ETV Bharat / state

বাঘঘোড়ার জঙ্গলে বাঘের মৃত্যু নিয়ে তদন্তে কেন্দ্রীয় সংস্থা - Tiger death in Bagghora

গতবছর 13 এপ্রিল বাঘঘোড়ার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয় । অভিযোগ ছিল পিটিয়ে মারার । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন ন্যাশনাল টাইগার কনজ়ারভেটিভ অথরিটির (NTCA) পূর্বাঞ্চলীয় দপ্তরের IG ডাবলু লংভা ।

বাঘঘোড়ার জঙ্গল
author img

By

Published : Aug 3, 2019, 6:03 PM IST

মেদিনীপুর, 3 অগাস্ট : একবছর আগে গুড়গুড়িপাল থানার বাঘঘোড়ার জঙ্গলে পিটিয়ে হত্যা করা হয় একটি বাঘকে । দোষীরা এখনও গ্রেপ্তার হয়নি । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন ন্যাশনাল টাইগার কনজ়ারভেটিভ অথরিটির (NTCA) পূর্বাঞ্চলীয় দপ্তরের IG ডাবলু লংভা ।

গতবছর 13 এপ্রিল বাঘঘোড়ার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয় । অভিযোগ ছিল পিটিয়ে মারার । সমালোচনার ঝড় ওঠে পশুপ্রেমীদের মধ্যে । তদন্ত শুরু করে বন দপ্তর । এক বছর পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি । রাজ্য সরকার যুক্তি দেখিয়ে বলে, কাউকে গ্রেপ্তার করলে জঙ্গলমহল অশান্ত হতে পারে । পরবর্তী সময়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চায় NTCA । যদিও রাজ্যের উত্তরে তারা খুশি হতে পারেনি ।

এরপর গতকাল বাঘঘোড়ার জঙ্গল পরিদর্শনে আসেন IG । সেখানে তিনি বলেন, "বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । কোন পরিস্থিতিতে বাঘের মৃত্যু হয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখা NTCA-র দায়িত্ব । তবে, যেহেতু এটা বিচারবিভাগীয় বিষয় তাই কোনও মন্তব্য করব না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি তুলে ধরব ।"

মেদিনীপুর, 3 অগাস্ট : একবছর আগে গুড়গুড়িপাল থানার বাঘঘোড়ার জঙ্গলে পিটিয়ে হত্যা করা হয় একটি বাঘকে । দোষীরা এখনও গ্রেপ্তার হয়নি । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন ন্যাশনাল টাইগার কনজ়ারভেটিভ অথরিটির (NTCA) পূর্বাঞ্চলীয় দপ্তরের IG ডাবলু লংভা ।

গতবছর 13 এপ্রিল বাঘঘোড়ার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয় । অভিযোগ ছিল পিটিয়ে মারার । সমালোচনার ঝড় ওঠে পশুপ্রেমীদের মধ্যে । তদন্ত শুরু করে বন দপ্তর । এক বছর পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি । রাজ্য সরকার যুক্তি দেখিয়ে বলে, কাউকে গ্রেপ্তার করলে জঙ্গলমহল অশান্ত হতে পারে । পরবর্তী সময়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চায় NTCA । যদিও রাজ্যের উত্তরে তারা খুশি হতে পারেনি ।

এরপর গতকাল বাঘঘোড়ার জঙ্গল পরিদর্শনে আসেন IG । সেখানে তিনি বলেন, "বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । কোন পরিস্থিতিতে বাঘের মৃত্যু হয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখা NTCA-র দায়িত্ব । তবে, যেহেতু এটা বিচারবিভাগীয় বিষয় তাই কোনও মন্তব্য করব না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি তুলে ধরব ।"

Intro:বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় , এটা কাম্য নয় , বিষয় টি উর্ধতন কর্তৃপক্ষ এর সাথে কথা বলবো বাঘঘোরা জঙ্গলের এলাকা ঘুরে জানালেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির পূর্বাঞ্চলীয় দপ্তরের আইজি ডাবলু লংভা l Body:বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় , এটা কাম্য নয় , বিষয় টি উর্ধতন কর্তৃপক্ষ এর সাথে কথা বলবো বাঘঘোরা জঙ্গলের এলাকা ঘুরে জানালেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির পূর্বাঞ্চলীয় দপ্তরের আইজি ডাবলু লংভা l


তদন্তে এসে বাঘের মৃত্যুর ঘটনাস্থল ঘুরে দেখে গেলেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির পূর্বাঞ্চলীয় দপ্তরের আইজি ডাবলু লংভা l তদন্তে মূলত বাঘের মৃত্যুতে রাজ্য বনদপ্তরের তদন্তর কি ভূমিকা ছিল , ইতিমধ্যেই বাঘের মৃত্যুর সময় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এনটিসিএর এই আধিকারিক l উল্লেখ করা যায় গত বছর এই সময় বাঘের দেখা মেলে এই জেলায় l প্রথমে লালগড় এর জঙ্গলে পড়ে দেখা যায় বাঘ ঘোরার জঙ্গলে l 2018 সালে 13 এপ্রিল গুড়গুড়ি পাল থানার বাঘঘোরার জঙ্গলে সকালে মৃতদেহ পাওয়া যায় এই রয়েল বেঙ্গল টাইগারের ,অভিযোগ ছিল পিটিয়ে মারার l সেই বাঘের মৃত্যুর পর সমালোচনার ঝড় ওঠে পশুপ্রেমীদের মধ্যে l বন দফতর তদন্ত শুরু করে কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পর ও এখনো পযন্ত কেও গ্রেফতার হয় নি l সেই সময় রাজ্য সরকার অদ্ভুত যুক্তি দেখায় যে কড়া ব্যবস্থা নিলে জঙ্গল মহল অশান্ত হতে পারে , লালগড় কাণ্ডের পুনরাবৃত্তি হতে পারে l পরবর্তীকালে কেন্দ্রের অধীনস্থ সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটি রাজ্যের বক্তব্য কে তলব করে এবং রাজ্য দফতরের উত্তরে সন্তুষ্ট হয় নি এন টি সি এ l

পরিদর্শনে এসে এনটিসি আধিকারিক জানান, বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় l কোন পরিস্থিতিতে বাঘের মৃত্যু হয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখা এনটিসিএর দায়িত্ব, আর সেই কারণেই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন তিনি l তবে যে হেতু জুডিশিয়ালী ম্যাটার তাই বাঘের মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করবো না l তদন্তে কি বাঘের মৃত্যু রহস্য উন্মোচিত হয় সেটাই এখন দেখার l Conclusion:বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় , এটা কাম্য নয় , বিষয় টি উর্ধতন কর্তৃপক্ষ এর সাথে কথা বলবো বাঘঘোরা জঙ্গলের এলাকা ঘুরে জানালেন ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটির পূর্বাঞ্চলীয় দপ্তরের আইজি ডাবলু লংভা l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.