মেদিনীপুর, 5 অগাস্ট : অত্যাচার করলে পুলিশকে ছাড়বেন না ৷ কর্মীদের উদ্দেশে একথা বললেন BJP নেতা সায়ন্তন বসু ৷ গ্রামের BJP মহিলাদের বলেন, "আপনাদের গ্রামে পুলিশ গিয়ে অত্যাচার করলে তাদের খেজুর গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দিন ৷"
রাজ্যে তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন ৷ এই অভিযোগে রাস্তায় নেমেছে BJP ৷ এই নিয়ে আজ মেদিনীপুরে একটি মিছিলের আয়োজনও করে জেলা BJP নেতৃত্ব৷ BJP-র অভিযোগ, রাজ্যে তৃণমূলের চামচাগিরি করছে রাজ্যের পুলিশ প্রশাসন ৷ পুলিশ পরিণত হয়েছে তৃণমূলের দলদাসে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযানের ডাক দেওয়া হয় BJP-র তরফে ৷ জেলার চার কোণ থেকে মিছিল করে LIC-তে তা শেষ করে BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই আয়োজন করা হয়েছিল একটি সভা ৷ সেই সভায় বক্তব্য রাখেন BJP নেতা সায়ন্তন বসু ৷ সভা থেকে রাজ্য পুলিশকে আক্রমণ করেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন ৷ বলেন, "পুলিশ বিনা কারণে BJP নেতা, কর্মী ও সমর্থকদের বেছে বেছে কেস দিচ্ছে ৷ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে ৷ আমরা পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি ৷"
তাঁর আরও বক্তব্য, "সম্প্রতি পিংলাতে আমাদের এক কর্মীকে BJP করায় গাছের ডালে ঝুলিয়ে খুন করা হয়েছে ৷ শুধু তাই নয়, পিংলা থানার OC এই ঘটনাকে আত্মহত্যা বলেছেন ৷ আমি পিংলা থানার OC-কে জানিয়ে দিতে চাই আমরা চাইলে আপনাকেও ঝুলিয়ে দিতে পারি ৷ এরপর আমরাও বলব আপনি আত্মহত্যা করেছেন ৷ তবে আমরা চাই না এইরকম কিছু ঘটুক ৷ সময় থাকতে শুধরে যান ৷ তৃণমূলের ভাষায় কথা বললে আমরা এমন ভাষায় কথা বলব যে আপনারা টিকতে পারবেন না ৷" এছাড়াও গ্রামের BJP মহিলা কর্মী সমর্থকদের তিনি বলেন, "যদি পুলিশ গিয়ে রাতের বেলায় আপনাদের হয়রানি করে ,মারধর করে তাহলে আপনারা খেজুর গাছে বেঁধে রাখুন ৷ বিচুটি পাতা ঘষে দিন ৷"
370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গে টেনে আনেন তিনি ৷ বলেন, " মেদিনীপুরে OC-কে বলছি আপনি কি চান পশ্চিমবঙ্গে দিদির সঙ্গে আমরা এমনই করি? বেশি বাড়াবাড়ি করলে পশ্চিমবঙ্গের পুলিশকেও দিল্লি থেকে হুকুম দেওয়াব ৷ রাজ্যের প্রশাসনের হুকুম চলবে না ৷"