ETV Bharat / state

পুলিশ অত্যাচার করলে গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দিন : সায়ন্তন - BJP

রাজ্যে তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন ৷ এই অভিযোগে রাস্তায় নেমেছে BJP ৷ এই নিয়ে আজ মেদিনীপুরে একটি মিছিলের আয়োজন করে BJP জেলা নেতৃত্ব ৷ BJP -র তরফে অভিযোগ, রাজ্যে তৃণমূলের চামচাগিরি করছে রাজ্যের পুলিশ প্রশাসন ৷ পুলিশ পরিণত হয়েছে তৃণমূলের দলদাসে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযানের ডাক দেয় জেলা BJP নেতৃত্ব ৷ জেলার চার কোণ থেকে মিছিল করে LIC-তে তা শেষ করে BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই আয়োজন করা হয়েছিল একটি সভা ৷ সেই সভায় বক্তব্য রাখেন BJP নেতা সায়ন্তন বসু ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 5, 2019, 11:36 PM IST

Updated : Aug 5, 2019, 11:55 PM IST

মেদিনীপুর, 5 অগাস্ট : অত্যাচার করলে পুলিশকে ছাড়বেন না ৷ কর্মীদের উদ্দেশে একথা বললেন BJP নেতা সায়ন্তন বসু ৷ গ্রামের BJP মহিলাদের বলেন, "আপনাদের গ্রামে পুলিশ গিয়ে অত্যাচার করলে তাদের খেজুর গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দিন ৷"

রাজ্যে তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন ৷ এই অভিযোগে রাস্তায় নেমেছে BJP ৷ এই নিয়ে আজ মেদিনীপুরে একটি মিছিলের আয়োজনও করে জেলা BJP নেতৃত্ব৷ BJP-র অভিযোগ, রাজ্যে তৃণমূলের চামচাগিরি করছে রাজ্যের পুলিশ প্রশাসন ৷ পুলিশ পরিণত হয়েছে তৃণমূলের দলদাসে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযানের ডাক দেওয়া হয় BJP-র তরফে ৷ জেলার চার কোণ থেকে মিছিল করে LIC-তে তা শেষ করে BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই আয়োজন করা হয়েছিল একটি সভা ৷ সেই সভায় বক্তব্য রাখেন BJP নেতা সায়ন্তন বসু ৷ সভা থেকে রাজ্য পুলিশকে আক্রমণ করেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন ৷ বলেন, "পুলিশ বিনা কারণে BJP নেতা, কর্মী ও সমর্থকদের বেছে বেছে কেস দিচ্ছে ৷ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে ৷ আমরা পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি ৷"

তাঁর আরও বক্তব্য, "সম্প্রতি পিংলাতে আমাদের এক কর্মীকে BJP করায় গাছের ডালে ঝুলিয়ে খুন করা হয়েছে ৷ শুধু তাই নয়, পিংলা থানার OC এই ঘটনাকে আত্মহত্যা বলেছেন ৷ আমি পিংলা থানার OC-কে জানিয়ে দিতে চাই আমরা চাইলে আপনাকেও ঝুলিয়ে দিতে পারি ৷ এরপর আমরাও বলব আপনি আত্মহত্যা করেছেন ৷ তবে আমরা চাই না এইরকম কিছু ঘটুক ৷ সময় থাকতে শুধরে যান ৷ তৃণমূলের ভাষায় কথা বললে আমরা এমন ভাষায় কথা বলব যে আপনারা টিকতে পারবেন না ৷" এছাড়াও গ্রামের BJP মহিলা কর্মী সমর্থকদের তিনি বলেন, "যদি পুলিশ গিয়ে রাতের বেলায় আপনাদের হয়রানি করে ,মারধর করে তাহলে আপনারা খেজুর গাছে বেঁধে রাখুন ৷ বিচুটি পাতা ঘষে দিন ৷"

শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গে টেনে আনেন তিনি ৷ বলেন, " মেদিনীপুরে OC-কে বলছি আপনি কি চান পশ্চিমবঙ্গে দিদির সঙ্গে আমরা এমনই করি? বেশি বাড়াবাড়ি করলে পশ্চিমবঙ্গের পুলিশকেও দিল্লি থেকে হুকুম দেওয়াব ৷ রাজ্যের প্রশাসনের হুকুম চলবে না ৷"

মেদিনীপুর, 5 অগাস্ট : অত্যাচার করলে পুলিশকে ছাড়বেন না ৷ কর্মীদের উদ্দেশে একথা বললেন BJP নেতা সায়ন্তন বসু ৷ গ্রামের BJP মহিলাদের বলেন, "আপনাদের গ্রামে পুলিশ গিয়ে অত্যাচার করলে তাদের খেজুর গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দিন ৷"

রাজ্যে তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন ৷ এই অভিযোগে রাস্তায় নেমেছে BJP ৷ এই নিয়ে আজ মেদিনীপুরে একটি মিছিলের আয়োজনও করে জেলা BJP নেতৃত্ব৷ BJP-র অভিযোগ, রাজ্যে তৃণমূলের চামচাগিরি করছে রাজ্যের পুলিশ প্রশাসন ৷ পুলিশ পরিণত হয়েছে তৃণমূলের দলদাসে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযানের ডাক দেওয়া হয় BJP-র তরফে ৷ জেলার চার কোণ থেকে মিছিল করে LIC-তে তা শেষ করে BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই আয়োজন করা হয়েছিল একটি সভা ৷ সেই সভায় বক্তব্য রাখেন BJP নেতা সায়ন্তন বসু ৷ সভা থেকে রাজ্য পুলিশকে আক্রমণ করেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন ৷ বলেন, "পুলিশ বিনা কারণে BJP নেতা, কর্মী ও সমর্থকদের বেছে বেছে কেস দিচ্ছে ৷ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে ৷ আমরা পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি ৷"

তাঁর আরও বক্তব্য, "সম্প্রতি পিংলাতে আমাদের এক কর্মীকে BJP করায় গাছের ডালে ঝুলিয়ে খুন করা হয়েছে ৷ শুধু তাই নয়, পিংলা থানার OC এই ঘটনাকে আত্মহত্যা বলেছেন ৷ আমি পিংলা থানার OC-কে জানিয়ে দিতে চাই আমরা চাইলে আপনাকেও ঝুলিয়ে দিতে পারি ৷ এরপর আমরাও বলব আপনি আত্মহত্যা করেছেন ৷ তবে আমরা চাই না এইরকম কিছু ঘটুক ৷ সময় থাকতে শুধরে যান ৷ তৃণমূলের ভাষায় কথা বললে আমরা এমন ভাষায় কথা বলব যে আপনারা টিকতে পারবেন না ৷" এছাড়াও গ্রামের BJP মহিলা কর্মী সমর্থকদের তিনি বলেন, "যদি পুলিশ গিয়ে রাতের বেলায় আপনাদের হয়রানি করে ,মারধর করে তাহলে আপনারা খেজুর গাছে বেঁধে রাখুন ৷ বিচুটি পাতা ঘষে দিন ৷"

শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গে টেনে আনেন তিনি ৷ বলেন, " মেদিনীপুরে OC-কে বলছি আপনি কি চান পশ্চিমবঙ্গে দিদির সঙ্গে আমরা এমনই করি? বেশি বাড়াবাড়ি করলে পশ্চিমবঙ্গের পুলিশকেও দিল্লি থেকে হুকুম দেওয়াব ৷ রাজ্যের প্রশাসনের হুকুম চলবে না ৷"

Intro:পুলিশকে গাছে মেরে ঝুলিয়ে দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ,গ্রামের বিজেপি মহিলাদের বললেন আপনাদের গ্রামে পুলিশ গিয়ে অত্যাচার করলে তাদের কে খেজুর গাছে বেঁধে বিছুটি পাতা লাগিয়ে দিন পাশাপাশি 370 এর এ ধারা উঠানোর প্রসঙ্গে তিনি বলেন আজ থেকে জম্মু কাশ্মীর দিল্লি দ্বারা পরিচালিত হবে আগামী দিনে রাজ্য যদি এই ধরনের ঘটনা ঘটায় তখন ও পুলিশ সুপারকে বলছি আমরা আপনাদের দিল্লি পুলিশ দ্বারা পরিচালিত করবো lBody:পুলিশকে গাছে মেরে ঝুলিয়ে দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ,গ্রামের বিজেপি মহিলাদের বললেন আপনাদের গ্রামে পুলিশ গিয়ে অত্যাচার করলে তাদের কে খেজুর গাছে বেঁধে বিছুটি পাতা লাগিয়ে দিন পাশাপাশি 370 এর এ ধারা উঠানোর প্রসঙ্গে তিনি বলেন আজ থেকে জম্মু কাশ্মীর দিল্লি দ্বারা পরিচালিত হবে আগামী দিনে রাজ্য যদি এই ধরনের ঘটনা ঘটায় তখন ও পুলিশ সুপারকে বলছি আমরা আপনাদের দিল্লি পুলিশ দ্বারা পরিচালিত করবো l

বলা যায় যে রাজ্যে তৃণমূলের চামচাগিরি করছে রাজ্যের পুলিশ প্রশাসন ,পুলিশ পরিণত হয়েছে তৃণমূলের দল দাসে এরকমই অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বিজেপি l পুলিশের বিরুদ্ধে অভিযানে অংশ নেয় পুলিশ সুপারের অভিযানের ডাক দেয় জেলা বিজেপি নেতৃত্ব l অভিযানে মেদিনীপুর জেলায় একটি বড় মিছিলের আয়োজন করে, এই মিছিলে চার কোন থেকে মিছিল এসে LIC তে জমা হয় এবং একটি সভা হয় l সেই খানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন বিজেপি নেতা সায়ন্তন বসু l সায়ন্তন বসু বলেন যেভাবে পুলিশ বিনা কারণে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের বেছে বেছে কেস দিচ্ছেন ,বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করছে ,তাতে আমরা পুলিশকে হুশিয়ারি দিচ্ছি l সম্প্রতি পিংলাই যেভাবে বিজেপি কর্মীকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে ,তার বিরুদ্ধে আমরা পিংলা ওসি কে বলতে চাই এখনই শুধরে যান নয়তো আমরা এ একই ভাবে আপনাদের মেরে গাছে টাঙিয়ে দেব , তা ছাড়া গ্রামের বিজেপি মহিলাদের বলব যদি পুলিশ গিয়ে রাতের বেলায় আপনাদেরকে হয়রানি করে ,মারধর করে তাহলে আপনারা খেজুর গাছে বেঁধে রাখুন বিছুটি পাতা ঘষে দিন l এছাড়াও বক্তব্য রাখতে কি বিজেপি নেতা সায়ন্তন বসু কেন্দ্র সরকারের 370 এর এ ধারা উঠানোর প্রসঙ্গে বলেন আজ যেভাবে জম্মু ও কাশ্মীরে ক্ষমতা দিল্লি দ্বারা পরিচালিত হবে ,আগামী দিনে রাজ্য সরকারের পুলিশ যদি এরকম বাড়বাড়ন্ত করে ,যদি পশ্চিম মেদিনীপুর জেলার এসপি না শুধরায়, আমরা তাহলে এখানে পুলিশকে দিল্লি পুলিশ দ্বারা পরিচালিত করার ব্যবস্থা করব l Conclusion:পুলিশকে গাছে মেরে ঝুলিয়ে দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ,গ্রামের বিজেপি মহিলাদের বললেন আপনাদের গ্রামে পুলিশ গিয়ে অত্যাচার করলে তাদের কে খেজুর গাছে বেঁধে বিছুটি পাতা লাগিয়ে দিন পাশাপাশি 370 এর এ ধারা উঠানোর প্রসঙ্গে তিনি বলেন আজ থেকে জম্মু কাশ্মীর দিল্লি দ্বারা পরিচালিত হবে আগামী দিনে রাজ্য যদি এই ধরনের ঘটনা ঘটায় তখন ও পুলিশ সুপারকে বলছি আমরা আপনাদের দিল্লি পুলিশ দ্বারা পরিচালিত করবো l
Last Updated : Aug 5, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.