ঘাটাল, 13 অগাস্ট : গ্রামে দলীয় পতাকা ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ অভিযোগ, BJP-র দুই কর্মীর উপর লাঠি নিয়ে হামলা চালায় স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ বুধবার দুপুরে ঘাটালের পান্না গ্রাম এলাকার ঘটনা ৷ ঘটনায় জখম হয়েছে BJP-র দুই কর্মী ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা ৷
গতকাল দুপুরে ঘাটাল থানার পান্না, আনন্দপুর-সহ বেশ কয়েকটি এলাকায় BJP-র তরফে দলীয় পতাকা ও পোস্টার লাগান হচ্ছিল ৷ কাজ শেষে ফেরার পথে BJP কর্মীদের উপর কয়েকজন লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায় ৷ অভিযোগ, তৃণমূলের কর্মীরা BJP কর্মীদের উপর আক্রমণ করে ৷ গুরুতর জখম হয় BJP-র দুই কর্মী ৷ আক্রান্তরা পান্না গ্রামের বাসিন্দা ৷
আরও জানা গেছে, আক্রান্তদের সহকর্মীরা উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার পুলিশ আসে ৷
BJP-র আক্রান্ত কর্মী বিধান মণ্ডল বলেন, "আমরা পোস্টার লাগানোর কাজ করছিলাম ৷ তৃণমূলের কর্মীরা BJP-র লাগান পোস্টার ছিঁড়ে ফেলে ৷ লাঠি সোটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসে ৷ হামলা চালায় ৷ ট্রাফিক পুলিশ হামলাকারীদের বাধা না দিয়ে আমাদেরকে তাড়া দিল ৷ আমাদের পরে লাঠিসোটা দিয়ে মারধর করে ৷"
অন্যদিকে তৃণমূলের বিধায়ক শঙ্কর দলুই তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর মতে, "BJP-র কর্মীরা মূলত মিথ্যা অভিযোগ ও প্রভোকেশন তৈরি করতে এই সব অভিযোগ তুলছে ৷ পান্নাতে কোথাও তৃণমূল-BJP-র মধ্যে সংঘর্ষ বাধেনি ৷ একটি ক্লাবে পোস্টার লাগাচ্ছিল ৷ ক্লাবের ছেলেরা প্রতিবাদ করায় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় ৷ এই ঘটনায় তৃণমূল কোনও ভাবেই জড়িত নয় ৷"