ETV Bharat / state

SFI March for Education কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা - এসএফআইয়ের জাঠা

সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর এই কর্মসূচির নাম ‘মার্চ ফর এডুকেশন’ (SFI March for Education) ৷ আগামী 2 সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে কেন্দ্রীয় ভাবে এই নিয়ে সমাবেশ করবে এসএফআই ৷

sfi-march-for-education-against-new-education-policy-at-jhargram
SFI March for Education কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা
author img

By

Published : Aug 22, 2022, 7:48 PM IST

ঝাড়গ্রাম, 22 অগস্ট : কেন্দ্রীয় সরকারের 2020 সালের নতুন শিক্ষানীতির (New Education Policy) বাতিলের দাবিকে সামনে রেখে সোমবার ঝাড়গ্রাম শহরে এসএফআই (SFI)-এর এক বিশাল জাঠা এসে পৌঁছায় । পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম শহরে পৌছায় এসএফআইয়ের এই সর্বভারতীয় জাঠা ।

ঝাড়গ্রাম শহরে এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল আয়োজিত হয় । মিছিলের শেষে শহরের সুভাষ পার্ক চত্বরে পথসভা করে এসএফআই । এদিনের পথসভায় এসএফআইয়ের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ ।

কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা

এদিন ঐশী বলেন , "সর্বভারতীয় জাঠার মূল দাবি হল, 2020 সালে যে সর্বভারতীয় শিক্ষা নীতি আনা হয়েছে সেই শিক্ষানীতি বাতিল এবং নতুন শিক্ষানীতি গড়ে তোলার আহ্বান আমরা করছি । 2020 সাল থেকে করোনা মহামারীর জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা স্কুলছুট হয়েছে, তাদের পুনরায় স্কুলমুখী করার দাবি রাখছি আমরা ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির প্রতিবাদে আগামী 2 তারিখ কলকাতার কলেজ স্ট্রিটে যে মহামিছিল রয়েছে, সেখানে সকলে একজোট হয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখা হবে যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ এবং পরিষ্কার শিক্ষা নীতি চাই৷"

এখানে উল্লেখ করা প্রয়োজন, এসএফআই-এর এই জাঠার পোশাকি নাম ‘মার্চ ফর এডুকেশন’ (SFI March for Education) ৷ পূর্ব ভারতের বিহার ও ত্রিপুরা থেকে যে দু’টি জাঠা শুরু হয়েছিল, সেগুলিই কেন্দ্রীয়ভাবে কলেজ স্ট্রিটে সমাবেশ করবে আগামী 2 সেপ্টেম্বর৷ ত্রিপুরায় শুরু জাঠা উত্তরবঙ্গ হয়ে কলকাতায় আসার কথা ৷ আর বিহার থেকে যে জাঠার সূচনা হয়েছে, সেটাই মেদিনীপুর-ঝাড়গ্রাম হয়ে কলকাতায় এসে শেষ হবে ৷

এই নিয়ে আগে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছিলেন, "কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাণিজ্যায়ন ও বেসরকারিকরণের পথকে প্রশস্ত করবে । উপরন্ত ধর্মীয় মেরুকরণ ঘটাবে । এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবে । কৃষি আইনের মতই এই নীতি প্রত্যাহার করতে বাধ্য থাকবে কেন্দ্রের বিজেপি সরকার ।"

আরও পড়ুন : জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

ঝাড়গ্রাম, 22 অগস্ট : কেন্দ্রীয় সরকারের 2020 সালের নতুন শিক্ষানীতির (New Education Policy) বাতিলের দাবিকে সামনে রেখে সোমবার ঝাড়গ্রাম শহরে এসএফআই (SFI)-এর এক বিশাল জাঠা এসে পৌঁছায় । পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম শহরে পৌছায় এসএফআইয়ের এই সর্বভারতীয় জাঠা ।

ঝাড়গ্রাম শহরে এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল আয়োজিত হয় । মিছিলের শেষে শহরের সুভাষ পার্ক চত্বরে পথসভা করে এসএফআই । এদিনের পথসভায় এসএফআইয়ের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ ।

কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা

এদিন ঐশী বলেন , "সর্বভারতীয় জাঠার মূল দাবি হল, 2020 সালে যে সর্বভারতীয় শিক্ষা নীতি আনা হয়েছে সেই শিক্ষানীতি বাতিল এবং নতুন শিক্ষানীতি গড়ে তোলার আহ্বান আমরা করছি । 2020 সাল থেকে করোনা মহামারীর জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা স্কুলছুট হয়েছে, তাদের পুনরায় স্কুলমুখী করার দাবি রাখছি আমরা ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির প্রতিবাদে আগামী 2 তারিখ কলকাতার কলেজ স্ট্রিটে যে মহামিছিল রয়েছে, সেখানে সকলে একজোট হয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখা হবে যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ এবং পরিষ্কার শিক্ষা নীতি চাই৷"

এখানে উল্লেখ করা প্রয়োজন, এসএফআই-এর এই জাঠার পোশাকি নাম ‘মার্চ ফর এডুকেশন’ (SFI March for Education) ৷ পূর্ব ভারতের বিহার ও ত্রিপুরা থেকে যে দু’টি জাঠা শুরু হয়েছিল, সেগুলিই কেন্দ্রীয়ভাবে কলেজ স্ট্রিটে সমাবেশ করবে আগামী 2 সেপ্টেম্বর৷ ত্রিপুরায় শুরু জাঠা উত্তরবঙ্গ হয়ে কলকাতায় আসার কথা ৷ আর বিহার থেকে যে জাঠার সূচনা হয়েছে, সেটাই মেদিনীপুর-ঝাড়গ্রাম হয়ে কলকাতায় এসে শেষ হবে ৷

এই নিয়ে আগে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছিলেন, "কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাণিজ্যায়ন ও বেসরকারিকরণের পথকে প্রশস্ত করবে । উপরন্ত ধর্মীয় মেরুকরণ ঘটাবে । এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবে । কৃষি আইনের মতই এই নীতি প্রত্যাহার করতে বাধ্য থাকবে কেন্দ্রের বিজেপি সরকার ।"

আরও পড়ুন : জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.