ETV Bharat / state

9 বছর পর গড়বেতায় সুশান্ত ঘোষ - বামফ্রন্ট

সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে তিনি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে বৈঠক করেন সুশান্ত ঘোষ ৷ জঙ্গলমহলের সাতটি বিস্তীর্ণ এলাকার দায়িত্ব দেওয়া হয় তাঁকে । পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায় প্রচারে নামবেন তিনি ।

Susanta Ghosh
গড়বেতায় সুশান্ত ঘোষ
author img

By

Published : Dec 6, 2020, 3:42 PM IST

Updated : Dec 6, 2020, 7:00 PM IST

গড়বেতা, 6 ডিসেম্বর : বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড-সহ 11টি মামলায় তাঁর নাম জড়িয়েছিল । তার জেরে দীর্ঘ ন'বছর নিজের গড়ের বাইরে থাকতে হয়েছিল । অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গড়বেতায় প্রবেশ করলেন বাম নেতা সুশান্ত ঘোষ ।

একসময় সিপিআইএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা পশ্চিমাঞ্চল উন্নয়নের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আজ এলাকায় প্রবেশ করতে উৎসাহ দেখা দিল বাম কর্মীদের মধ্যে । দলীয় কর্মীরা বরণ করে নেন সুশান্তকে । গড়বেতায় আজ জনসভাও করছেন তিনি ।

গড়বেতায় সুশান্ত ঘোষ

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিভিন্ন মামলায় বাম নেতাদের নাম জড়ায় । বিশেষ করে এলাকার তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল সুশান্ত ঘোষের বিরুদ্ধে । সেই মামলার শুনানি এতদিন মেদিনীপুর আদালতে চলছিল ।

আরও পড়ুন : দীর্ঘ 9 বছর পর ফের সক্রিয় বাম রাজনীতিতে সুশান্ত ঘোষ

পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁকে এলাকায় ঢুকতে নিষেধ করা হয় । এরপর সুপ্রিম কোর্টের কাছে আবেদন নিয়ে এলাকায় প্রবেশ করলেন এই ডাকাবুকো নেতা ।

গড়বেতা, 6 ডিসেম্বর : বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড-সহ 11টি মামলায় তাঁর নাম জড়িয়েছিল । তার জেরে দীর্ঘ ন'বছর নিজের গড়ের বাইরে থাকতে হয়েছিল । অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গড়বেতায় প্রবেশ করলেন বাম নেতা সুশান্ত ঘোষ ।

একসময় সিপিআইএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা পশ্চিমাঞ্চল উন্নয়নের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আজ এলাকায় প্রবেশ করতে উৎসাহ দেখা দিল বাম কর্মীদের মধ্যে । দলীয় কর্মীরা বরণ করে নেন সুশান্তকে । গড়বেতায় আজ জনসভাও করছেন তিনি ।

গড়বেতায় সুশান্ত ঘোষ

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিভিন্ন মামলায় বাম নেতাদের নাম জড়ায় । বিশেষ করে এলাকার তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল সুশান্ত ঘোষের বিরুদ্ধে । সেই মামলার শুনানি এতদিন মেদিনীপুর আদালতে চলছিল ।

আরও পড়ুন : দীর্ঘ 9 বছর পর ফের সক্রিয় বাম রাজনীতিতে সুশান্ত ঘোষ

পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁকে এলাকায় ঢুকতে নিষেধ করা হয় । এরপর সুপ্রিম কোর্টের কাছে আবেদন নিয়ে এলাকায় প্রবেশ করলেন এই ডাকাবুকো নেতা ।

Last Updated : Dec 6, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.