ETV Bharat / state

মোবাইলে গেম খেলতে বারণ করায় বাবার মাথায় হাতুড়ির আঘাত ! - মোবাইলে গেল খেলতে বারণ করায় বাবার মাথায় হাতুড়ির আঘাত ! আটক ছেলে

গতকাল রাতে মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণবাবুকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করা হয়। কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় নারায়ণ সাঁতরার।

belda
belda
author img

By

Published : Feb 4, 2021, 9:53 PM IST

বেলদা 4 ফেব্রুয়ারি : মোবাইলে গেম খেলা নিয়ে অনেকক্ষণ ধরেই ছেলেকে বকাবকি করছিলেন নারায়ণ সাঁতরা ৷ তখনই বাবার মাথায় হাতুড়ির আঘাত করেছে ছেলে ৷ এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা একাংশ ৷ আঘাতের জেরে গুরতর আহত হন নারায়ণবাবু ৷ আহত অবস্থায় তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয় ৷ কিন্তু কলকাতা যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় তাঁর। বেলদা থানার জামাডাঙ্গর গ্রামের ঘটনা ৷ ঘটনার তদন্তের স্বার্থে নারায়ণবাবুর ছেলে বাপি সাঁতরাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণবাবুকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করা হয়। কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় নারায়ণ সাঁতরার। এরপরই খবর যায় বেলদা থানায় ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তারপরই উঠে আসে নয়া তথ্য ৷ স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে মোবাইলে গেম খেলায় বারণ করায় হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করেছে বছর 20-র বাপি সাঁতরা ৷ আঘাতের জেরে মৃত্যু হয় নারায়ণবাবুর ৷ তারপরই বাপিকে আটক করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : কিশোরীকে গণধর্ষণ করে খুনের পর তার বাবা ও বোনঝিকেও হত্যা, গ্রেপ্তার 6

এলাকার বাসিন্দাদের একাংশের দাবি মোবাইলে গেম খেলা নিয়ে বাবা-ছেলের দ্বন্দ্বের জেরেই নারায়ণবাবুর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে বাপি ৷ যদিও সেই তথ্য মানতে নারাজ বাপির পরিবার ৷ তাঁদের দাবি কাজ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা ৷ মাথায় হাতুড়ি পড়ে আহত হন নারায়ণবাবু। এদিকে ঘটনার গুরত্ব বুঝে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। বাপিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

বেলদা 4 ফেব্রুয়ারি : মোবাইলে গেম খেলা নিয়ে অনেকক্ষণ ধরেই ছেলেকে বকাবকি করছিলেন নারায়ণ সাঁতরা ৷ তখনই বাবার মাথায় হাতুড়ির আঘাত করেছে ছেলে ৷ এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা একাংশ ৷ আঘাতের জেরে গুরতর আহত হন নারায়ণবাবু ৷ আহত অবস্থায় তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয় ৷ কিন্তু কলকাতা যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় তাঁর। বেলদা থানার জামাডাঙ্গর গ্রামের ঘটনা ৷ ঘটনার তদন্তের স্বার্থে নারায়ণবাবুর ছেলে বাপি সাঁতরাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণবাবুকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করা হয়। কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় নারায়ণ সাঁতরার। এরপরই খবর যায় বেলদা থানায় ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তারপরই উঠে আসে নয়া তথ্য ৷ স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে মোবাইলে গেম খেলায় বারণ করায় হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করেছে বছর 20-র বাপি সাঁতরা ৷ আঘাতের জেরে মৃত্যু হয় নারায়ণবাবুর ৷ তারপরই বাপিকে আটক করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : কিশোরীকে গণধর্ষণ করে খুনের পর তার বাবা ও বোনঝিকেও হত্যা, গ্রেপ্তার 6

এলাকার বাসিন্দাদের একাংশের দাবি মোবাইলে গেম খেলা নিয়ে বাবা-ছেলের দ্বন্দ্বের জেরেই নারায়ণবাবুর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে বাপি ৷ যদিও সেই তথ্য মানতে নারাজ বাপির পরিবার ৷ তাঁদের দাবি কাজ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা ৷ মাথায় হাতুড়ি পড়ে আহত হন নারায়ণবাবু। এদিকে ঘটনার গুরত্ব বুঝে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। বাপিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.