ETV Bharat / state

সবংয়ে করোনা মোকাবিলায় সাহায্য সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের - স্বাস্থ্য পরিষেবা

সবং ব্লকের স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের পক্ষ থেকে 200টি পিপিই কিট, 2000 হ‍্যান্ড গ্লাভস, 2000 মাস্ক ও কিছু অক্সিমিটার দিয়ে সাহায্য করেছে ৷ কয়েক দিনের মধ্যে সংগঠনের তরফে কিছু অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন মানস ভুঁইয়া ৷

society-for-development-engineers-and-architects-help-for-covid-19-treatment-in-sabang-west-medinipur
সবংয়ে করোনা মোকাবিলায় সাহায্য সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের
author img

By

Published : May 21, 2021, 3:58 PM IST

সবং (পশ্চিম মেদিনীপুর) 21 মে : করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারি ফেডারেশন এবং সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেকট ফেডারেশন । মন্ত্রী মানস ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হল 200টি পিপিই কিট, 2000 গ্লাভস, 2000 মাস্ক ও অক্সিমিটার ৷ সবং ব্লকের স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ‍্যে এই সাহায্য করা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মচারিদের ওই সংগঠন ৷ এ দিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । ওই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, সবং ব্লকের এসডিও ৷ এছাড়াও সঙ্গে ছিলেন সবং এর বর্তমান বিধায়ক মানস ভুঁইয়া ও সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট এর সাধারণ সম্পাদক সমর দাস ।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের পক্ষ থেকে 200টি পিপিই কিট, 2000 হ‍্যান্ড গ্লাভস, 2000 মাস্ক ও কিছু অক্সিমিটার দিয়ে সাহায্য করেছে ৷ কয়েক দিনের মধ্যে সংগঠনের তরফে কিছু অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন মানস ভুঁইয়া ৷ সেই সঙ্গে তিনি আরও জানান, সবং হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা‌র জন্য 10টি আইসিইউ বেড তৈরি করা হবে । এই উদ্যোগের কথা শুনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট-এর সাধারণ সম্পাদক সমর দাস এক লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন ।

আরও পড়ুন : করোনা আক্রান্তকে সাহায্য করে একঘরে সাত যুবক, পাশে বিজেপি বিধায়ক

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে করোনা নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল । এই সভায় দীর্ঘ আলোচনার পর জরুরি ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল । এই টাস্ক ফোর্সের সভাপতি করা হয় বিডিয়ো তুহিনশুভ্র মহান্তিকে । সভায় ঠিক হয়েছিল যে, সবং হাসপাতালকে শালবনী‌র মতো কোভিড হাসপাতাল হিসেবে তৈরি করা হবে ৷

সবং (পশ্চিম মেদিনীপুর) 21 মে : করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারি ফেডারেশন এবং সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেকট ফেডারেশন । মন্ত্রী মানস ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হল 200টি পিপিই কিট, 2000 গ্লাভস, 2000 মাস্ক ও অক্সিমিটার ৷ সবং ব্লকের স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ‍্যে এই সাহায্য করা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মচারিদের ওই সংগঠন ৷ এ দিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । ওই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, সবং ব্লকের এসডিও ৷ এছাড়াও সঙ্গে ছিলেন সবং এর বর্তমান বিধায়ক মানস ভুঁইয়া ও সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট এর সাধারণ সম্পাদক সমর দাস ।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের পক্ষ থেকে 200টি পিপিই কিট, 2000 হ‍্যান্ড গ্লাভস, 2000 মাস্ক ও কিছু অক্সিমিটার দিয়ে সাহায্য করেছে ৷ কয়েক দিনের মধ্যে সংগঠনের তরফে কিছু অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন মানস ভুঁইয়া ৷ সেই সঙ্গে তিনি আরও জানান, সবং হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা‌র জন্য 10টি আইসিইউ বেড তৈরি করা হবে । এই উদ্যোগের কথা শুনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট-এর সাধারণ সম্পাদক সমর দাস এক লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন ।

আরও পড়ুন : করোনা আক্রান্তকে সাহায্য করে একঘরে সাত যুবক, পাশে বিজেপি বিধায়ক

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে করোনা নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল । এই সভায় দীর্ঘ আলোচনার পর জরুরি ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল । এই টাস্ক ফোর্সের সভাপতি করা হয় বিডিয়ো তুহিনশুভ্র মহান্তিকে । সভায় ঠিক হয়েছিল যে, সবং হাসপাতালকে শালবনী‌র মতো কোভিড হাসপাতাল হিসেবে তৈরি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.