চন্দ্রকোনা, 21 ফেব্রুয়ারি : জায়গার অভাব, নেই নিজস্ব ভবন, মঠের আশ্রয়ে ভাঙাচোরা কক্ষে ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Poor condition of Anganwadi school)। বছরের পর বছর ৷ ছোটদের স্কুল খোলার (students facing problem) সময়ে এমনই বেহাল চিত্র চন্দ্রকোনার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । সরকারি জায়গায় পাকাপোক্ত ভাবে স্থায়ী কেন্দ্র গড়ে তোলা হোক, চাইছেন এলাকার মানুষ ।
পশ্চিম মেদিনীপুর (West Midnapore news) জেলার চন্দ্রকোনা পৌরসভার 2 নং ওয়ার্ড নয়াগঞ্জ এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা । সরকারি জায়গা না মেলায় নিজস্ব ভবন নেই ৷ দীর্ঘ 7 বছর ধরে নয়াগঞ্জ বড় অস্তলে একটি ধর্মীয় মঠের দেওয়া কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । ভাঙাচোরা একটি কক্ষ, ছাদের চাঙড় খসে পড়ছে ৷ তার ভেতরেই রাখা দরকারি কাগজপত্র ৷ উঠোনে ত্রিপল টাঙিয়ে রান্না হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিল ৷ 63 জন পড়ুয়া ও গর্ভবতী মহিলাদের মিড ডে মিল বিতরণ হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে । ঝুঁকি নিয়ে চলছে পঠনপাঠন । এই কেন্দ্র চালাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ।
আরও পড়ুন: Plastic Rice in Mid Day Meal : মিড ডে মিলে প্লাস্টিকের চাল ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ
কর্মী রুমা সাহা জানালেন, বছর সাতেক আগে এলাকার একটি শিব মন্দিরে চলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ৷ কিন্তু গ্রামবাসীরা সেখান থেকে তাদের সরে যেতে বললে জায়গার অভাবে একমাস তা বন্ধ ছিল ৷ অনেক খোঁজাখুঁজির পর পাশের বড় অস্তলের মঠের মহারাজের কাছে সেন্টার চালানোর জন্য আশ্রয় চেয়ে আবেদন করা হলে তিনি সেই আবেদনে সাড়া দেন ৷ তবে তাঁরও প্রয়োজন পড়লে এই ঘর ছেড়ে দিতে বলতে পারেন বলে জানালেন মঠের মহারাজ সৌমেন রাম রামানুজ দাস মোহন্ত ৷
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী খুলেছে ছোটদের স্কুল (Bengal schools reopen)৷ খুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও ৷ তার আগে সরকার যাতে এই কেন্দ্রটির জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে, সেই দাবিই করছেন চন্দ্রকোনার মানুষ ৷