কেশিয়াড়ি , 28 মে : ছড়াতে পারে কোরোনা সংক্রমণ । তাই জামাইষষ্ঠীতে কোনও জামাই গ্রামে প্রবেশ করতে পারবে না ৷ গ্রাম থেকে কেউ যেতে পারবে না ৷ ঢ্যারা পিটিয়ে ঘোষণা করা হল গ্রামবাসী ও পঞ্চায়েতের তরফে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের নছিপুর ছয় নম্বর অঞ্চলের ডাডরা গ্রামের ঘটনা ৷
কোরোনা আতঙ্কে সকলেই ভীত ৷ দিন দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ আর তা থেকে নিজেদের গ্রামকে সুরক্ষিত রাখার জন্য গ্রামবাসী ও পঞ্চায়েতের পক্ষ থেকে এক সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জামাইষষ্ঠীতে জামাইদের গ্রামে ঢুকতে এবং গ্রামের জামাইদের বাইরে যেতে নিষেধ করা হয় । রীতিমতো ঢ্যারা পিটিয়ে তা জানিয়ে দেওয়া হয় ৷ যা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায় ৷ ওই গ্রামের পঞ্চায়েত প্রধান কাঞ্চন বোস বলেন, "কোরোনা ভাইরাস রোধে গ্রামের সুরক্ষার জন্য আমরা গ্রামবাসী এবং পঞ্চায়েতের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিয়েছি ৷"
কয়েকদিন আগে ওই গ্রামে কলকাতা থেকে এক জামাই হাজির হন । তারপর এলাকার বাসিন্দারা সিদ্ধান্ত নেন, গ্রামের সুরক্ষার জন্য তাঁকে কয়েকদিন কোয়ারানটিনে থাকতে হবে ৷ কিন্তু বাড়ির লোক তা না মেনে নেওয়ায় এলাকাবাসী এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরো বাড়িটিকে কোয়ারানটিন করা হবে ৷ সেই মতো , বাড়ির চারদিকে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় ৷ ওই অঞ্চলের পঞ্চায়েতের তরফে জানানো হয়, "এরপর এলাকাবাসীর সহমতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্ত নিই ৷ এলাকার সুরক্ষার কথা ভেবে কেউ যাতে বাইরে থেকে না আসেন এবং গ্রামের কেউ বাইরে না যেতে পারেন তার জন্য এই ব্যবস্থা করেছি ৷"