মেদিনীপুর, 10 জুলাই : "আমরা নাম পাঠিয়েছিলাম ৷ কিন্তু এই সরকার সেই নামগুলো বাতিল করে দিয়ে নিজেদের মর্জি মতো ব্যক্তিকে পিএসি চেয়ারম্যান করেছে ৷ তাই এই সরকারের সঙ্গে কোনও সহযোগিতা নয় ৷" জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ মেদিনীপুর শহরে জেলার নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে আসেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ বৈঠকে ঢোকার আগে গতকাল মুকুল রায়ের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের এই কথা জানান তিনি ৷
রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান হয়েছেন বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা মুকুল রায় ৷ এ নিয়ে বিরোধী দলের সঙ্গে তরজা চরমে ৷ এমনকি তাঁর নাম ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন সকলে ৷
রাজ্যে বিজেপির অবস্থান নিয়ে তিনি বলেন, "লোকসভার সময় থেকে আমরা যখন লড়াই শুরু করি ৷ তখন থেকে সাধারণ মানুষের মনে একটা সাহস এসেছে ৷" তাঁর দাবি, তাই জনসাধারণ প্রতিবাদ করেছেন, আর সেই জন্যে বিজেপি ঝান্ডা ধরেছে ৷ তার ফলে তৃণমূলের অত্যাচার বেড়েছে ৷ তাঁর কথায়, "আমরা যখন চ্যালেঞ্জ করেছি, তখন আরও বেশি অত্যাচার হচ্ছে ৷" এও জানান যে তৃণমূলের অত্যাচারে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ঘরছাড়া ৷ হাজারখানেক মানুষ কেশপুরের বাইরে রয়েছেন ৷ তাঁরা ফিরে এলেও তাঁদের উপর অত্যাচার হচ্ছে ৷ তাঁর দাবি, এ বিষয়ে পুলিশের কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না ৷ তিনি বলেন, "লাগাতার পুলিশকে বলা সত্ত্বেও যে ধরনের সহযোগিতা পুলিশের করা উচিত, করছে না ৷ এবং অত্যাচার চলছে ৷"
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার তদন্তে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দল
এমনকি মানবাধিকার কমিশন ভোট-পরবর্তী হিংসার তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, সত্যতা যাচাই করছে, এতে জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধেও বিজেপি-র হয়ে কথা বলার অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে তিনি জানান যে, তৃণমূলের যাঁরা বলছেন তাঁদের মারা হয়েছে, তাঁরা নিয়ে গিয়ে দেখান ৷ তিনি বলেন, "'টিএমসি যদি অত্যাচার করে আর মানবাধিকার কমিশন যদি সেখানে যায় ৷ মানবাধিকারের কাজ তো ওটাই ৷ যখন প্রশাসন স্বীকার করে না, সহযোগিতা করে না ৷ কমপ্লেন নেয় না ৷" তাঁর মতে, এটা প্রশাসনের বিরুদ্ধে একপ্রকার নালিশ ৷ হাজার হাজার নালিশ পাঠিয়েছে বিজেপি, তা যাচাই করতে এসেছে মানবাধিকার কমিশন ৷
গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ নিচ্ছে না ৷ তাঁরা কমিটিতে থাকবেন সদস্য হিসেবে ৷ সেখান থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই করবেন ৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "আমরা সেরকম সিদ্ধান্ত নিয়েছি ৷ সরকার যদি রীতিনীতি না মানে, আমাদের সহযোগিতা না চায়, তাহলে যা ইচ্ছে করতে পারে, আমাদের কোনও দায়িত্ব নেই ৷" তিনি জানান যে, নিয়ম অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান বিরোধী দলের পাঠানো নাম থেকে নির্বাচন করা উচিত ৷ এই সরকারের সঙ্গে কোনও সহযোগিতায় নেই বিজেপি জানিয়ে তিনি বলেন, "আর ওরকম পদে থেকে আমাদের কোনও লাভ নেই ৷"
ববি হাকিম জানিয়েছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় দেশের মানুষের কথা ভাবছেন, তাই ঐক্যবদ্ধ বিরোধিতা তৈরি করা হচ্ছে সারা দেশজুড়ে ৷ এই প্রসঙ্গে বিজেপি রাজ্য় সভাপতির সাফ উত্তর, "করুন না ৷ অনেকবার চেষ্টা করেছেন, আরেকবার করে দেখুন ৷"
আরও পড়ুন : মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু