ETV Bharat / state

Chandrakona Soil Mafia: চন্দ্রকোনায় মাটি মাফিয়াদের হাতিয়ার ভুয়ো সরকারি নথি ! - মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চন্দ্রকোনায়

ভুয়ো নথি দেখিয়ে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ চন্দ্রকোনায় (Soil Mafia Uses Fake Government Documents in Chandrakona) ৷ আবার কোথাও বিনা নথিতেই চলছে মাটি কাটা ৷ চন্দ্রকোনায় মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যে নাজেহাল সাধারণ মানুষ ৷

Soil Mafia uses Fake Government Documents in Chandrakona
চন্দ্রকোনায় মাটি মাফিয়া
author img

By

Published : Jun 19, 2022, 1:16 PM IST

চন্দ্রকোনা, 19 জুন : মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চন্দ্রকোনায় ৷ কোথাও ভুয়ো নথি দেখিয়ে, আবার কোথাও বিনা নথিতেই প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটা (Soil Mafia Uses Fake Government Documents in Chandrakona) ৷ এমনকী নম্বর প্লেটহীন ট্রাক্টরে সেই চোরাই মাটি পাচারের অভিযোগ উঠেছে ৷ এতে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌর এলাকার বাসিন্দারা ৷

সম্প্রতি চন্দ্রকোনা পৌরসভার 11 নং ওয়ার্ডের লালসাগরে একটি জলাশয় ভরাটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় ৷ জানা যায়, ওই জলাশয় ভরাটের জন্য বাইরে থেকে মাটি নিয়ে আসা হচ্ছিল এবং কোনও সরকারি নথি ছিল না ৷ এমনকী পৌরসভা কর্তৃপক্ষ জানান, পৌরসভার কোনও এনওসি (No Objection Certificate) ছাড়াই কাজ চলছিল ৷ খবর পেয়ে জলাশয় ভরাট বন্ধ করে দেয় চন্দ্রকোনা পৌরসভা ৷ প্রয়োজনীয় নথি চেয়ে জলাশয়ের মালিককে তলব করেছে পৌরসভা কর্তৃপক্ষ ৷

পাশাপাশি চন্দ্রকোনার বিভিন্ন অঞ্চলে সরকারি খাস জমি থেকে রয়্যালটি না দিয়ে আর্থমুভারের সাহায্যে মাটি কাটা হচ্ছে ৷ নম্বর প্লেট নেই, এরকম একাধিক ট্রাক্টরে সেই মাটি চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে ৷ এক্ষেত্রে সরকারি অনুমতি না নেওয়ায় ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি যাচ্ছে বলে অভিযোগ ৷

ভুয়ো নথি দেখিয়ে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ চন্দ্রকোনায়

আরও পড়ুন: Kopai Illegal Soil Smuggling : মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান

এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের আধিকারিক সৌমিত্র মুখোপাধ্যায় জানান, মাটি কাটা বা মাটি নিয়ে যাওয়ার গাড়ির অনুমতি সাধারণত মহকুমা ভূমি-রাজস্ব দফতর থেকে দেওয়া হয় ৷ তবে অনুমতি ছাড়া কাজ হচ্ছে, এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হয় ৷ আগামী দিনে এই বেআইনি কাজ রুখতে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন তিনি ৷

চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্রের দাবি, পৌর এলাকায় জলাশয় বা পুকুর ভরাট নিয়ে কোনও অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ৷ সম্প্রতি কিছু অভিযোগ পেয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে শাসকদলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিরোধী বিজেপি ৷ স্থানীয়দেরও একই অভিযোগ, প্রশাসন সব জানে ৷ সব দেখেশুনেও প্রশাসনের কর্তারা চুুপ করে রয়েছেন ৷

চন্দ্রকোনা, 19 জুন : মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চন্দ্রকোনায় ৷ কোথাও ভুয়ো নথি দেখিয়ে, আবার কোথাও বিনা নথিতেই প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটা (Soil Mafia Uses Fake Government Documents in Chandrakona) ৷ এমনকী নম্বর প্লেটহীন ট্রাক্টরে সেই চোরাই মাটি পাচারের অভিযোগ উঠেছে ৷ এতে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌর এলাকার বাসিন্দারা ৷

সম্প্রতি চন্দ্রকোনা পৌরসভার 11 নং ওয়ার্ডের লালসাগরে একটি জলাশয় ভরাটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় ৷ জানা যায়, ওই জলাশয় ভরাটের জন্য বাইরে থেকে মাটি নিয়ে আসা হচ্ছিল এবং কোনও সরকারি নথি ছিল না ৷ এমনকী পৌরসভা কর্তৃপক্ষ জানান, পৌরসভার কোনও এনওসি (No Objection Certificate) ছাড়াই কাজ চলছিল ৷ খবর পেয়ে জলাশয় ভরাট বন্ধ করে দেয় চন্দ্রকোনা পৌরসভা ৷ প্রয়োজনীয় নথি চেয়ে জলাশয়ের মালিককে তলব করেছে পৌরসভা কর্তৃপক্ষ ৷

পাশাপাশি চন্দ্রকোনার বিভিন্ন অঞ্চলে সরকারি খাস জমি থেকে রয়্যালটি না দিয়ে আর্থমুভারের সাহায্যে মাটি কাটা হচ্ছে ৷ নম্বর প্লেট নেই, এরকম একাধিক ট্রাক্টরে সেই মাটি চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে ৷ এক্ষেত্রে সরকারি অনুমতি না নেওয়ায় ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি যাচ্ছে বলে অভিযোগ ৷

ভুয়ো নথি দেখিয়ে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ চন্দ্রকোনায়

আরও পড়ুন: Kopai Illegal Soil Smuggling : মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান

এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের আধিকারিক সৌমিত্র মুখোপাধ্যায় জানান, মাটি কাটা বা মাটি নিয়ে যাওয়ার গাড়ির অনুমতি সাধারণত মহকুমা ভূমি-রাজস্ব দফতর থেকে দেওয়া হয় ৷ তবে অনুমতি ছাড়া কাজ হচ্ছে, এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হয় ৷ আগামী দিনে এই বেআইনি কাজ রুখতে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন তিনি ৷

চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্রের দাবি, পৌর এলাকায় জলাশয় বা পুকুর ভরাট নিয়ে কোনও অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ৷ সম্প্রতি কিছু অভিযোগ পেয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে শাসকদলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিরোধী বিজেপি ৷ স্থানীয়দেরও একই অভিযোগ, প্রশাসন সব জানে ৷ সব দেখেশুনেও প্রশাসনের কর্তারা চুুপ করে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.