দাসপুর, 19 এপ্রিল : ভারতী ঘোষকে আজ জেরা করে CID । সকাল সাড়ে দশটা থেকে সন্ধে পর্যন্ত CID-এর 15-16 জনের একটি বিশেষ দল তাঁকে জেরা করে। জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতী বলেন, "একটা 14 মাস আগের কেস । সেই কেসটাকে নির্বাচনের আগে সামনে এনে রোজ জিজ্ঞাসাবাদের ছলে আমাকে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে । যাতে আমি প্রচারে যেতে না পারি ।" এই জিজ্ঞাসাবাদ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ।
গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন । গতকালই ভারতীকে তলব করে CID । কিন্তু মনোনয়নের কথা বলে বিষয়টি গতকাল এড়িয়ে যান তিনি । তারপর আজ তাঁর বাড়িতে হানা দেয় CID । এবিষয়ে তিনি বলেন, "তাহলে 19 তারিখই আসতে হবে। আপনারা জানেন যে পিংলায় একটা বড় সভা । আমাদের সভা করতে গেলে 48 ঘণ্টা আগে বা তার আগে অনুমতি চাইতে হয় । রোড শো করতে গেলে অনেক কিছু সাজাতে হয় । আমার সব তছনছ করে দিচ্ছে । এবং আমার সমস্ত সভা, রোড শো বাতিল করতে হল । ওরা (CID) সোজাসুজি এখানে চলে এল । আমি সবসময় বলেছিলাম আমি সহযোগিতা করব । একটা 14 মাস আগের কেস, সেই কেসটাকে নিয়ে নির্বাচনের আগে সামনে এনে রোজ জিজ্ঞাসাবাদের ছলে আমাকে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে, যাতে আমি প্রচারে যেতে না পারি ।"
আজকের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ভারতী বলেন -
"জানেন CID আমাকে কী প্রশ্ন করেছে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন । আমাকে জিজ্ঞাসা করছে আপনার নাম কী? আপনার স্বামীর নাম কী? আপনার ঠিকানা কী? আপনার আধার কার্ড নম্বর কী? আপনার PAN নম্বর কী? আপনার পাসপোর্ট নম্বর কী? আমাকে জিজ্ঞাসা করছে 2009 সালে এই সময় আপনি কোথায় ছিলেন বলুন তো? 2009 সালে আপনার এই যে জমিটা এটার জন্য কলকাতা পৌরনিগমে কে আবেদন করছিল বলুন তো? একটু মনে করে বলুন তো । ফালতু ফালতু জিনিস নিয়ে যেটা কেস সংক্রান্ত একেবারেই নয় সেগুলো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময়টা নষ্ট করল । পুরো প্রচারের সময়টা নষ্ট করল । তৃণমূল সরকার এত নোংরামি করছে যে বলার কিছু নেই । সোজা ময়দানে নেমে লড়ার হিম্মত নেই তাই, এই অসভ্যতা করছে । এটাকে কী বলব বলুন তো?"
এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি বিষয়টি নিয়ে আদালতে যাবেন? উত্তরে ভারতী বলেন, "হ্যাঁ যাব । আদালতে যাব । আমি আদালতকে জানাব, একজন প্রার্থী যার কাছে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তাকে এইভাবে আটকে অত্যাচার করছে । দিনের পর দিন । বেরোতে দিচ্ছে না । ওরা বলছে আমরা রোজ আসব । আপনি প্রচারে বেরোবেন না । আমাদের প্রশ্নের উত্তর দেবেন । বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে BJP করলে এমনই হয় ।"
আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে বলে আপনাকে কিছু জানিয়েছে CID? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ভারতী বলেন, "হ্যাঁ। কিন্তু আমি প্রচারে যাব ।"
প্রসঙ্গত, ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বর্তমানে । এই মামলায় CID-র জিজ্ঞাসাবাদে ভারতীকে সবরকম সহায়তা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । কিন্তু সুপ্রিম কোর্ট এও জানায় এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না । সেই মতো CID তাঁকে নোটিশ পাঠায় 18 তারিখ ভবানী ভবনে দেখা করতে । মনোনয়ন জমা দেওয়ার কারণে হাজিরা এড়িয়ে যান ভারতী । এরপর আজ সকালে CID-র সদস্যরা তাঁর দাসপুরের ভাড়া বাড়িতে জেরা করেন তাঁকে ।