ঘাটাল, 27 নভেম্বর: ভোর থেকে রাজ্য সড়কে প্রায় 15 কিলোমিটার তীব্র যানজট । শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পন্যবাহী ট্রাক । চরম দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন ও ব্যবসায়ীরা । সবাই চাইছেন প্রশাসন থেকে বিষয়টি নজর দেওয়া হোক । বাস এসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হবে ।
মূলত ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ । তার কারণেই ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে । এই রাজ্য সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক,বাস,ছোট বড় যানবাহন বাইক এবং নিত্য পথ যাত্রীরা চলাচল করে । এছাড়াও জরুরি পরিষেবার জন্য মাছ মাংস ডিম শাক-সবজি আলু বিভিন্ন বড় বড় কোম্পানির রড সিমেন্টের গাড়িও এই রাস্তা দিয়েই চলাচল করে । ফলে রাজ্য সড়কের এই গুরুত্বপূর্ণ রাস্তায় গত কয়েক মাস ধরে ধীরগতিতে কাজই যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ।
এই বিষয়ে যাত্রী মহেশচন্দ্র খান বলেন, "দীর্ঘক্ষণ অপেক্ষা করছি কিন্তু গাড়ি এগোচ্ছে না ৷ তাই গাড়ি থেকে নেমে অপেক্ষা করছি ৷ যদি রাস্তা খোলে ভালো না হলে বাড়ি ফিরে যাব ।" গাড়ির চালক স্বপন কাণ্ডার বলেন, "কোন ভোর থেকে অপেক্ষা করছি । আমরা এসেছি দুর্গাপুর থেকে যাব তমলুক ৷ কিন্তু এই রাস্তা সম্প্রসারণ কাজ ধীরগতিতে হওয়ায় গাড়ি আটকে রয়েছে । জানি না কখন খুলবে, কখন যেতে পারব ।"
এই বিষয়ে বাস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাত পানের বক্তব্য, "যিনি এই কাজের টেন্ডার পেয়েছেন তিনি একজন অপদার্থ লোক । যার জন্য এই রাস্তা সম্প্রসারণের কাজ ধীর গতিতে হচ্ছে । সপ্তাহের প্রথম দিনে যেভাবে যানজট সৃষ্টি হয়েছে তাতে আমরা অস্বস্তি বোধ করছি । হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে । বারবার থানার অফিসারদের ফোন করেছি কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি । অবশেষে এসডিওকে জানাতে তিনি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছেন । এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব এবং জানাব ৷ যাতে অতি দ্রুত ঘাটাল পাঁশকুড়ার এই রাজ্য সড়ককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং এই যানজট থেকে মুক্তি দেওয়া হয় আমাদের ।"
আরও পড়ুন: