দাঁতন, 16 অক্টোবর: এলাকায় আক্রমনাত্মক হয়ে উঠেছে বেশ কয়েকটি পাগলা কুকুর (Stray Dog Bite several people in West Medinipur) ৷ এই কুকুরদের কামড়ে আহত 20 জনেরও বেশি গ্রামবাসী । ঘটনায় আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরের মোগলমারি এলাকা। রেহাই পেতে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা ৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে পাগলা কুকুরের দল ৷ এখনও পর্যন্ত 20জন বাসিন্দা আহত হয়েছেন পাগলা কুকুরের আক্রমণে ৷ 2-3টি কুকুরের একটি দল আক্রমণ করছে স্থানীয়দের উপর ৷ ইতিমধ্যেই কুকুরের আক্রমণে আহত হয়ে এক বাসিন্দা দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ শুধু রাতেই নয়, দিনের বেলাতেও আক্রমণ করছে পাগলা কুকুরের দল ৷ বাচ্চা থেকে বুড়ো সকলেই আক্রমণের শিকার হচ্ছেন ৷ প্রাণ বাঁচাতে লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন এলাকাবাসী ৷ আহতদের মধ্য়ে বেশ কয়েকজন মহিলাও আছে ৷
আরও পড়ুন: "রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খাওয়াচ্ছেন চিকিৎসার দায় তাঁদের", নির্দেশ সুপ্রিম কোর্টের
এ প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা প্রশান্ত চন্দ্র বলেন, ‘‘গত কয়েকদিন ধরেই এই কুকুরের আক্রমণ ঘটে চলেছে । শুধু মহিলা-পুরুষ নির্বিশেষে বাচ্চা-বুড়ো সবাইকে কামড়াচ্ছে এই পাগলা কুকুরের দল। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বারবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কুকুরের আক্রমণ থেকে রেহাই দেওয়া হয় তাদের।‘‘ তবে প্রশাসনের পক্ষ থেকে আক্রামনাত্মক এই কুকুরগুলির হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি ৷