ETV Bharat / state

কে কোথায় ভোট দিচ্ছেন, জানতে ভোটকেন্দ্রে আয়না ?

ভোটারদের ভোট কোথায় পড়ছে তা দেখে নেওয়ার জন্য ভোটকেন্দ্রে আয়না লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী ৷

ঢেকে দেওয়া হচ্ছে আয়না
author img

By

Published : Nov 25, 2019, 12:41 PM IST

Updated : Nov 25, 2019, 1:08 PM IST

খড়গপুর, 25 নভেম্বর : ভোটকেন্দ্রে আয়না বিতর্ক ৷ খড়গপুর সদর বিধানসভার একটি ভোটকেন্দ্রে আয়না দিয়ে ভোটারদের ভোট কোথায় পড়ছে তা দেখে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে দেওয়ালে রাখা আয়না ঢাকা হল কাপড় দিয়ে ৷ বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ৷

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ৷ তিনি বলেন, "তৃণমূল কি ভোট পরিচালনা করে ? ভোট পরিচালনা তো নির্বাচন কমিশন করে ৷ কারও যদি কোনও অভিযোগ থাকে জানাবেন ৷ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কি না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের ৷ আমরা সবসময় চাইব শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক ৷ খড়গপুরের মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে ৷ আমরা আশাবাদী মানুষের আশীর্বাদ আমরা পাব ৷ টাকা তৃণমূলের বিলোতে হয় না, BJP-র বিলোতে হয় ৷ তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে ৷ টাকা বিলোচ্ছে দিলীপ ঘোষ ৷ বাইরের থেকে লোক এনে বিভিন্ন জায়গায় টাকা বিলোচ্ছে ৷ এখনও পর্যন্ত তৃণমূলের কেউ টাকা দিতে গিয়ে ধরা পড়েনি ৷ ধরা BJP-র লোকই পড়েছে ৷ চারবছর দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি ৷ নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে ৷ যারা মানুষের পাশে থাকে না সেই দল কী করে কর্মী পাবে ? "

শুনুন তৃণমূল ও BJP প্রার্থীর বক্তব্য

বিষয়টি নিয়ে BJP প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ বলেন, "আমি সেক্টর অফিসার ও প্রিজ়াইডিং অফিসারকে জানিয়েছি ৷ যাতে পিছন থেকে না দেখা যায় তার জন্য এখন পর্দা দিয়ে ঢেকে ঠিক করে দেওয়া হয়েছে ৷ যে কোনও গন্ডগোলের মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি ৷ ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার জন্য আমাদের লোকরাও প্রস্তুত আছে ৷"

খড়গপুর, 25 নভেম্বর : ভোটকেন্দ্রে আয়না বিতর্ক ৷ খড়গপুর সদর বিধানসভার একটি ভোটকেন্দ্রে আয়না দিয়ে ভোটারদের ভোট কোথায় পড়ছে তা দেখে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে দেওয়ালে রাখা আয়না ঢাকা হল কাপড় দিয়ে ৷ বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ৷

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ৷ তিনি বলেন, "তৃণমূল কি ভোট পরিচালনা করে ? ভোট পরিচালনা তো নির্বাচন কমিশন করে ৷ কারও যদি কোনও অভিযোগ থাকে জানাবেন ৷ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কি না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের ৷ আমরা সবসময় চাইব শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক ৷ খড়গপুরের মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে ৷ আমরা আশাবাদী মানুষের আশীর্বাদ আমরা পাব ৷ টাকা তৃণমূলের বিলোতে হয় না, BJP-র বিলোতে হয় ৷ তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে ৷ টাকা বিলোচ্ছে দিলীপ ঘোষ ৷ বাইরের থেকে লোক এনে বিভিন্ন জায়গায় টাকা বিলোচ্ছে ৷ এখনও পর্যন্ত তৃণমূলের কেউ টাকা দিতে গিয়ে ধরা পড়েনি ৷ ধরা BJP-র লোকই পড়েছে ৷ চারবছর দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি ৷ নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে ৷ যারা মানুষের পাশে থাকে না সেই দল কী করে কর্মী পাবে ? "

শুনুন তৃণমূল ও BJP প্রার্থীর বক্তব্য

বিষয়টি নিয়ে BJP প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ বলেন, "আমি সেক্টর অফিসার ও প্রিজ়াইডিং অফিসারকে জানিয়েছি ৷ যাতে পিছন থেকে না দেখা যায় তার জন্য এখন পর্দা দিয়ে ঢেকে ঠিক করে দেওয়া হয়েছে ৷ যে কোনও গন্ডগোলের মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি ৷ ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার জন্য আমাদের লোকরাও প্রস্তুত আছে ৷"

Intro:ভোটকেন্দ্রে আয়না বিতর্কBody:খড়গপুর আই মাতে ভোট কেন্দ্রে আয়না দিয়ে ভোটারদের ভোট কোথায় পড়ছে তা দেখে নেয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করল বিজেপিConclusion:ভোটকেন্দ্রে আয়না বিতর্ক
Last Updated : Nov 25, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.