ETV Bharat / state

Chandrakona Damage Road: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা দিল মহিলারা

অনেক আবেদন করেও রাস্তা সারাই না-হওয়ায় পৌরসভার গেটে তালা ঝোলালো গ্রামের মহিলারা ৷ পরে স্থানীয় কাউন্সিলর এসে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে (Chandrakona Damage Road) ।

Chandrakona Damage Road
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা দিল মহিলারা
author img

By

Published : Aug 5, 2022, 10:58 PM IST

চন্দ্রকোনা, 5 অগস্ট: বহুবার আবেদন নিবেদন লিখিত অভিযোগের পরও রাস্তা সারাই করেনি পৌরসভা । অভিযোগে গুরুত্ব দেয়নি এলাকার কাউন্সিলর । তাই এবার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা । যদিও পরে স্থানীয় কাউন্সিলর এসে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে (Chandrakona Damage Road) ।

বাড়ি থেকে তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন পৌর এলাকার মহিলারা । এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার । জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকার । মূলত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনও কাঁচা মাটির ৷ আর এর ফলে বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যায় পড়ে এলাকাবাসী । 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পৌর কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় লিখিত আবেদন জানিয়েও রাস্তার হাল ফেরেনি । অবশেষে শুক্রবার ওয়ার্ডের মহিলারা হাতে প্ল্যাকার্ড ও তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা চাবি দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে । বিক্ষোভের কথা জানতে পেরে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর বিক্ষোভ তুলে দেন মহিলারা ।

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা দিল মহিলারা

আরও পড়ুন: কয়েক দশকেও রাস্তা তৈরি না-হওয়ায় ভোট বয়কটের ডাক গোটা গ্রামের

চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি, তিনি বিষয়টি জানতেন না । এই প্রথম জেনেছেন । দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

চন্দ্রকোনা, 5 অগস্ট: বহুবার আবেদন নিবেদন লিখিত অভিযোগের পরও রাস্তা সারাই করেনি পৌরসভা । অভিযোগে গুরুত্ব দেয়নি এলাকার কাউন্সিলর । তাই এবার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা । যদিও পরে স্থানীয় কাউন্সিলর এসে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে (Chandrakona Damage Road) ।

বাড়ি থেকে তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন পৌর এলাকার মহিলারা । এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার । জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকার । মূলত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনও কাঁচা মাটির ৷ আর এর ফলে বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যায় পড়ে এলাকাবাসী । 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পৌর কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় লিখিত আবেদন জানিয়েও রাস্তার হাল ফেরেনি । অবশেষে শুক্রবার ওয়ার্ডের মহিলারা হাতে প্ল্যাকার্ড ও তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা চাবি দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে । বিক্ষোভের কথা জানতে পেরে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর বিক্ষোভ তুলে দেন মহিলারা ।

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা দিল মহিলারা

আরও পড়ুন: কয়েক দশকেও রাস্তা তৈরি না-হওয়ায় ভোট বয়কটের ডাক গোটা গ্রামের

চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি, তিনি বিষয়টি জানতেন না । এই প্রথম জেনেছেন । দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.