ETV Bharat / state

Dress Controversy নিম্নমানের স্কুল ড্রেস নিয়ে নাজেহাল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে নিম্নমানের ড্রেস ৷ ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পড়ুয়াসহ অভিভাকদের মধ্যে (Suranayanpur Primary School Dress Controversy) ।

Dress Controversy
স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে নিম্নমানের ড্রেস
author img

By

Published : Aug 26, 2022, 9:52 PM IST

দাসপুর, 26 অগস্ট: ছাত্রছাত্রীদের দেওয়া সরকারি স্কুল ড্রেসের একি হাল ! একদিন আগেই স্কুল থেকে দেওয়া স্কুল ড্রেস গায়ে তুলতেই ছিঁড়ে ফালফাল হয়ে গিয়েছে ৷ ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পড়ুয়া-সহ অভিভাকদের মধ্যে । যদিও স্থানীয় ব্লক আধিকারিক আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সুরানয়নপুর প্রাথমিক বিদ্যালয়ের (Suranayanpur Primary School Dress Controversy)।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই স্কুল থেকে দেওয়া হয়েছিল স্কুল ড্রেস ৷ আর সেই স্কুল ড্রেসেরই ভীষণ খারাপ অবস্থা । ছাত্রছাত্রীরা জানান, একটু হাঁটাচলা বা খেলাধুলো করলেই ছিঁড়ে ফালাফালা হয়ে যাচ্ছে স্কুল ড্রেস ।

অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের দাবি, স্কুল থেকে কয়েকদিন আগে দেওয়া হয়েছে স্কুলের ড্রেস । আর সেই স্কুল ড্রেস পরে স্কুলে গিয়েছিল তারা । সেই স্কুল ড্রেসের প্যান্ট ও জামা ইতিমধ্যে একাধিক ছাত্রছাত্রীর ছিঁড়ে গিয়েছে । ড্রেসগুলি একেবারেই ব্যবহার করা যাবে না বলে দাবি করছেন শিক্ষক থেকে শুরু করে অভিভাবকেরা । এদিকে এধরনের ঘটনা সামনে আসার পরই এলাকায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'

যদিও এ বিষয়ে সুরানয়নপুর স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ খামরুই বলেন, "ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রের প্যান্ট ও জামা ছিঁড়ে গিয়েছে । কেন না সেলাই ও কাপড় একেবারে নিম্নমানের ।

স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে নিম্নমানের ড্রেস

ব্লক প্রশাসনের মাধ্যমে যারা এই স্কুল ড্রেস তৈরি করেছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের যে ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছিল তাই দিয়ে স্কুল ড্রেস তৈরি করা হয়েছে । এতে যদি ছাত্রছাত্রীদের স্কুলের জামা ও প্যান্ট ছিড়ে যায় তাহলে তাদের কিছু করার নেই ।

যদিও এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্কুল ড্রেস যারা তৈরি করেছিল তাদের সঙ্গে কথা বলা হচ্ছে । বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ।"

দাসপুর, 26 অগস্ট: ছাত্রছাত্রীদের দেওয়া সরকারি স্কুল ড্রেসের একি হাল ! একদিন আগেই স্কুল থেকে দেওয়া স্কুল ড্রেস গায়ে তুলতেই ছিঁড়ে ফালফাল হয়ে গিয়েছে ৷ ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পড়ুয়া-সহ অভিভাকদের মধ্যে । যদিও স্থানীয় ব্লক আধিকারিক আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সুরানয়নপুর প্রাথমিক বিদ্যালয়ের (Suranayanpur Primary School Dress Controversy)।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই স্কুল থেকে দেওয়া হয়েছিল স্কুল ড্রেস ৷ আর সেই স্কুল ড্রেসেরই ভীষণ খারাপ অবস্থা । ছাত্রছাত্রীরা জানান, একটু হাঁটাচলা বা খেলাধুলো করলেই ছিঁড়ে ফালাফালা হয়ে যাচ্ছে স্কুল ড্রেস ।

অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের দাবি, স্কুল থেকে কয়েকদিন আগে দেওয়া হয়েছে স্কুলের ড্রেস । আর সেই স্কুল ড্রেস পরে স্কুলে গিয়েছিল তারা । সেই স্কুল ড্রেসের প্যান্ট ও জামা ইতিমধ্যে একাধিক ছাত্রছাত্রীর ছিঁড়ে গিয়েছে । ড্রেসগুলি একেবারেই ব্যবহার করা যাবে না বলে দাবি করছেন শিক্ষক থেকে শুরু করে অভিভাবকেরা । এদিকে এধরনের ঘটনা সামনে আসার পরই এলাকায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'

যদিও এ বিষয়ে সুরানয়নপুর স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ খামরুই বলেন, "ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রের প্যান্ট ও জামা ছিঁড়ে গিয়েছে । কেন না সেলাই ও কাপড় একেবারে নিম্নমানের ।

স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে নিম্নমানের ড্রেস

ব্লক প্রশাসনের মাধ্যমে যারা এই স্কুল ড্রেস তৈরি করেছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের যে ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছিল তাই দিয়ে স্কুল ড্রেস তৈরি করা হয়েছে । এতে যদি ছাত্রছাত্রীদের স্কুলের জামা ও প্যান্ট ছিড়ে যায় তাহলে তাদের কিছু করার নেই ।

যদিও এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্কুল ড্রেস যারা তৈরি করেছিল তাদের সঙ্গে কথা বলা হচ্ছে । বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.