ETV Bharat / state

ট্রেন-বাস পোড়াচ্ছে সমাজবিরোধীরা, ব্যবস্থা নেওয়া হবে : শুভেন্দু - নাগরিক পঞ্জীকরণ

মেদিনীপুর শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে অংশ নিলেন শুভেন্দু অধিকারী । মিছিল থেকেই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসতে বলেন তিনি ।

Subhendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Dec 15, 2019, 8:09 PM IST

মেদিনীপুর, 15 ডিসেম্বর : CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যজুড়ে হিংসা অব্যাহত । বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ । ঠিক এই সময়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল । এই মিছিলে অংশ নেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী । মিছিল থেকেই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসতে বলেন তিনি । শুভেন্দু বলেন, "এই ইশুতে পরস্পর বিরোধী অভিযোগ করা উচিত নয় । সমস্ত দায়িত্বশীল মানুষের উচিত এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করা ।"

আজ CAA ও NRC-বিরুদ্ধে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে গান্ধি মূর্তি পর্যন্ত তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিল করা হয় । এই মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী । মিছিল থেকে সাংবাদিকদের তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে বলেছেন । পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল আজ সেই কর্মসূচি পালন করছে । মেদিনীপুরে অজিত মাইতির নেতৃত্বে যে মিছিল সংগঠিত হয়েছে তাতে আমাকে অংশ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তাই আমি এসেছি । "

রাজ্যের চলতে থাকা হিংসা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "যা হচ্ছে তা একেবারেই অনুচিত । এর ফলে আন্দোলনের মূল ইশু নষ্ট হচ্ছে । যারা এগুলো করছে তারা গণতান্ত্রিক শিষ্টাচার না মেনেই এই কাজ করছে । মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । যারা ট্রেন ও বাস পোড়াচ্ছে তারা সমাজবিরোধী । তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত ।"

তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে BJP-কে কটাক্ষ করে বলেন, "BJP চাইছে মূল আন্দোলনের ইশু অন্যদিকে চলে যাক । আমাদের আন্দোলন ওই জায়গায় নিয়ে যাওয়া উচিত নয় । আমাদের উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ চালিয়ে যাওয়া । এই ইশুতে পরস্পর বিরোধী অভিযোগ করা উচিত নয় । সমস্ত দায়িত্বশীল মানুষের উচিত এগিয়ে এসে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা ।" মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে বলেন শুভেন্দু । তিনি বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী সরকারিভাবে বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার যতদিন থাকবে ততদিন NRC ও CAB হবে না । তাই মুখ্যমন্ত্রীর উপর সকলের আস্থা ও ভরসা রাখা উচিত ।"

প্রসঙ্গত, CAA ও NRC-র প্রতিবাদে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে ৷ উত্তর দিনাজপুর , মালদা, মুর্শিদাবাদ, হাওড়া ও উত্তর 24 পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।

মেদিনীপুর, 15 ডিসেম্বর : CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যজুড়ে হিংসা অব্যাহত । বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ । ঠিক এই সময়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল । এই মিছিলে অংশ নেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী । মিছিল থেকেই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসতে বলেন তিনি । শুভেন্দু বলেন, "এই ইশুতে পরস্পর বিরোধী অভিযোগ করা উচিত নয় । সমস্ত দায়িত্বশীল মানুষের উচিত এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করা ।"

আজ CAA ও NRC-বিরুদ্ধে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে গান্ধি মূর্তি পর্যন্ত তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিল করা হয় । এই মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী । মিছিল থেকে সাংবাদিকদের তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে বলেছেন । পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল আজ সেই কর্মসূচি পালন করছে । মেদিনীপুরে অজিত মাইতির নেতৃত্বে যে মিছিল সংগঠিত হয়েছে তাতে আমাকে অংশ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তাই আমি এসেছি । "

রাজ্যের চলতে থাকা হিংসা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "যা হচ্ছে তা একেবারেই অনুচিত । এর ফলে আন্দোলনের মূল ইশু নষ্ট হচ্ছে । যারা এগুলো করছে তারা গণতান্ত্রিক শিষ্টাচার না মেনেই এই কাজ করছে । মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । যারা ট্রেন ও বাস পোড়াচ্ছে তারা সমাজবিরোধী । তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত ।"

তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে BJP-কে কটাক্ষ করে বলেন, "BJP চাইছে মূল আন্দোলনের ইশু অন্যদিকে চলে যাক । আমাদের আন্দোলন ওই জায়গায় নিয়ে যাওয়া উচিত নয় । আমাদের উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ চালিয়ে যাওয়া । এই ইশুতে পরস্পর বিরোধী অভিযোগ করা উচিত নয় । সমস্ত দায়িত্বশীল মানুষের উচিত এগিয়ে এসে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা ।" মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে বলেন শুভেন্দু । তিনি বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী সরকারিভাবে বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার যতদিন থাকবে ততদিন NRC ও CAB হবে না । তাই মুখ্যমন্ত্রীর উপর সকলের আস্থা ও ভরসা রাখা উচিত ।"

প্রসঙ্গত, CAA ও NRC-র প্রতিবাদে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে ৷ উত্তর দিনাজপুর , মালদা, মুর্শিদাবাদ, হাওড়া ও উত্তর 24 পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।

Intro:বিজেপি বা ভারত সরকার চাইছে এই আন্দোলনকে অন্য পথে নিয়ে চলে যাওয়ার কিন্তু আমরা সেই পথে নিয়ে যেতে চাইছি না বক্তা শুভেন্দু অধিকারী এনআরসি ও ক্যাব মিছিলে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ,তিনি জানালেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সমাজবিরোধী , এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন, তবে রাজ্য সরকারের দায়িত্ববোধ নিয়ে তিনি বলেন এখানে কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করতে হবে পরস্পরকে দোষারোপ করা চলবে না, যদিও এদিন পরিবহন মন্ত্রী সড়কপথে নিজের আশংকা মনে করেই বিমান পথে এসে এই মিছিলে অংশ নেন l
Body: বিজেপি বা ভারত সরকার চাইছে এই আন্দোলনকে অন্য পথে নিয়ে চলে যাওয়ার কিন্তু আমরা সেই পথে নিয়ে যেতে চাইছি না বক্তা শুভেন্দু অধিকারী এনআরসি ও ক্যাব মিছিলে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ,তিনি জানালেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সমাজবিরোধী , এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন, তবে রাজ্য সরকারের দায়িত্ববোধ নিয়ে তিনি বলেন এখানে কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করতে হবে পরস্পরকে দোষারোপ করা চলবে না, যদিও এদিন পরিবহন মন্ত্রী সড়কপথে নিজের আশংকা মনে করেই বিমান পথে এসে এই মিছিলে অংশ নেন l


বলা যায় যে এনআরসি ও ক্যাব নিয়ে গোটা দেশ আতঙ্কের মধ্যে রয়েছে l এরই মধ্যে আইন হিসেবে স্বীকৃতি লাভ করেছে CAA l এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অশান্তির বাতাবরণ l বহু জায়গায় ট্রেনে আগুন ধরে দেওয়া , স্টেশন ভাঙচুর ,লুটপাটের ঘটনা ঘটেছে l পাশাপাশি সড়ক পরিবহন ক্ষেত্রে বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া ,অটো ভাঙচুর যাত্রীদের মারধর এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর ঘটনা ঘটেছে l ফলে আইন-শৃংখলার অবনতি ঘটেছে চরমপর্যায়ে l বহু জায়গায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে l পশ্চিম মেদিনীপুরের রেলযোগাযোগ বন্ধ l সড়ক পরিবহন এর ক্ষেত্রেও বাস রাস্তায় নেই বললেই চলে l যাত্রীসংখ্যা কম, যারা বেরিয়েছে তারা চরম ভোগান্তিতে l বিশেষ করে বিভিন্ন পরীক্ষা ও আপৎকালীন জরুরি পরিসেবার জন্য যারা রাস্তায় বেরিয়েছে তারা বাস না পেয়ে চরম ভোগান্তির দিন কেটেছে l তারই মধ্যে এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি l এ দিন হাজার দু এক লোকজন নিয়ে তিনি মিছিল করেন l মিছিল স্লোগান ছিল এনআরসি আমরা এ রাজ্যে কিছুতেই হতে দেব না l এই শ্লোগানে মিছিল করে বিদ্যাসাগর থেকে রওনা দেয় গোটা শহর পরিক্রমা গান্ধী মূর্তির কাছে মিছিল শেষ করে l যদি ও এই মিছিলে বেশিরভাগটাই ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন l মিছিলে হুড়োহুড়ি শুরু হয়ে যায় শুভেন্দু অধিকারী আসার সঙ্গে সঙ্গে এরপর সাংবাদিকরা শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করলে তিনি জানান রাজ্যে কিছুতেই এনআরসি হতে দেবে না l তাছাড়া ক্যাব এর নিয়ম তারা মানছে না l এর বিরুদ্ধে এই মিছিল l তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বহন করার জন্যই মিছিলের আয়োজন করা হয়েছে l এরপর সাংবাদিকরা রাজ্যের এই ক্ষয়ক্ষতি ও আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু বাবু বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সমাজবিরোধী l তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই l তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন l তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে l তবে রাজ্য ও কেন্দ্রের ব্যাপার নিয়ে শুভেন্দু বাবু বলেন এখানে রাজ্য-কেন্দ্রকেই আলাদা করে দেখলে হবেনা ,সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য l তিনি আরো বলেন বিজেপি বা ভারত সরকার চাইছে এই আন্দোলনকে অন্য পথে নিয়ে চলে যাওয়ার কিন্তু আমরা সেই পথে নিয়ে যেতে চাইছি না ,আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলনে করতে চাইছি l পরিবহনের ক্ষয়ক্ষতি ব্যাপারে শুভেন্দু বাবু বলেন এখন দোষারোপ করার সময় নেই l কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সঠিকভাবে বলা যাবে না l তবে 11 টি গাড়ি ভাঙচুর করা হয়েছে তার ইন্সুরেন্স তারা পেয়ে যাবে l এটা বড় ব্যাপার নয় ,বড় ব্যাপার আমরা এই আন্দোলনকে সঠিক পথে নিয়ে যাবার ,দোষীরা ঠিক সময় মত শাস্তি পাবে l যদিও শুভেন্দু বাবু এদিন সড়কপথে নিজেকে সেফটি মনে না করে তিনি নিরাপত্তার কথা ভেবেই হেলিকপ্টারে করে তিনি মেদিনীপুরে পৌঁছান l Conclusion:বিজেপি বা ভারত সরকার চাইছে এই আন্দোলনকে অন্য পথে নিয়ে চলে যাওয়ার কিন্তু আমরা সেই পথে নিয়ে যেতে চাইছি না বক্তা শুভেন্দু অধিকারী এনআরসি ও ক্যাব মিছিলে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ,তিনি জানালেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সমাজবিরোধী , এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন, তবে রাজ্য সরকারের দায়িত্ববোধ নিয়ে তিনি বলেন এখানে কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করতে হবে পরস্পরকে দোষারোপ করা চলবে না, যদিও এদিন পরিবহন মন্ত্রী সড়কপথে নিজের আশংকা মনে করেই বিমান পথে এসে এই মিছিলে অংশ নেন l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.