খড়গপুর, 19 সেপ্টেম্বর : তীব্র শব্দ, ঝাঁকুনি আর ডিজ়েলের ধোঁয়ায় জর্জরিত হয়ে অটো যাত্রার দিন শেষ হতে চলেছে ৷ বাজারে আসছে ঝাঁকুনিবিহীন, ব্যাটারি চালিত নিঃশব্দের অটো ৷ 'দেশলা' ৷ 'দেশলা' র অর্থ দেশজ । চালু ডিজ়েল কিংবা সাবেক আমলের পেট্রলের অটোর পিছনে ছিল বহু দেশের সম্মিলিত প্রযুক্তি । কখনও জাপান, কখনও চিন আবার কখনও কোরীয়সহ নানা প্রযুক্তির সম্মিলনে জগা খিচুড়ি আজকের অটো রিকশা । কিন্ত হাল ফ্যাশনের সঙ্গে সাযুজ্য রেখেই স্মার্ট অটো 'দেশলা' পুরোপুরিই দেশজ ।
কেন্দ্রীয় সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের এই নয়া জমানার অটো রিকশার উদ্ভাবক IIT খড়গপুর । বিগত তিনবছর ধরে 50 জন অধ্যাপক আর গবেষক ছাত্রের সাফল্য এই 'দেশলা'৷ IIT খড়গপুরের এই 50 জনের ইলেকট্রিক ভেহিকালস গ্রুপের অন্যতম প্রধান মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিক্রান্ত রাচেরলা জানালেন, 4 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি মাত্র 3 থেকে 4 ঘণ্টার চার্জে 6 জন সওয়ারি সমেত দেশলাকে নিয়ে যাবে 150 কিলোমিটার পথ । চার চাকার মতো সাসপেনসাস যুক্ত চারটি চাকাই দেবে ঝাঁকুনিবিহীন সফর । হ্যান্ডেলের বদলে স্টিয়ারিং চালকের কবজি ও শরীরের পেশিকে রাখবে সতেজ ৷ যাতে দিনের শেষে ক্লান্তি না গ্রাস করে তাঁকে । আর অনেক বেশি মজবুত কাঠামো ও হাইড্রলিক ব্রেক যাত্রীকে দেবে আরও স্বাচ্ছন্দ্য ।
সাধারণ টোটোর 1 কিলো ওয়াটের ব্যাটারি প্রতি 9 থেকে 10 মাস অন্তর পরিবর্তন করতে হয় । আর মাত্র 50 হাজার টাকায় 4 কিলো ওয়াটের ব্যাটারি পরিবর্তন করলেই দেশলা চলবে 7 বছর । খরচ কম ৷ তাই কমবে সফরের খরচও । অধ্যাপক রাচেরলা জানিয়েছেন, প্রতিবছর দেশের জন্য ও রপ্তানি বাবদ 15 লাখ অটো রিকশা উৎপাদিত হয় ৷ যার বাজার মূল্য 25 হাজার কোটি টাকা । এই বিপুল পরিমাণ বাজারের দখল নেবে দেশলা ।
IIT খড়গপুরের এক প্রাক্তন অধ্যাপক বিজয় চ্যাটার্জির মানসপুত্র এই দেশলাকে তৈরি করতে আর্থিক সাহায্য করেছেন আর এক প্রাক্তনী পূর্ণেন্দু চ্যাটার্জি । তাঁরই দেওয়া 46 লাখ টাকায় চলেছে গবেষণার কাজ । গবেষক অধ্যাপকদের এই সাফল্যে উৎফুল্ল IIT খড়গপুর ৷ অধ্যাপক-গবেষকদের বক্তব্য, আরামদায়ক, ঝাঁকুনিহীন, শব্দহীন স্বাচ্ছন্দ্যময় যাত্রার নামই 'দেশলা'৷ আর মাত্র 3 বছর পরেই ভারতের প্রধান শহরগুলির দখল নেবে এই 'দেশলা', এমনই জানিয়েছেন অধ্যাপকও গবেষকরা ।