ETV Bharat / state

গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত - মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ

আজ কিশোরীকে বাড়িতে একা রেখে ধান কাটতে যান তার বাবা-মা | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | কিশোরীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

teenager physically harassed at garbeta
গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ
author img

By

Published : Dec 7, 2019, 11:37 PM IST

গড়বেতা, 7 ডিসেম্বর : গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ ৷ লালচাঁদ দোলই ওরফে লালু দোলই নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মানসিক ভারসাম্যহীনের পাশাপাশি ওই কিশোরী মূক ও বধির ৷ আজ ওই কিশোরীকে বাড়িতে একা রেখে ধান কাটতে যান তার বাবা-মা | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | একই গ্রামে তার বাড়ি | অভিযোগ, বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ কিশোরীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে | এরপর সে পালিয়ে যায় | দুপরে বাবা মা ঘরে ফিরে দেখেন অঝোরে কেঁদে চলেছে তাঁদের মেয়ে | কারণ জানতে চাইলে মূক-বধির ওই কিশোরী আকারে ইঙ্গিতে ঘটনা জানায় | তখন নির্যাতিতার বাবা-মাও কাঁদতে থাকেন | তাঁদের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা আসেন | পুলিশে খবর দেওয়া হয় |

স্থানীয়রা ঘটনাস্থানে জড়ো হওয়ার পর নিজের বাড়ি থেকে ছুটে পালাতে থাকে লালু | সে কেন ছুটে পালাচ্ছে তা জানতে কয়েকজন তাকে ধরে ফেলেন | তবে কিছু বলতে চায়নি লালু ৷ তখন তার জামার কিছুটা অংশ ছেঁড়া দেখে সকলের সন্দেহ হয় | তাকে ধরে মারতে মারতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার কাছে | তাকে দেখেই নির্যাতিতা কান্নায় ভেঙে পড়ে ৷ তার দিকে আঙুল দেখায় | তখন অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা ৷ পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে | নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় |

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে | কিশোরীকে হাসপাতালে ভরতি করা হয়েছে |

গড়বেতা, 7 ডিসেম্বর : গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ ৷ লালচাঁদ দোলই ওরফে লালু দোলই নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মানসিক ভারসাম্যহীনের পাশাপাশি ওই কিশোরী মূক ও বধির ৷ আজ ওই কিশোরীকে বাড়িতে একা রেখে ধান কাটতে যান তার বাবা-মা | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | একই গ্রামে তার বাড়ি | অভিযোগ, বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ কিশোরীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে | এরপর সে পালিয়ে যায় | দুপরে বাবা মা ঘরে ফিরে দেখেন অঝোরে কেঁদে চলেছে তাঁদের মেয়ে | কারণ জানতে চাইলে মূক-বধির ওই কিশোরী আকারে ইঙ্গিতে ঘটনা জানায় | তখন নির্যাতিতার বাবা-মাও কাঁদতে থাকেন | তাঁদের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা আসেন | পুলিশে খবর দেওয়া হয় |

স্থানীয়রা ঘটনাস্থানে জড়ো হওয়ার পর নিজের বাড়ি থেকে ছুটে পালাতে থাকে লালু | সে কেন ছুটে পালাচ্ছে তা জানতে কয়েকজন তাকে ধরে ফেলেন | তবে কিছু বলতে চায়নি লালু ৷ তখন তার জামার কিছুটা অংশ ছেঁড়া দেখে সকলের সন্দেহ হয় | তাকে ধরে মারতে মারতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার কাছে | তাকে দেখেই নির্যাতিতা কান্নায় ভেঙে পড়ে ৷ তার দিকে আঙুল দেখায় | তখন অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা ৷ পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে | নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় |

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে | কিশোরীকে হাসপাতালে ভরতি করা হয়েছে |

Intro:হায়দ্রাবাদে এনকাউন্টারের রেশ কাটেনি তারই মধ্যে গড়বেতার সানমুড়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ , এই ঘটনায় পুলিশ অভিযুক্ত লালচাঁদ দোলই ওরফে লালু দোলই কে গ্রেপ্তার করেছে,এঘটনায় উত্তেজনায় ফুঁসছে সানমুড়া গ্রাম l Body:হায়দ্রাবাদে এনকাউন্টারের রেশ কাটেনি তারই মধ্যে গড়বেতার সানমুড়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ , এই ঘটনায় পুলিশ অভিযুক্ত লালচাঁদ দোলই ওরফে লালু দোলই কে গ্রেপ্তার করেছে,এঘটনায় উত্তেজনায় ফুঁসছে সানমুড়া গ্রাম l


উন্নাও কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ ঠিক সেই সময়ই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ঘটলো আরো একটি নারকীয় ঘটনা l গড়বেতার সানমুড়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে লালচাঁদ দোলই ওরফে লালু দোলই কে |
এ ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে গড়বেতা জুড়ে | গত দুদিন ধরে মানুষ সংবাদ মাধ্যমে বা স্যোশাল মিডিয়ায় দেখেছে একদিকে হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় এনকাউন্টার করে মারা হয়েছে ৪ পাষন্ড কে | আর একদিকে 44 ঘন্টা লড়াই চালানোর পর শনিবার মারা যান উত্তরপ্রদেশের উন্নাও এর ধর্ষিতা মহিলা | আদালতে যাওয়ার পথে যাঁকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল | এদিন বিকেল থেকেই দেশের রাজধানীর পাশাপাশি সারা দেশ প্রতিবাদে উত্তাল | এর মাঝেই গড়বেতার সানমুড়া গ্রামে আর এক পাষন্ডের শিকার হলো মানসিক ভারসাম্যহীন এক কিশোরী |
অগ্রহায়ন মাসের শেষে কৃষি প্রধান গড়বেতায় চলছে ধান কাটার কাজ | সকলের জমি থাকায় মজুর মেলেনা | তাই পরিবারের ছোট বড় সকলেই চলে যান মাঠে ধান কাটার কাজে লেগে পড়েন | বাড়িতে থাকেন বৃদ্ধ , বৃদ্ধা , আর যারা শারীরিকভাবে অক্ষম | তাই শনিবার মানসিক ভারসাম্যহীন কিশোরীকে বাড়িতে একা রেখেই সকলে ধান কাটতে চলে গিয়েছিলেন দোলই দম্পতি | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | সেই গ্রামেই তার বাড়ি | কয়েকদিন ধরেই সে সুযোগ খুঁজছিল | বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে তার উপর | মুখে কাপড় গুঁজে ধর্ষণ করা হয় | এরপর সে পালিয়ে যায় | দুপরে তার বাবা মা ঘরে ফিরে দেখেন অঝোরে কেঁদেই চলেছে তাঁদের মেয়ে | কারন জানতে চাইলে সে আকারে ইঙ্গিতে ঘটনা জানায় | এতে কি করবেন ভেবে পাননি | তাঁরাও কাঁদতে থাকেন | প্রতিবেশীরা ছুটে আসেন | পুলিশে খবর দেওয়া হয় |
এসময় নিজের বাড়ি থেকে বেরিয়ে ছুটে পালতে থাকে লালু | সে কেন ছুটে পালাচ্ছে তা জানতে কয়েকজন তাকে ধরে ফেলেন | কারন সে কিছু বলতে পারেনি | তবে তার জামার কিছুটা অংশ ছেঁড়া দেখে তাঁদের সন্দেহ হয় | তাকে ধরে মারতে মারতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার কাছে | তাকে দেখেই নির্যাতিতা কান্নায় ভেঙে পড়ে তার দিকে আঙ্গুল দেখায় | চলে মারধর | পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে | নির্যাতিতাকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় | এঘটনায় উত্তেজনায় ফুঁসছে সানমুড়া গ্রাম | পুলিশ সুপার দীনেশ কুমার জানান , অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে | কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে |Conclusion:হায়দ্রাবাদে এনকাউন্টারের রেশ কাটেনি তারই মধ্যে গড়বেতার সানমুড়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ , এই ঘটনায় পুলিশ অভিযুক্ত লালচাঁদ দোলই ওরফে লালু দোলই কে গ্রেপ্তার করেছে,এঘটনায় উত্তেজনায় ফুঁসছে সানমুড়া গ্রাম l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.