ETV Bharat / state

DurgaPuja : শরিক বিবাদে জৌলুসহীন 405 বছরের চিড়িমারসাই নন্দীবাড়ির পুজো - West Medinipur

চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো । এখনও একডাকে চেনেন মেদিনীপুর শহরের বাসিন্দারা ৷ 405 বছরের পুরনো এই পুজো ঘিরে আক্ষেপ-দীর্ঘশ্বাসের অভাব নেই এলাকার মানুষের মনে ৷ একসময় যে পুজোর জাঁকজমকে চোখ বিস্ফোরিত হত বাসিন্দাদের, সেই পুজোই এখন চলছে নমো নমো করে ৷

story of chirimarsai nandibari durgapuja
শরিক বিবাদে বন্ধ হতে বসেছে 400 বছরের চিড়িমারসাই নন্দীবাড়ির পুজো
author img

By

Published : Sep 25, 2021, 8:45 PM IST

Updated : Sep 25, 2021, 11:01 PM IST

মেদিনীপুর, 25 সেপ্টেম্বর : চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো । এখনও একডাকে চেনেন মেদিনীপুর শহরের বাসিন্দারা ৷ 405 বছরের পুরনো এই পুজো ঘিরে আক্ষেপ-দীর্ঘশ্বাসের অভাব নেই এলাকার মানুষের মনে ৷ একসময় যে পুজোর জাঁকজমকে চোখ বিস্ফোরিত হত বাসিন্দাদের, সেই পুজোই এখন চলছে নমো নমো করে ৷

কিন্তু কেন এই পরিস্থিতি ? খতিয়ে দেখতে গিয়ে উঠে এল শরিকি বিবাদের প্রসঙ্গ ৷ যে বিবাদের জল গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ ফলে দেবত্ব সম্পত্তি নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে ৷ তিনটি পুকুর, 12 টি দোকান ও একটি বাজার মামলার জটিলতায় আটকে । ফলে পুজোর খরচ তুলতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের ৷ কোনওমতে চাঁদা তুলে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চলছে প্রতিবছর ৷ গত বছর তো ঘটপুজো করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের ৷

আরও পড়ুন : Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের

অথচ 405 বছর আগে নিজেদের জমিদারির ক্ষমতা ও প্রভাব দেখানোর জন্যই রামচাঁদ নন্দী এই পুজোর সূচনা করেন । চতুর্থী থেকে শুরু হত মায়ের আরাধনা ৷ পালকি, ঘোড়ায় সওয়ার হয়ে নিরঞ্জন হত মায়ের ৷ সঙ্গে থাকত দেদার আতসবাজি ও জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা ৷ যার টানেই ছুটে আসতেন অনেকে ৷

কয়েক বছর আগেও এই নিয়মরীতি মানা হত ৷ পুজোই সরগরম হয়ে উঠত নন্দীবাড়ি ৷ বিদেশে বসবাসকারী বাড়ির সদস্যরা ছুটে আসতেন পুজোর সময় ৷ পরিবারের সদস্য বন্দনা নন্দী বলেন, ‘‘আমাদের পুজো হয় বৈষ্ণব মতে । তাছাড়া 35 জন বেহারা দিয়ে রথ গাড়ি করে মায়ের বিসর্জন দেওয়া হয় গান্ধিঘাটে ।’’

আরও পড়ুন : Durga Puja : 150 বছরের পটের দুর্গায় আধুনিকতার ছোঁয়া, ভোগ নিবেদনে মাছের ঝোল

কিন্তু শরিকি বিবাদে মামলা শুরু হওয়ায় পুজোর খরচ কে দেবে, তাই নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷ ফলে জাঁকজমক চলে গিয়েছে নন্দীবাড়ির পুজো থেকে ৷ এবারও অবস্থা একই ৷ এবার নন্দীবাড়ির পুজো পরিবারের দুই বউয়ের উদ্যোগে হচ্ছে । দর্পণ দেখে সিঁদুর খেলার ঐতিহ্যকে আপাতত স্থগিত রাখা হচ্ছে ৷

শরিক বিবাদে বন্ধ হতে বসেছে 400 বছরের চিড়িমারসাই নন্দীবাড়ির পুজো

তবে একদিন পরিস্থিতি আবার ভাল হবে৷ পুজোয় তখন জাঁকজমক আবার ফিরে আসবে বলে মনে করেন পরিবারের সদস্যরা ৷ তাপস নন্দী বলেন, ‘‘যদি আমরা সবাই মিলে বসে এই মীমাংসা মিটিয়ে পুজো করতে পারি, তাহলে হয়তো আগেরই মতো জাঁকজমকভাবে ফের শুরু হতে পারে এই ঐতিহ্যশালী পুজো ।’’

আরও পড়ুন : Durga Puja : স্মৃতিতে রামমোহন-বিদ্যাসাগর-উত্তমকুমার, জৌলুস কমলেও দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন জাড়া জমিদার বাড়িতে

মেদিনীপুর, 25 সেপ্টেম্বর : চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো । এখনও একডাকে চেনেন মেদিনীপুর শহরের বাসিন্দারা ৷ 405 বছরের পুরনো এই পুজো ঘিরে আক্ষেপ-দীর্ঘশ্বাসের অভাব নেই এলাকার মানুষের মনে ৷ একসময় যে পুজোর জাঁকজমকে চোখ বিস্ফোরিত হত বাসিন্দাদের, সেই পুজোই এখন চলছে নমো নমো করে ৷

কিন্তু কেন এই পরিস্থিতি ? খতিয়ে দেখতে গিয়ে উঠে এল শরিকি বিবাদের প্রসঙ্গ ৷ যে বিবাদের জল গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ ফলে দেবত্ব সম্পত্তি নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে ৷ তিনটি পুকুর, 12 টি দোকান ও একটি বাজার মামলার জটিলতায় আটকে । ফলে পুজোর খরচ তুলতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের ৷ কোনওমতে চাঁদা তুলে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চলছে প্রতিবছর ৷ গত বছর তো ঘটপুজো করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের ৷

আরও পড়ুন : Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের

অথচ 405 বছর আগে নিজেদের জমিদারির ক্ষমতা ও প্রভাব দেখানোর জন্যই রামচাঁদ নন্দী এই পুজোর সূচনা করেন । চতুর্থী থেকে শুরু হত মায়ের আরাধনা ৷ পালকি, ঘোড়ায় সওয়ার হয়ে নিরঞ্জন হত মায়ের ৷ সঙ্গে থাকত দেদার আতসবাজি ও জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা ৷ যার টানেই ছুটে আসতেন অনেকে ৷

কয়েক বছর আগেও এই নিয়মরীতি মানা হত ৷ পুজোই সরগরম হয়ে উঠত নন্দীবাড়ি ৷ বিদেশে বসবাসকারী বাড়ির সদস্যরা ছুটে আসতেন পুজোর সময় ৷ পরিবারের সদস্য বন্দনা নন্দী বলেন, ‘‘আমাদের পুজো হয় বৈষ্ণব মতে । তাছাড়া 35 জন বেহারা দিয়ে রথ গাড়ি করে মায়ের বিসর্জন দেওয়া হয় গান্ধিঘাটে ।’’

আরও পড়ুন : Durga Puja : 150 বছরের পটের দুর্গায় আধুনিকতার ছোঁয়া, ভোগ নিবেদনে মাছের ঝোল

কিন্তু শরিকি বিবাদে মামলা শুরু হওয়ায় পুজোর খরচ কে দেবে, তাই নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷ ফলে জাঁকজমক চলে গিয়েছে নন্দীবাড়ির পুজো থেকে ৷ এবারও অবস্থা একই ৷ এবার নন্দীবাড়ির পুজো পরিবারের দুই বউয়ের উদ্যোগে হচ্ছে । দর্পণ দেখে সিঁদুর খেলার ঐতিহ্যকে আপাতত স্থগিত রাখা হচ্ছে ৷

শরিক বিবাদে বন্ধ হতে বসেছে 400 বছরের চিড়িমারসাই নন্দীবাড়ির পুজো

তবে একদিন পরিস্থিতি আবার ভাল হবে৷ পুজোয় তখন জাঁকজমক আবার ফিরে আসবে বলে মনে করেন পরিবারের সদস্যরা ৷ তাপস নন্দী বলেন, ‘‘যদি আমরা সবাই মিলে বসে এই মীমাংসা মিটিয়ে পুজো করতে পারি, তাহলে হয়তো আগেরই মতো জাঁকজমকভাবে ফের শুরু হতে পারে এই ঐতিহ্যশালী পুজো ।’’

আরও পড়ুন : Durga Puja : স্মৃতিতে রামমোহন-বিদ্যাসাগর-উত্তমকুমার, জৌলুস কমলেও দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন জাড়া জমিদার বাড়িতে

Last Updated : Sep 25, 2021, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.