পিংলা, 5 ফেব্রুয়ারি: শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার এই জেলারই পিংলায় সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Mamata and Abhishek Banerjee) ৷ নাম না-করে শুভেন্দু এদিন বলেন, "মাননীয়া হলেন কোম্পানির মালিক ও মাননীয় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ৷" মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে টুপি পরিয়ে এখন অন্যের টুপি নিয়ে টানাটানি করছেন বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু (Suvendu Adhikari) ৷
পিংলাতে রবিবারের সভা থেকে রাজ্যের দুর্নীতি ও গণতন্ত্রহীনতা নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী ৷ এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়-সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ৷ এদিন প্রথম থেকেই বক্তব্য রাখতে গিয়ে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, "তৃণমূল এমন ভাব করছে যেন, 11 বছর ধরে রাজ্যে শাসন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাননি, নরেন্দ্র মোদি সরকার চালিয়েছেন ৷ যেন বিজেপি বা অন্য দলের লোকেরা সরকার চালিয়েছেন ৷ এমন ভাব করে জনগণকে আবার একটা টুপি পরাতে চান ৷ এরা টুপি পরানো ও টুপি বদল ছাড়া অন্য কাজ করতে পারে না ৷ এখন নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানাটানি করছে ৷"
আরও পড়ুন: 'আর একটা নন্দীগ্রাম ঘটাতে চেয়েছিলেন' ! শুভেন্দুকে বেনজির আক্রমণ জয়প্রকাশের
এছাড়াও বিরোধী দলনেতা এদিন কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন কাজ এবং সেই টাকা জনগণের হাতে গিয়েছে কি না সেই প্রশ্নও তোলেন (Suvendu Adhikari at Pingla) ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠিয়েছেন ৷ কিন্তু এখানকার শাসকদলের মাননীয়া এবং তার ম্যানেজিং ডিরেক্টর সেই টাকা ঝেড়ে দিয়েছে । যার জন্য এখানকার জনগণকে জিজ্ঞেস করলে তাঁরা উত্তরে বলবে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তাঁরা পাচ্ছেন না ।"