দাসপুর, 26 অগস্ট: ছাত্রছাত্রীদের দেওয়া সরকারি স্কুল ড্রেসের একি হাল ! একদিন আগেই স্কুল থেকে দেওয়া স্কুল ড্রেস গায়ে তুলতেই ছিঁড়ে ফালফাল হয়ে গিয়েছে ৷ ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পড়ুয়া-সহ অভিভাকদের মধ্যে । যদিও স্থানীয় ব্লক আধিকারিক আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সুরানয়নপুর প্রাথমিক বিদ্যালয়ের (Suranayanpur Primary School Dress Controversy)।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই স্কুল থেকে দেওয়া হয়েছিল স্কুল ড্রেস ৷ আর সেই স্কুল ড্রেসেরই ভীষণ খারাপ অবস্থা । ছাত্রছাত্রীরা জানান, একটু হাঁটাচলা বা খেলাধুলো করলেই ছিঁড়ে ফালাফালা হয়ে যাচ্ছে স্কুল ড্রেস ।
অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের দাবি, স্কুল থেকে কয়েকদিন আগে দেওয়া হয়েছে স্কুলের ড্রেস । আর সেই স্কুল ড্রেস পরে স্কুলে গিয়েছিল তারা । সেই স্কুল ড্রেসের প্যান্ট ও জামা ইতিমধ্যে একাধিক ছাত্রছাত্রীর ছিঁড়ে গিয়েছে । ড্রেসগুলি একেবারেই ব্যবহার করা যাবে না বলে দাবি করছেন শিক্ষক থেকে শুরু করে অভিভাবকেরা । এদিকে এধরনের ঘটনা সামনে আসার পরই এলাকায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷
আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'
যদিও এ বিষয়ে সুরানয়নপুর স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ খামরুই বলেন, "ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রের প্যান্ট ও জামা ছিঁড়ে গিয়েছে । কেন না সেলাই ও কাপড় একেবারে নিম্নমানের ।
ব্লক প্রশাসনের মাধ্যমে যারা এই স্কুল ড্রেস তৈরি করেছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের যে ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছিল তাই দিয়ে স্কুল ড্রেস তৈরি করা হয়েছে । এতে যদি ছাত্রছাত্রীদের স্কুলের জামা ও প্যান্ট ছিড়ে যায় তাহলে তাদের কিছু করার নেই ।
যদিও এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্কুল ড্রেস যারা তৈরি করেছিল তাদের সঙ্গে কথা বলা হচ্ছে । বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ।"