মেদিনীপুর, 7 অক্টোবর: শৌর্য্যযাত্রার অনুষ্ঠান মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নাম না-করে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিষেক তাঁর পরিবারের সকলকেই দুর্নীতিতে যুক্ত করেছেন বলে দাবি করেন শুভেন্দু ৷ বক্তব্যের কোনও অংশেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম উচ্চারণ করেননি ৷ তবে তাঁর নিশানা যে তৃণমূলের ‘সেকেন্ডস ইন কমান্ড’ তা বুঝতে অসুবিধা হয় না বলেই মনে করে রাজনৈতিক মহল ৷
চলতি মাসের 1 তারিখ দেশ জুড়ে শুরু হওয়া শৌর্য্যযাত্রার শেষ দিন ছিল শুক্রবার ৷ নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শৌর্য্যযাত্রায় অংশ নেন । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেন ৷ তিনি জানান, নিজে দুর্নীতি করলেন, স্ত্রী-শ্য়ালিকাকেও দলে আনলেন, মা-বাবা তো আছেই । শুভেন্দু বলেন, ‘‘পুরো পরিবারকে চোর সাজিয়ে দিয়েছে । আমরা কখনও বলিনি, জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজের টাকা আটকে যাক । আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছি ।" পাশাপাশি তদন্তকারী সংস্থাকে দিয়ে ফেক জব কার্ড বাছাইয়ের কথাও উল্লেখ করেন । ইতিমধ্যেই 1 কোটি 32 লক্ষ ফেক জব কার্ড বাতিল হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ।
অভিষেককে আক্রমণের পাশাপাশি কামদুনি ধর্ষণকাণ্ডের রায় নিয়েও উষ্মা প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, এই রায় কখনওই প্রত্যাশিত নয় ৷ যেভাবে কামদুনিতে তরুণীর উপর অত্যাচার হয়েছে সেই সমস্ত বিষয় বিচার করে নিম্ন আদালত অপরাধীদের ফাঁসির সাজা দিয়েছিল ৷ তারপরেও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ দোষীদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ৷
আরও পড়ুন: তৃণমূলের সস্তা রাজনীতির জন্য বিপন্ন রাজ্যপালের নিরাপত্তা, কটাক্ষ শুভেন্দুর
এরপরেই নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে এই রায়কে স্বাগত জানানোর কোনও প্রশ্ন নেই । আমি কামদুনি’র বোনেদের বলব তাঁদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। আমি বিরোধী দলনেতা হিসেবে তাদের আইনি সাপোর্ট অর্থাৎ লিগ্যাল ল-ইয়ার দিতে গেলে যা প্রয়োজন তা দিতে রাজি । দু’নম্বর হল আমি রাজ্য সরকারের কাছে আবেদন করবো পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কারণ ক্রিমিনালরা ছাড়া পেয়ে গেলে তারা যে ওই সকল বোনেদের শারীরিক ক্ষতি করবে না সে গ্যারান্টি কেউ দিতে পারবে না ।"
আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, রাজ্যে ভুয়ো জবকার্ড ইস্যুতে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর