ETV Bharat / state

Chandrayaan 3 in Pattachitra: চন্দ্রযানের সাফল্যে আপ্লুত! অভিনন্দন জানাতে পটচিত্র তৈরি করে গান বাঁধলেন শিল্পীরা - পটচিত্রের গ্রাম হিসেবে খ্যাত পিংলা

চন্দ্রযান-3 অভিযান সফল হতেই দেশজুড়ে চলছে উদযাপন ৷ আর এই উদযাপনের মধ্যেই বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে অভিনবত্ব দেখাল পটচিত্রের জন্য প্রসিদ্ধ পশ্চিম মেদিনীপুরের গ্রাম ৷ গান বাঁধলেন শিল্পীরা ৷ সঙ্গে ছবিতে তুলে ধরলেন চন্দ্রযান অভিযান ৷

Etv Bharat
অভিনন্দন জানাতে পটচিত্র তৈরি করে গান বাঁধলেন শিল্পীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 7:44 PM IST

Updated : Aug 27, 2023, 11:01 PM IST

চন্দ্রযানের সাফল্যে অভিনব অভিনন্দন পটশিল্পীদের

পিংলা, 27 অগস্ট: চন্দ্রযান 3 মিশন অভিযান সফল হয়েছে ৷ পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত ৷ যা নিয়ে দেশজুড়ে চলছে উদযাপন ৷ দেশের এই সাফল্যে খুশি পটচিত্রের গ্রাম হিসেবে খ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা । সেখানকার পটশিল্পীরা চন্দ্রযানের সফলতায় গান বেঁধেছেন ৷ কোরাসে গাইছেন 'ও চন্দ্রযান' নামক সেই গান ৷ সঙ্গে চলছে ছবিতে চন্দ্রযান মিশনকে তুলে ধরার কাজ ৷

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম বরাবরই খ্যাতি অর্জন করেছে পটচিত্রের জন্য ৷ চন্দ্রযানের সাফল্যে যখন দেশজুড়ে উৎসব চলছে তখন তাঁরাও পিছিয়ে নেয় ৷ পটের গান বেঁধেছেন নিজেরাই ৷ আর তা গাওয়ার পাশাপাশি চলছে রং তুলির টান ৷ সেখানেই শিল্পীরা ফুটিয়ে তুলছেন চন্দ্রযান মিশনের বিভিন্ন মুহূর্ত ৷ আর এই গোটা কর্মকাণ্ড চলছে নয়ার অভিজ্ঞ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নেতৃত্বে ৷ নিজেদের আঁকা চিত্র হাতে 6 জনের একটি দল গান ধরলেন ৷ তাঁরা আশাবাদী এই পটচিত্র ও গান ইসরোতে পাঠাতে পারবেন ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে পটচিত্র বাহাদুরের, গাইবেন পটের গান

এই বিষয়ে পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন,"আমরা দেশের ও সমাজের বিভিন্ন নজরকাড়া ঘটনার সঙ্গে সাযুজ্য রেখে বিভিন্ন সময়ে গান বাঁধা-সহ পটচিত্র এঁকে থাকি । এই চন্দ্রযান 3-এর সফল অবতরণের ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও তার কোনও ব্যতিক্রম হয়নি । এবারেও আমরা গান বেঁধে পটচিত্র এঁকে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছি । এই গান ও চিত্র ইসরোতে পাঠাব আমরা ।"

গান গেয়ে ও ছবি এঁকে আপ্লুত চিত্রশিল্পী বাহারজান চিত্রকর ৷ তাঁর কথায়, "ছোটবেলা দেখে এসেছি মায়েরা ঘুম পাড়ানোর জন্য চাঁদমামা কে দেখে গান গাইতেন 'আয় আয় চাঁদ মামা' ৷ সেই চাঁদে আজ আমরা পৌঁছতে পেরেছি এটা খুব ভালো লাগছে ৷ আর সেই জন্য আমরা গানের মাধ্যমে আজকে চন্দ্রযানের সাফল্য উদযাপন করছি ৷ চন্দ্রযানের সাফল্য আমাদের দেশের গৌরব এনে দিয়েছে । যা এক অন্যরকম অনুভূতি ।"

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পের রাজধানী যাত্রা, গর্বিত শিল্পীরা

চন্দ্রযানের সাফল্যে অভিনব অভিনন্দন পটশিল্পীদের

পিংলা, 27 অগস্ট: চন্দ্রযান 3 মিশন অভিযান সফল হয়েছে ৷ পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত ৷ যা নিয়ে দেশজুড়ে চলছে উদযাপন ৷ দেশের এই সাফল্যে খুশি পটচিত্রের গ্রাম হিসেবে খ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা । সেখানকার পটশিল্পীরা চন্দ্রযানের সফলতায় গান বেঁধেছেন ৷ কোরাসে গাইছেন 'ও চন্দ্রযান' নামক সেই গান ৷ সঙ্গে চলছে ছবিতে চন্দ্রযান মিশনকে তুলে ধরার কাজ ৷

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম বরাবরই খ্যাতি অর্জন করেছে পটচিত্রের জন্য ৷ চন্দ্রযানের সাফল্যে যখন দেশজুড়ে উৎসব চলছে তখন তাঁরাও পিছিয়ে নেয় ৷ পটের গান বেঁধেছেন নিজেরাই ৷ আর তা গাওয়ার পাশাপাশি চলছে রং তুলির টান ৷ সেখানেই শিল্পীরা ফুটিয়ে তুলছেন চন্দ্রযান মিশনের বিভিন্ন মুহূর্ত ৷ আর এই গোটা কর্মকাণ্ড চলছে নয়ার অভিজ্ঞ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নেতৃত্বে ৷ নিজেদের আঁকা চিত্র হাতে 6 জনের একটি দল গান ধরলেন ৷ তাঁরা আশাবাদী এই পটচিত্র ও গান ইসরোতে পাঠাতে পারবেন ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে পটচিত্র বাহাদুরের, গাইবেন পটের গান

এই বিষয়ে পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন,"আমরা দেশের ও সমাজের বিভিন্ন নজরকাড়া ঘটনার সঙ্গে সাযুজ্য রেখে বিভিন্ন সময়ে গান বাঁধা-সহ পটচিত্র এঁকে থাকি । এই চন্দ্রযান 3-এর সফল অবতরণের ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও তার কোনও ব্যতিক্রম হয়নি । এবারেও আমরা গান বেঁধে পটচিত্র এঁকে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছি । এই গান ও চিত্র ইসরোতে পাঠাব আমরা ।"

গান গেয়ে ও ছবি এঁকে আপ্লুত চিত্রশিল্পী বাহারজান চিত্রকর ৷ তাঁর কথায়, "ছোটবেলা দেখে এসেছি মায়েরা ঘুম পাড়ানোর জন্য চাঁদমামা কে দেখে গান গাইতেন 'আয় আয় চাঁদ মামা' ৷ সেই চাঁদে আজ আমরা পৌঁছতে পেরেছি এটা খুব ভালো লাগছে ৷ আর সেই জন্য আমরা গানের মাধ্যমে আজকে চন্দ্রযানের সাফল্য উদযাপন করছি ৷ চন্দ্রযানের সাফল্য আমাদের দেশের গৌরব এনে দিয়েছে । যা এক অন্যরকম অনুভূতি ।"

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পের রাজধানী যাত্রা, গর্বিত শিল্পীরা

Last Updated : Aug 27, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.