ETV Bharat / state

দূষণহীন-নিঃশব্দ 'মেক ইন ইন্ডিয়া' অটো বানাল IIT খড়গপুর - 50 হাজার টাকায় 4 কিলো ওয়াটের ব্যাটারি পরিবর্তন করলেই দেশলা চলবে 7 বছর

দূষণ ছড়াবে না ৷ নেই কোনও আওয়াজ ৷ এমনই অটো বানালেন IIT খড়গপুরের অধ্যাপক ও পড়ুয়ারা ৷

'দেশলা'য় বসে গবেষক ছাত্ররা
author img

By

Published : Sep 19, 2019, 7:37 AM IST

Updated : Sep 19, 2019, 8:00 AM IST

খড়গপুর, 19 সেপ্টেম্বর : তীব্র শব্দ, ঝাঁকুনি আর ডিজ়েলের ধোঁয়ায় জর্জরিত হয়ে অটো যাত্রার দিন শেষ হতে চলেছে ৷ বাজারে আসছে ঝাঁকুনিবিহীন, ব্যাটারি চালিত নিঃশব্দের অটো ৷ 'দেশলা' ৷ 'দেশলা' র অর্থ দেশজ । চালু ডিজ়েল কিংবা সাবেক আমলের পেট্রলের অটোর পিছনে ছিল বহু দেশের সম্মিলিত প্রযুক্তি । কখনও জাপান, কখনও চিন আবার কখনও কোরীয়সহ নানা প্রযুক্তির সম্মিলনে জগা খিচুড়ি আজকের অটো রিকশা । কিন্ত হাল ফ্যাশনের সঙ্গে সাযুজ্য রেখেই স্মার্ট অটো 'দেশলা' পুরোপুরিই দেশজ ।

কেন্দ্রীয় সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের এই নয়া জমানার অটো রিকশার উদ্ভাবক IIT খড়গপুর । বিগত তিনবছর ধরে 50 জন অধ্যাপক আর গবেষক ছাত্রের সাফল্য এই 'দেশলা'৷ IIT খড়গপুরের এই 50 জনের ইলেকট্রিক ভেহিকালস গ্রুপের অন্যতম প্রধান মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিক্রান্ত রাচেরলা জানালেন, 4 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি মাত্র 3 থেকে 4 ঘণ্টার চার্জে 6 জন সওয়ারি সমেত দেশলাকে নিয়ে যাবে 150 কিলোমিটার পথ । চার চাকার মতো সাসপেনসাস যুক্ত চারটি চাকাই দেবে ঝাঁকুনিবিহীন সফর । হ্যান্ডেলের বদলে স্টিয়ারিং চালকের কবজি ও শরীরের পেশিকে রাখবে সতেজ ৷ যাতে দিনের শেষে ক্লান্তি না গ্রাস করে তাঁকে । আর অনেক বেশি মজবুত কাঠামো ও হাইড্রলিক ব্রেক যাত্রীকে দেবে আরও স্বাচ্ছন্দ্য ।

সাধারণ টোটোর 1 কিলো ওয়াটের ব্যাটারি প্রতি 9 থেকে 10 মাস অন্তর পরিবর্তন করতে হয় । আর মাত্র 50 হাজার টাকায় 4 কিলো ওয়াটের ব্যাটারি পরিবর্তন করলেই দেশলা চলবে 7 বছর । খরচ কম ৷ তাই কমবে সফরের খরচও । অধ্যাপক রাচেরলা জানিয়েছেন, প্রতিবছর দেশের জন্য ও রপ্তানি বাবদ 15 লাখ অটো রিকশা উৎপাদিত হয় ৷ যার বাজার মূল্য 25 হাজার কোটি টাকা । এই বিপুল পরিমাণ বাজারের দখল নেবে দেশলা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

IIT খড়গপুরের এক প্রাক্তন অধ্যাপক বিজয় চ্যাটার্জির মানসপুত্র এই দেশলাকে তৈরি করতে আর্থিক সাহায্য করেছেন আর এক প্রাক্তনী পূর্ণেন্দু চ্যাটার্জি । তাঁরই দেওয়া 46 লাখ টাকায় চলেছে গবেষণার কাজ । গবেষক অধ্যাপকদের এই সাফল্যে উৎফুল্ল IIT খড়গপুর ৷ অধ্যাপক-গবেষকদের বক্তব্য, আরামদায়ক, ঝাঁকুনিহীন, শব্দহীন স্বাচ্ছন্দ্যময় যাত্রার নামই 'দেশলা'৷ আর মাত্র 3 বছর পরেই ভারতের প্রধান শহরগুলির দখল নেবে এই 'দেশলা', এমনই জানিয়েছেন অধ্যাপকও গবেষকরা ।

খড়গপুর, 19 সেপ্টেম্বর : তীব্র শব্দ, ঝাঁকুনি আর ডিজ়েলের ধোঁয়ায় জর্জরিত হয়ে অটো যাত্রার দিন শেষ হতে চলেছে ৷ বাজারে আসছে ঝাঁকুনিবিহীন, ব্যাটারি চালিত নিঃশব্দের অটো ৷ 'দেশলা' ৷ 'দেশলা' র অর্থ দেশজ । চালু ডিজ়েল কিংবা সাবেক আমলের পেট্রলের অটোর পিছনে ছিল বহু দেশের সম্মিলিত প্রযুক্তি । কখনও জাপান, কখনও চিন আবার কখনও কোরীয়সহ নানা প্রযুক্তির সম্মিলনে জগা খিচুড়ি আজকের অটো রিকশা । কিন্ত হাল ফ্যাশনের সঙ্গে সাযুজ্য রেখেই স্মার্ট অটো 'দেশলা' পুরোপুরিই দেশজ ।

কেন্দ্রীয় সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের এই নয়া জমানার অটো রিকশার উদ্ভাবক IIT খড়গপুর । বিগত তিনবছর ধরে 50 জন অধ্যাপক আর গবেষক ছাত্রের সাফল্য এই 'দেশলা'৷ IIT খড়গপুরের এই 50 জনের ইলেকট্রিক ভেহিকালস গ্রুপের অন্যতম প্রধান মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিক্রান্ত রাচেরলা জানালেন, 4 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি মাত্র 3 থেকে 4 ঘণ্টার চার্জে 6 জন সওয়ারি সমেত দেশলাকে নিয়ে যাবে 150 কিলোমিটার পথ । চার চাকার মতো সাসপেনসাস যুক্ত চারটি চাকাই দেবে ঝাঁকুনিবিহীন সফর । হ্যান্ডেলের বদলে স্টিয়ারিং চালকের কবজি ও শরীরের পেশিকে রাখবে সতেজ ৷ যাতে দিনের শেষে ক্লান্তি না গ্রাস করে তাঁকে । আর অনেক বেশি মজবুত কাঠামো ও হাইড্রলিক ব্রেক যাত্রীকে দেবে আরও স্বাচ্ছন্দ্য ।

সাধারণ টোটোর 1 কিলো ওয়াটের ব্যাটারি প্রতি 9 থেকে 10 মাস অন্তর পরিবর্তন করতে হয় । আর মাত্র 50 হাজার টাকায় 4 কিলো ওয়াটের ব্যাটারি পরিবর্তন করলেই দেশলা চলবে 7 বছর । খরচ কম ৷ তাই কমবে সফরের খরচও । অধ্যাপক রাচেরলা জানিয়েছেন, প্রতিবছর দেশের জন্য ও রপ্তানি বাবদ 15 লাখ অটো রিকশা উৎপাদিত হয় ৷ যার বাজার মূল্য 25 হাজার কোটি টাকা । এই বিপুল পরিমাণ বাজারের দখল নেবে দেশলা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

IIT খড়গপুরের এক প্রাক্তন অধ্যাপক বিজয় চ্যাটার্জির মানসপুত্র এই দেশলাকে তৈরি করতে আর্থিক সাহায্য করেছেন আর এক প্রাক্তনী পূর্ণেন্দু চ্যাটার্জি । তাঁরই দেওয়া 46 লাখ টাকায় চলেছে গবেষণার কাজ । গবেষক অধ্যাপকদের এই সাফল্যে উৎফুল্ল IIT খড়গপুর ৷ অধ্যাপক-গবেষকদের বক্তব্য, আরামদায়ক, ঝাঁকুনিহীন, শব্দহীন স্বাচ্ছন্দ্যময় যাত্রার নামই 'দেশলা'৷ আর মাত্র 3 বছর পরেই ভারতের প্রধান শহরগুলির দখল নেবে এই 'দেশলা', এমনই জানিয়েছেন অধ্যাপকও গবেষকরা ।

Intro:বাজারে আসতে চলেছে দূষনহীন নিঃশব্দের অটো ,খড়্গপুর আইআইটির হাত ধরে বিপ্লব অটো মোবাইল দুনিয়ায় l
Body:বাজারে আসতে চলেছে দূষনহীন নিঃশব্দের অটো ,
আইআইটির হাত ধরে বিপ্লব অটো মোবাইল দুনিয়ায় l

কান ফাটানো শব্দ আর লাফাতে লাফাতে, ডিজেলের ধোঁয়া গিলে অটো যাত্রার দিন এবার শেষ, বাজারে আসছে ঝাঁকুনি বিহীন, ব্যাটারি চালিত নিঃশব্দের অটো, 'দেশলা।' 'দেশলা' র অর্থ দেশজ। চালু ডিজেল কিংবা সাবেক আমলের পেট্র্লের অটোর পেছনে ছিল বহু দেশের সম্মিলিত প্রযুক্তি। কখনও জাপান, কখনও চিন আবার কখনও কোরীয় ইত্যাদি নানা প্রযুক্তির সম্মিলনে জগা খিঁচুড়ি আজকের অটো রিকশা। কিন্ত হাল ফ্যাশনের সঙ্গে সাযুজ্য রেখেই স্মার্ট অটো 'দেশলা' পুরোপুরিই দেশজ। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছেন ভারত সরকারের 'মেক-ইন-ইন্ডিয়া'র প্রকল্পের এই নয়া জামানার অটো রিকশার উদভাবক আইআইটি খড়গপুর। বিগত তিনবছর ধরে ৫০ জন অধ্যাপক আর গবেষক ছাত্রের সাফল্যের নাম এই 'দেশলা।' আইআইটি খড়গপুরের এই ৫০জনের ইলেকট্রিক ভেইক্যাল গ্রুপের অন্যতম প্রধান মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিক্রম রাচেলরা জানালেন, ৪ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি মাত্র ৩ থেকে ৪ ঘন্টার চার্জে ৬ জন সওয়ারি সমেত দেশলাকে নিয়ে যাবে ১৫০ কিলোমিটার পথ। চার চাকার মত সাসপেনসাস যুক্ত চারটি চাকাই দেবে ঝাঁকুনি বিহীন সফর। হ্যান্ডেলের বদলে স্টিয়ারিং চালকের কবজি ও শরীরের পেশীকে রাখবে সতেজ যাতে দিনের শেষে ক্লান্তি না গ্রাস করে তাকে। আর অনেকবেশি মজবুত কাঠামো ও হাইড্রলিক ব্রেক যাত্রীকে দেবে আরও স্বাচ্ছন্দ্য।

সাধারন টোটো যার পোশাকি নাম ই রিকশা প্রতি ৯ থেকে ১০মাস অন্তর ২০ থেকে ২৫ টাকা খরচ করে ১কিলো ওয়াটের ব্যাটারি পরিবর্তন করে। আর মাত্র ৫০হাজার টাকায় ৪কিলো ওয়াটের ব্যাটারি পরিবর্তন করলেই দেশলা চলবে ৭ বছর । খরচা কম তাই কমবে সফরের খরচও । অধ্যাপক রাচেলরা জানিয়েছেন, প্রতিবছর দেশের জন্য ও রপ্তানি বাবদ ১৫ লক্ষ অটো রিকশা উৎপাদিত হয় যার বাজার মুল্য ২৫ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমান বাজারের দখল নেবে দেশলা।
আইআইটি খড়গপুরের এক প্রাক্তন অধ্যাপক বিজয় চ্যাটার্জির মানসপুত্র এই দেশলাকে গড়ে উঠতে আর্থিক সাহায্য করেছেন আরেক প্রাক্তনি পূর্ণেন্দু চ্যাটার্জি। তাঁরই দেওয়া ৪৬ লক্ষ টাকায় চলেছে গবেষনার কাজ। গবেষক অধ্যাপকদের এই সাফল্যে উৎফুল্ল আইআইটি খড়গপুর আই আই টি জানিয়েছেন, 'শুরু হল আরেক আরামদায়ক যাত্রার, ঝাঁকুনি হীন, শব্দহীন স্বাচ্ছন্দময় এই যাত্রার নামই 'দেশলা।' আর মাত্র ৩বছর পরেই ভারতের প্রধান শহরগুলির দখল নেবে এই 'দেশলা' এমনটাই জানিয়েছেন অধ্যাপক গবেষকরা, সৌজন্যে আইআইটি খড়গপুর।Conclusion:বাজারে আসতে চলেছে দূষনহীন নিঃশব্দের অটো ,খড়্গপুর আইআইটির হাত ধরে বিপ্লব অটো মোবাইল দুনিয়ায় l
Last Updated : Sep 19, 2019, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.