ETV Bharat / state

TMC Leader Refuses Pranam : "পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না", দেওয়ালে লেখা সাঁটলেন তৃণমূল নেতা সুজয় হাজরা

author img

By

Published : Apr 15, 2022, 1:12 PM IST

কাজের কথা বলতে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে লোকজন ৷ এর কোনও দরকার নেই, তাই দেওয়ালে প্রণাম না-করার কথা লিখে রেখেছেন তৃণমূল নেতা সুজয় হাজরা (TMC Leader Refuses Pranam) ৷

TMC Leader Sujoy Hazra restricts Pranam
প্রণাম না করতে আর্জি তৃণমূল নেতা সুজয় হাজরার

মেদিনীপুর, 15 ই এপ্রিল : 'দয়া করিয়া পায়ে হাত দিয়ে প্রণাম করিবেন না', কাগজে লিখে বাড়ির অফিসের দেওয়ালে লাগিয়েছেন এক তৃণমূল নেতা ৷ মেদিনীপুরের জেলা সভাপতির যুক্তি, একমাত্র বাবা-মাকেই প্রণাম করা উচিত ৷ যাঁরা তাঁকে প্রণাম করতে চাইছেন, তাঁরা নিজেদের বাবা-মাকে প্রণাম করুন, জানিয়েছেন সুজয় হাজরা (TMC District President Sujoy Hazra urges people not to pranam him in Medinipur) ।

বারেবারে অফিসে এসে কাজের জন্য আর প্রণাম করা আটকাতে এই পদক্ষেপ করেছেন তৃণমূল জেলা সভাপতি ৷ প্রসঙ্গক্রমে বলা যায়, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে শাসকদলের বহু নেতা বহু সময় এসেছেন ৷ কখনও কেউ বছর বছর সংগঠকের ভূমিকা পালন করেছেন কেউ বা ছ'মাসের বা অল্প সময়ের মধ্যে সংগঠকের ভূমিকা পালন করেছেন ।

আরও পড়ুন : TMC Leaders in BJP Whatsapp Group : ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের উপপ্রধান-সহ দুই

তবে মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার মতে, একেবারে নিচুস্তর থেকে তিনি এই সংগঠন গড়ে তুলেছেন এবং পথে হেঁটে প্রতিবাদ করেছেন বামেদের বিরুদ্ধে । তাই সংগঠনে তাঁর একটা আলাদা জায়গা রয়েছে । সেই জন্য বহু মানুষ বিভিন্ন দাবি-দাওয়া অভাব অভিযোগ নিয়ে প্রতিদিন তাঁর দলীয় কার্যালয়ে, বাড়ির অফিসে আসেন । বেশিরভাগ মানুষই দেখা করতে এসে সটান প্রণাম করতে যান তৃণমূল জেলা সভাপতিকে ।

তিনি বললেন, "আমি বারবারই বলি, বাবা-মায়েদেরই পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত ৷ তাঁরা সন্তানদের প্রতিপালন করেন ৷ আমি সেই প্রণাম নেওয়ার লোক নই ৷ আমায় কেউ প্রণাম করে কাজের কথা বলুক, এটা আমি চাই না ৷" সুজয় আরও জানান, তিনি তেমন লোক নন যে প্রণাম করে তাঁকে প্রয়োজনের কথা বলতে হবে ৷ তিনি বললেন, "এমনিতে যেটা করতে পারব, সেটা এমনিই করব ৷ প্রণাম করে কাজ আদায় করতে হবে, এমন কোনও বিষয় নেই ৷"

মেদিনীপুর, 15 ই এপ্রিল : 'দয়া করিয়া পায়ে হাত দিয়ে প্রণাম করিবেন না', কাগজে লিখে বাড়ির অফিসের দেওয়ালে লাগিয়েছেন এক তৃণমূল নেতা ৷ মেদিনীপুরের জেলা সভাপতির যুক্তি, একমাত্র বাবা-মাকেই প্রণাম করা উচিত ৷ যাঁরা তাঁকে প্রণাম করতে চাইছেন, তাঁরা নিজেদের বাবা-মাকে প্রণাম করুন, জানিয়েছেন সুজয় হাজরা (TMC District President Sujoy Hazra urges people not to pranam him in Medinipur) ।

বারেবারে অফিসে এসে কাজের জন্য আর প্রণাম করা আটকাতে এই পদক্ষেপ করেছেন তৃণমূল জেলা সভাপতি ৷ প্রসঙ্গক্রমে বলা যায়, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে শাসকদলের বহু নেতা বহু সময় এসেছেন ৷ কখনও কেউ বছর বছর সংগঠকের ভূমিকা পালন করেছেন কেউ বা ছ'মাসের বা অল্প সময়ের মধ্যে সংগঠকের ভূমিকা পালন করেছেন ।

আরও পড়ুন : TMC Leaders in BJP Whatsapp Group : ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের উপপ্রধান-সহ দুই

তবে মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার মতে, একেবারে নিচুস্তর থেকে তিনি এই সংগঠন গড়ে তুলেছেন এবং পথে হেঁটে প্রতিবাদ করেছেন বামেদের বিরুদ্ধে । তাই সংগঠনে তাঁর একটা আলাদা জায়গা রয়েছে । সেই জন্য বহু মানুষ বিভিন্ন দাবি-দাওয়া অভাব অভিযোগ নিয়ে প্রতিদিন তাঁর দলীয় কার্যালয়ে, বাড়ির অফিসে আসেন । বেশিরভাগ মানুষই দেখা করতে এসে সটান প্রণাম করতে যান তৃণমূল জেলা সভাপতিকে ।

তিনি বললেন, "আমি বারবারই বলি, বাবা-মায়েদেরই পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত ৷ তাঁরা সন্তানদের প্রতিপালন করেন ৷ আমি সেই প্রণাম নেওয়ার লোক নই ৷ আমায় কেউ প্রণাম করে কাজের কথা বলুক, এটা আমি চাই না ৷" সুজয় আরও জানান, তিনি তেমন লোক নন যে প্রণাম করে তাঁকে প্রয়োজনের কথা বলতে হবে ৷ তিনি বললেন, "এমনিতে যেটা করতে পারব, সেটা এমনিই করব ৷ প্রণাম করে কাজ আদায় করতে হবে, এমন কোনও বিষয় নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.