ETV Bharat / state

"CPI(M)-এর হার্মাদরা আজ BJP-র সম্পদ," কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির - তৃণমূল

2001 সালে ছোটো আঙারিয়ায় তৃণমূল কর্মীদের মৃত্যুর ঘটনায় BJP-কে আক্রমণ পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতির ৷ তাঁর কটাক্ষ CPI(M)-র হার্মাদরা আজ সবাই BJP-র সম্পদ ৷

Ajit Maity
অজিত মাইতি
author img

By

Published : Jan 4, 2020, 11:59 PM IST

গড়বেতা, 4 জানুয়ারি : ছোটো আঙারিয়ায় মৃত তৃণমূল কর্মীদের শোকসভায় এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি । আজ সভায় বক্তব্য রাখার পর BJP-কে আক্রমণ করে অজিত বলেন, "একদিন যারা CPI(M)-র হার্মাদ ছিল, আজ তারা BJP-র সম্পদ।"

2001 সালে আজকের দিনেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ছোটো আঙারিয়ায় তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগে । মৃত্যু হয় আরও চার তৃণমূল কর্মীর । তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, CPI(M)-এর নেতারা তৃণমূল কর্মীদের খুন করে লাশ গায়েব করে দিয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি । বিরোধীদের চাপে শুরু হয় CBI তদন্ত। শহিদদের স্মরণে সেই দিনটিতে প্রতিবছর তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়।

আজ শহিদ সভায় বক্তব্য রাখার পর সাংবাদিক বৈঠকে BJP-কে আক্রমণ করে অজিত মাইতির বক্তব্য, "CPI(M)-এর হার্মাদরা আজ BJP-র সম্পদ । BJP-র ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে । তাই CPI(M) যতটা অত্যাচারী ছিল, BJP-ও ততটাই অত্যাচারী । আমাদের নতুন করে জোট বাঁধতে হবে ৷ কারণ অত্যাচারী শেষ হতে পারে, অত্যাচার শেষ হয় না। "

ছোটো আঙারিয়ার সেদিনের ঘটনায় এখনও বিচার পায়নি অভিযুক্তরা। এ প্রসঙ্গে অজিতের বক্তব্য, বিচারের প্রক্রিয়া চলছে । ধীরে ধীরে সবাই বিচার পাবে। "

গড়বেতা, 4 জানুয়ারি : ছোটো আঙারিয়ায় মৃত তৃণমূল কর্মীদের শোকসভায় এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি । আজ সভায় বক্তব্য রাখার পর BJP-কে আক্রমণ করে অজিত বলেন, "একদিন যারা CPI(M)-র হার্মাদ ছিল, আজ তারা BJP-র সম্পদ।"

2001 সালে আজকের দিনেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ছোটো আঙারিয়ায় তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগে । মৃত্যু হয় আরও চার তৃণমূল কর্মীর । তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, CPI(M)-এর নেতারা তৃণমূল কর্মীদের খুন করে লাশ গায়েব করে দিয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি । বিরোধীদের চাপে শুরু হয় CBI তদন্ত। শহিদদের স্মরণে সেই দিনটিতে প্রতিবছর তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়।

আজ শহিদ সভায় বক্তব্য রাখার পর সাংবাদিক বৈঠকে BJP-কে আক্রমণ করে অজিত মাইতির বক্তব্য, "CPI(M)-এর হার্মাদরা আজ BJP-র সম্পদ । BJP-র ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে । তাই CPI(M) যতটা অত্যাচারী ছিল, BJP-ও ততটাই অত্যাচারী । আমাদের নতুন করে জোট বাঁধতে হবে ৷ কারণ অত্যাচারী শেষ হতে পারে, অত্যাচার শেষ হয় না। "

ছোটো আঙারিয়ার সেদিনের ঘটনায় এখনও বিচার পায়নি অভিযুক্তরা। এ প্রসঙ্গে অজিতের বক্তব্য, বিচারের প্রক্রিয়া চলছে । ধীরে ধীরে সবাই বিচার পাবে। "

Intro:একদিন যারা সিপিএমের হার্মাদ ছিল আজকে তারা বিজেপির সম্পদ , তাই বলব আপনাদের কাছে সিপিএম যতটা অত্যাচারী ছিলো ততটা অত্যাচারী বিজেপি ,ছোট আঙারিয়া শোক জ্ঞাপন অনুষ্ঠানে এসে এরকমই বক্তব্য দিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি পাশা পাশি বলেন শোষক শেষ হতে পারে, কিন্তু শোষণ শেষ হয় না ,যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তারা নতুন রূপে অবতীর্ণ হন ,এইভাবে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি l Body:একদিন যারা সিপিএমের হার্মাদ ছিল আজকে তারা বিজেপির সম্পদ , তাই বলব আপনাদের কাছে সিপিএম যতটা অত্যাচারী ছিলো ততটা অত্যাচারী বিজেপি ,ছোট আঙারিয়া শোক জ্ঞাপন অনুষ্ঠানে এসে এরকমই বক্তব্য দিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি পাশা পাশি বলেন শোষক শেষ হতে পারে, কিন্তু শোষণ শেষ হয় না ,যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তারা নতুন রূপে অবতীর্ণ হন ,এইভাবে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি l

সেই ছোট আঙারিয়ার 20তম শোক সভায় বক্তব্য রাখতে এসে দোষী সি পি এম কে ছেড়ে বিজেপি কে দুষলেন তৃণমূল জেলা সভাপতি l প্রসংগত উল্লেখ্য 2001 সালে 4 ঠা জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া তৃণমূল কর্মী বক্তার মন্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে l ততকালীন বিরোধী দলের নেত্রী মমতা ব্যনার্জি অভিযোগ করেন সিপিএমের নেতারা তৃণমূল কর্মীদের খুন করে লাশ গায়েব করে গনহত্যা ঘটিয়েছে l এই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি l স্থানীয় দের অভিযোগ গুলি করে ও মুন্ডুচ্ছেদ করে খুন করা হয় পাঁচ জন তৃণমূল কর্মীকে l এরা হলেন মুক্তার খা,রবিয়াল ভাঙি ,হায়দার মন্ডল, জয়ন্ত পাত্র,মুক্ত পাত্র র মৃত্যু হয় বলে l শুধু তাই নয় এলাকার বাসিন্দা বক্তার মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় l বিরোধী দের চাপে সি,বি,আই তদন্ত শুরু হয় l গড়বেতার সিপি আই এম নেতা তপন ঘোষ ও শুকুর আলির নাম জড়ায় এই ঘটনায় ,এই সময় কালে অনেক জল গড়িয়েছে l আর এই দিনটিকেই স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছরই তৃণমূলের তরফে শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয় l শনিবার ছিল সেই স্মরণসভার ই দিন l স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃনমুলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি,কার্যকরী সভাপতি নির্মল ঘোষ,উত্তরা সিংহ সহ শহিদ পরিবারের লোকেরা l সভায় বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি বলে,মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা যেন ছোট আঙ্গারিয়া গিয়ে সভা করি l সেদিনের অগ্নিদগ্ধ মানুষদের ত্যাগ এর ফলে আমরা ক্ষমতায় এসেছি l সে দিনের সি পি এম এর হার্মাদরা আজকে বিজেপির সম্পদ ,বিজেপির ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে l তাই আপনাদের কাছে সিপিএম যতটা অত্যচারি ছিল বিজেপিও ততটাই অত্যাচারী l আমাদের নতুন করে জোট বেধেঁ তৈরী হতে হবে l কারন অত্যাচার শেষ হতে পারে ,অত্যচারী শেষ হয়না lএখানে দলের উদ্যোগে চাল ,ডাল ,সবজি,ও কিছু অর্থ সাহায্য করলাম l ছোট আঙ্গারিয়া নিহত দের পরিবার এখনো বিচার পায়নি এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে অজিত বাবু বলেন বিচারের প্রসেস চলছে ,আস্তে আস্তে সবাই বিচার পাবে l সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে বক্তার মন্ডল বলেন সেদিনের স্মৃতি ভুলার কি,আমরা তৃনমুল করেছিলাম l সিপিএমের হার্মাদরা এসে আমার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিল ,5 জন তৃণমূল কর্মিকে হত্যা করল l আজ পর্যন্ত সেই লাশের কোনো খোজ নেই l



Conclusion:একদিন যারা সিপিএমের হার্মাদ ছিল আজকে তারা বিজেপির সম্পদ , তাই বলব আপনাদের কাছে সিপিএম যতটা অত্যাচারী ছিলো ততটা অত্যাচারী বিজেপি ,ছোট আঙারিয়া শোক জ্ঞাপন অনুষ্ঠানে এসে এরকমই বক্তব্য দিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি পাশা পাশি বলেন শোষক শেষ হতে পারে, কিন্তু শোষণ শেষ হয় না ,যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তারা নতুন রূপে অবতীর্ণ হন ,এইভাবে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.