ETV Bharat / state

Suvendu Adhikari on CM: 'চিটিংবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুপি পরবেন না', কটাক্ষ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Criticises Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার সরাসরি চিটিংবাজ বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ জঙ্গলমহলের আদিবাসীদের মুখ্যমন্ত্রী টুপি পড়াতে চাইছেন বলেও কটাক্ষ করেন শুভেন্দু ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Aug 9, 2023, 7:00 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

পিংবনি, 9 আগস্ট: কুড়মি নেতা রাজেশ মাহাতোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার, পশ্চিম মেদিনীপুরের পিংবনিতে বিজেপির আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "নবান্ন থেকে রাজেশ মাহাতোকে কিনে নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী জঙ্গলমহল ধ্বংসের উদ্দেশ্যেই সফরে এসেছেন ।" এছাড়াও আদিবাসী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "জঙ্গলমহলের মাঝি মাড়ওয়াদের ডেকে টুপি পরানোর চেষ্টা করেছে । আমি জঙ্গলমহলের মাঝি মাড়োয়া নেতাদের বলব চিটিংবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুপি যেন কেউ তাঁরা না পরেন ।"

পঞ্চায়েত ভোটের পর ফের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনদিনের সফরে মঙ্গলবারই তিনি ঝাড়গ্রামে পৌঁছেছেন ৷ গতকাল বিকেলেই তিনি আদিবাসী সংগঠন ও কুড়মি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন ৷ বৈঠক শেষে কুড়মি ও আদাবাসী দুই সম্প্রদায়ের নেতারাই জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা খুশি, তাঁদের দাবির কথা মমতাকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', মারাং প্রকল্পের ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এই বৈঠকের প্রসঙ্গ টেনেই শুভেন্দু এদিন অভিযোগ করেন, "মুখ্যমন্ত্রী এখানে এসেছেন জঙ্গলমহলকে ধ্বংস করতে । গতকাল তিনি এসেই রাজেশ মাহাতোকে ডেকে কিনে ফেলেছেন । হলুদ গামছা গায়ে দিয়ে, হাসতে হাসতে ছবি তোলা হয়েছে ৷ পিসি, ভাইপোর এই চোর এবং চিটিংবাজ রাজনীতি থেকে বাংলাকে বাঁচাতে আমাদের সবাইকে এক হতে হবে । জঙ্গলমহলের এই অনগ্রসর সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ এবং চাকরির ব্যবস্থা করেনি । সারা জীবন শুধু টুপি পরিয়েছে তাদের ।"

কয়েক মাস আগে নবজোয়ার যাত্রার সময় এই ঝাড়গ্রামেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল কুড়মি আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ এলাকার বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়িতেও ভাঙচুর হয় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আক্রমণের ঘটনায় রাজেশ মাহাতো-সহ একাধিক কুড়মি নেতা ও নেত্রীর নামে অভিযোগ দায়ের করেছিল পুলিশ ৷ এই কুড়মি নেতাদের গ্রেফতারও করা হয় ৷

শুভেন্দু অধিকারীর বক্তব্য

পিংবনি, 9 আগস্ট: কুড়মি নেতা রাজেশ মাহাতোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার, পশ্চিম মেদিনীপুরের পিংবনিতে বিজেপির আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "নবান্ন থেকে রাজেশ মাহাতোকে কিনে নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী জঙ্গলমহল ধ্বংসের উদ্দেশ্যেই সফরে এসেছেন ।" এছাড়াও আদিবাসী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "জঙ্গলমহলের মাঝি মাড়ওয়াদের ডেকে টুপি পরানোর চেষ্টা করেছে । আমি জঙ্গলমহলের মাঝি মাড়োয়া নেতাদের বলব চিটিংবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুপি যেন কেউ তাঁরা না পরেন ।"

পঞ্চায়েত ভোটের পর ফের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনদিনের সফরে মঙ্গলবারই তিনি ঝাড়গ্রামে পৌঁছেছেন ৷ গতকাল বিকেলেই তিনি আদিবাসী সংগঠন ও কুড়মি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন ৷ বৈঠক শেষে কুড়মি ও আদাবাসী দুই সম্প্রদায়ের নেতারাই জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা খুশি, তাঁদের দাবির কথা মমতাকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', মারাং প্রকল্পের ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এই বৈঠকের প্রসঙ্গ টেনেই শুভেন্দু এদিন অভিযোগ করেন, "মুখ্যমন্ত্রী এখানে এসেছেন জঙ্গলমহলকে ধ্বংস করতে । গতকাল তিনি এসেই রাজেশ মাহাতোকে ডেকে কিনে ফেলেছেন । হলুদ গামছা গায়ে দিয়ে, হাসতে হাসতে ছবি তোলা হয়েছে ৷ পিসি, ভাইপোর এই চোর এবং চিটিংবাজ রাজনীতি থেকে বাংলাকে বাঁচাতে আমাদের সবাইকে এক হতে হবে । জঙ্গলমহলের এই অনগ্রসর সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ এবং চাকরির ব্যবস্থা করেনি । সারা জীবন শুধু টুপি পরিয়েছে তাদের ।"

কয়েক মাস আগে নবজোয়ার যাত্রার সময় এই ঝাড়গ্রামেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল কুড়মি আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ এলাকার বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়িতেও ভাঙচুর হয় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আক্রমণের ঘটনায় রাজেশ মাহাতো-সহ একাধিক কুড়মি নেতা ও নেত্রীর নামে অভিযোগ দায়ের করেছিল পুলিশ ৷ এই কুড়মি নেতাদের গ্রেফতারও করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.