ETV Bharat / state

Panchayat Election 2023: বোমা-গুলি-লাঠি নয়, চা'য়ে পে চর্চায় সম্প্রীতির বার্তা মনোনয়নে

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সৌভ্রাতৃত্বের ছবি ধরা পড়ল ৷ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ানোর সঙ্গেই তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম-এর প্রবীণ-নবীন নেতারা চায়ের আড্ডায় মেতেছেন ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023
author img

By

Published : Jun 14, 2023, 9:02 PM IST

চায়ের কাপে চুমুক দিয়ে সম্প্রীতির বার্তা

মেদিনীপুর, 14 জুন: অহিংসার পথে হোক রাজনীতি ৷ সেই বার্তা দিয়ে একসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীরা ৷ শুধু মনোনয়ন জমা দেওয়া নয় ৷ সব রাজনৈতিক দলের নেতাদের দেখা গেল একসঙ্গে চায়ের আড্ডায় ৷ এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে ৷ সেখানকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা সংসদ, সমিতি ও জেলা পরিষদের নির্বাচনে একসঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং একে অপরের প্রতি রাজনৈতিক সৌজন্য দেখিয়ে মনোনয়নপত্র তোলা ও জমা দিচ্ছেন ৷

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে জ্বলছে ক্যানিং, ভাঙড়-সহ রাজ্যের বিভিন্ন জেলার অংসখ্য ব্লক অঞ্চল ৷ সর্বত্রই বিরোধীদের মনোনয়ন পেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে ৷ তাই নয়, ভাঙড়ে গতকাল থেকে আজ পর্যন্ত শয়ে শয়ে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে ৷ এমনকি গুলি পর্যন্ত চলেছে সেখানে ৷ একজন আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ অবস্থায় মনোনয়ন পেশ করেছেন ৷ তৃণমূলের এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন ৷ আজ পুলিশের উপরেও হামলা চালানো হয়েছে ৷ বসিরহাটেও বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

এই দৃশ্য যখন সংবাদ মাধ্যমগুলিতে দেখছে সমগ্র রাজ্যবাসী ৷ তখন মেদিনীপুর সদর ব্লকে পুরো উলটো ছবি ৷ শাসকদল থেকে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস, সবাই একসঙ্গে মনোনয়নপত্র তুলছেন ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস থেকে ৷ আর সেই মনোনয়ন তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজ জঙ্গলমহলে ৷ এমনকি একসঙ্গে বসে চায়ের আড্ডা জমালেন চার রাজনৈতিক দলের নেতারা ৷ সেখানে ছিলেন খড়গপুরের বিধায়ক দীনেন রায়, প্রবীণ কংগ্রেস নেতা শম্ভুমাথ চট্টোপাধ্যায়, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস এবং সিপিআইএম-এর পঞ্চায়েত সদস্য সোমনাথ দাস ৷

আরও পড়ুন: মনোনয়নে বাধা, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেও মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

এই আড্ডা শুধু শাসক ও বিরোধী শিবিরের নয় ৷ প্রবীণ-নবীনের মেলবন্ধনও ছিল বটে ৷ তৃণমূল ও কংগ্রেসের দুই প্রবীণ নেতা একদিকে অন্যদিকে বিজেপি ও সিপিআইএম-এর নবীন প্রজন্ম ৷ চায়ের আড্ডা হাসিঠাট্টা, গল্পে জমজমাট ৷ আর তাঁদের নজরদারিতেই যার যার দলের প্রার্থীরা মনোনয়নপত্র তুলছেন এবং জমা দিচ্ছেন ৷ কেউ তাঁদের বাধা দেওয়ার নেই ৷ হিংসা ও রক্তের রাজনীতির দাপাদাপির বদলে, এই সৌজন্যের রাজনীতি বাংলার উদাহরণ হিসেবে উঠে আসুক ৷ সেই বার্তাই দিলেন কংগ্রেসের প্রবীণ রাজনীতিবীদ শম্ভুনাথ চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, তৃণমূল বিধায়ক দীনেন রায় জানান, মেদিনীপুরে তৃণমূল বরাবর বিরোধীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছে ৷

চায়ের কাপে চুমুক দিয়ে সম্প্রীতির বার্তা

মেদিনীপুর, 14 জুন: অহিংসার পথে হোক রাজনীতি ৷ সেই বার্তা দিয়ে একসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীরা ৷ শুধু মনোনয়ন জমা দেওয়া নয় ৷ সব রাজনৈতিক দলের নেতাদের দেখা গেল একসঙ্গে চায়ের আড্ডায় ৷ এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে ৷ সেখানকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা সংসদ, সমিতি ও জেলা পরিষদের নির্বাচনে একসঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং একে অপরের প্রতি রাজনৈতিক সৌজন্য দেখিয়ে মনোনয়নপত্র তোলা ও জমা দিচ্ছেন ৷

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে জ্বলছে ক্যানিং, ভাঙড়-সহ রাজ্যের বিভিন্ন জেলার অংসখ্য ব্লক অঞ্চল ৷ সর্বত্রই বিরোধীদের মনোনয়ন পেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে ৷ তাই নয়, ভাঙড়ে গতকাল থেকে আজ পর্যন্ত শয়ে শয়ে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে ৷ এমনকি গুলি পর্যন্ত চলেছে সেখানে ৷ একজন আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ অবস্থায় মনোনয়ন পেশ করেছেন ৷ তৃণমূলের এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন ৷ আজ পুলিশের উপরেও হামলা চালানো হয়েছে ৷ বসিরহাটেও বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

এই দৃশ্য যখন সংবাদ মাধ্যমগুলিতে দেখছে সমগ্র রাজ্যবাসী ৷ তখন মেদিনীপুর সদর ব্লকে পুরো উলটো ছবি ৷ শাসকদল থেকে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস, সবাই একসঙ্গে মনোনয়নপত্র তুলছেন ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস থেকে ৷ আর সেই মনোনয়ন তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজ জঙ্গলমহলে ৷ এমনকি একসঙ্গে বসে চায়ের আড্ডা জমালেন চার রাজনৈতিক দলের নেতারা ৷ সেখানে ছিলেন খড়গপুরের বিধায়ক দীনেন রায়, প্রবীণ কংগ্রেস নেতা শম্ভুমাথ চট্টোপাধ্যায়, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস এবং সিপিআইএম-এর পঞ্চায়েত সদস্য সোমনাথ দাস ৷

আরও পড়ুন: মনোনয়নে বাধা, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেও মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

এই আড্ডা শুধু শাসক ও বিরোধী শিবিরের নয় ৷ প্রবীণ-নবীনের মেলবন্ধনও ছিল বটে ৷ তৃণমূল ও কংগ্রেসের দুই প্রবীণ নেতা একদিকে অন্যদিকে বিজেপি ও সিপিআইএম-এর নবীন প্রজন্ম ৷ চায়ের আড্ডা হাসিঠাট্টা, গল্পে জমজমাট ৷ আর তাঁদের নজরদারিতেই যার যার দলের প্রার্থীরা মনোনয়নপত্র তুলছেন এবং জমা দিচ্ছেন ৷ কেউ তাঁদের বাধা দেওয়ার নেই ৷ হিংসা ও রক্তের রাজনীতির দাপাদাপির বদলে, এই সৌজন্যের রাজনীতি বাংলার উদাহরণ হিসেবে উঠে আসুক ৷ সেই বার্তাই দিলেন কংগ্রেসের প্রবীণ রাজনীতিবীদ শম্ভুনাথ চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, তৃণমূল বিধায়ক দীনেন রায় জানান, মেদিনীপুরে তৃণমূল বরাবর বিরোধীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.