমাদের হলেও চাচা জোর করে কব্জা করতে চাইছে ৷ দলের ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠির সহযোগিতায় আমার চাচা ওই জমির দখল চাইছে ৷"

তিনি বলেন, "আমরা এবিষয়ে ব্লক সভাপতি থেকে শুরু করে থানার বড়বাবু এবং বিধায়ক শিউলি সাহার দ্বারস্থ হয়েছি বহুবার ৷ তাতেও সুরাহা হয়নি ৷ আগেই বিষয়টির মীমাংসা হলে দুটো প্রাণ এভাবে যেত না ৷"

যদিও কেশপুরের এই বোমাবাজির ঘটনা সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এতে রাজনৈতিক রং মেশানোর চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য ৷

ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি ৷ এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷

কেশপুর, 18 অগাস্ট : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ । বোমাবাজির জেরে মৃত্যু হল দু'জনের । গুরুতর আহত হয়েছে পাঁচজন ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

বৃহস্পতিবার রাতে কোশপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে বলে সূত্রের খবর ৷ 14 বছরের এক স্কুল পড়ুয়া সহ দু'জনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম শেখ মাজাহার(14) ও শেখ মহম্মদ নাসিম(42) ৷

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দুই গোষ্ঠী তৃণমূলের হলেও এটি কোনও রাজনৈতিক সংঘর্ষ নয় ৷ পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷

মৃত শেখ নাসিমের দাদা তানসুর বলেন, "কেশপুর কলেজের সামনে একটি জমি নিয়ে আমার চাচা একতারের সঙ্গে ঝামেলা চলছে ৷ জমিটি আমাদের হলেও চাচা জোর করে কব্জা করতে চাইছে ৷ দলের ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠির সহযোগিতায় আমার চাচা ওই জমির দখল চাইছে ৷"

তিনি বলেন, "আমরা এবিষয়ে ব্লক সভাপতি থেকে শুরু করে থানার বড়বাবু এবং বিধায়ক শিউলি সাহার দ্বারস্থ হয়েছি বহুবার ৷ তাতেও সুরাহা হয়নি ৷ আগেই বিষয়টির মীমাংসা হলে দুটো প্রাণ এভাবে যেত না ৷"

যদিও কেশপুরের এই বোমাবাজির ঘটনা সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এতে রাজনৈতিক রং মেশানোর চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য ৷

ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি ৷ এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷

Last Updated : Sep 18, 2020, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.