ETV Bharat / state

তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের - তৃণমূল কাউন্সিলর

Medinipur Municipality: মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বুধবার বিক্ষোভ দেখালেন 11 জন তৃণমূল কাউন্সিলর ৷ চেয়ারম্যানও তৃণমূলের ৷ চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী কাউন্সিলররা ৷

Medinipur Municipality
Medinipur Municipality
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 2:24 PM IST

Updated : Dec 27, 2023, 5:38 PM IST

তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের

মেদিনীপুর, 27 ডিসেম্বর: বোর্ড তৃণমূল কংগ্রেসের ৷ চেয়ারম্যানও স্বাভাবিকভাবেই তৃণমূলেরই ৷ অথচ সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলররা ৷ বুধবার এমনই ঘটনারই সাক্ষী থাকল মেদিনীপুর পৌরসভা ৷ এ দিন ওই পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন 11 জন তৃণমূল কাউন্সিলর ৷ চেয়ারম্য়ানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ, ফান্ডের ভাগ না দেওয়া, স্বৈরাচারী মনোভাব পোষণ করার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী 11 জন পৌর প্রতিনিধি ৷ এই পরিস্থিতিতে চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সভাপতির সঙ্গে কথা বলেছেন ৷ দল যা সিদ্ধান্ত নেবে, তিনি সেই মতো পদক্ষেপ করবেন ৷

মেদিনীপুর পৌরসভায় 25টি ওয়ার্ড ৷ গত নির্বাচনে তৃণমূল 20টি ওয়ার্ডে জয়ী হয়ে বোর্ড গঠন করে ওই পৌরসভায় ৷ চেয়ারম্যান করা হয় সৌমেন খানকে ৷ তিনি এক সময় কংগ্রেসে ছিলেন ৷ পরে তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে ৷ সেই অভিযোগ বিরোধীরা যত তুলছেন, তার থেকে বেশি অভিযোগ করছেন তৃণমূলেরই কাউন্সিলররা ৷ যা বুধবার নতুন মোড় নিল ৷

Medinipur Municipality
মেদিনীপুর পৌরসভা

এদিন 11 জন তৃণমূল কাউন্সিলর মেদিনীপুরের পৌরভবনের দোতলায় আচমকা বিক্ষোভে বসে পড়েন ৷ তাঁদের অভিযোগের একটি ব্যানার পিছনে টাঙানো ছিল ৷ তাঁদের দাবি, চেয়ারম্যান সৌমেন খানকে অপসারিত না করা পর্যন্ত বিক্ষোভ চলবে ৷ বিক্ষোভে যে 11 কাউন্সিলর উপস্থিত ছিলেন, তাঁরা হলেন - বিশ্বনাথ পাণ্ডব (19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি), মৌ রায় (5 নম্বর ওয়ার্ড), শিবু পানিগ্রাহী (8 নম্বর ওয়ার্ড), গোলক মাঝি, লিপি বিষয়, মোজাম্মেল হোসেন, সত্য পড়িয়া ও নম্রতা চৌধুরী-সহ আরও তিনজন ৷

Medinipur Municipality
বিক্ষোভকারী কাউন্সিলরদের সঙ্গে কথা বলছেন চেয়ারম্যান সৌমেন খান৷ বুধবার মেদিনীপুরে৷

তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব বলেন, ‘‘আমাদের দলের চেয়ারম্যান, অথচ আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন । তিনি স্বৈরাচারী মনোভাব দেখান ৷ কোনও ফান্ডের সঠিক হিসেবও দেন না ৷ টাকাও দেন না । তাই আমরা বাধ্য হয়ে এই চেয়ারম্যানের অপসারণের বিরুদ্ধেই পথে বসেছি । আমরা বিষয়টি নিয়ে দলকেও জানিয়েছি ।’’

অন্যদিকে কাউন্সিলর মৌ রায় বলেন, ‘‘বহুবার এই নিয়ে সমস্যা হয়েছে এবং ওঁকে সময় দেওয়া হয়েছে । তারপরও উনি শুধরে যাননি । আমাদের তো না জানিয়ে তিনি একতরফা সিদ্ধান্ত নিয়ে ফেলেন । মিটিং-এ আমাদের ডাকা হয় না ৷ আমাদের কোনও প্রজেক্টের টাকা দেওয়া হয় না । আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই ।’’

এ দিন বিক্ষোভের সময় ক্ষুব্ধ কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান । পরে তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে আলোচনা করব । দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে । যদি দল বলে আমায় পদ ছেড়ে দিতে, আমি অবশ্যই পথ ছেড়ে দেব ।’’

আরও পড়ুন:

  1. ডেঙ্গি রোধে উড়বে ড্রোন ! জানালেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া
  2. পাড় বাঁধাতে গিয়ে একাধিক নোটিশ, পৌরসভার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পুকুর মালিকের
  3. খড়গপুরের পথেই মেদিনীপুর পৌরসভা! চেয়ারম্যানের বিরুদ্ধে অভিষেককে চিঠি লিখলেন দলের লোকেরাই

তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের

মেদিনীপুর, 27 ডিসেম্বর: বোর্ড তৃণমূল কংগ্রেসের ৷ চেয়ারম্যানও স্বাভাবিকভাবেই তৃণমূলেরই ৷ অথচ সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলররা ৷ বুধবার এমনই ঘটনারই সাক্ষী থাকল মেদিনীপুর পৌরসভা ৷ এ দিন ওই পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন 11 জন তৃণমূল কাউন্সিলর ৷ চেয়ারম্য়ানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ, ফান্ডের ভাগ না দেওয়া, স্বৈরাচারী মনোভাব পোষণ করার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী 11 জন পৌর প্রতিনিধি ৷ এই পরিস্থিতিতে চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সভাপতির সঙ্গে কথা বলেছেন ৷ দল যা সিদ্ধান্ত নেবে, তিনি সেই মতো পদক্ষেপ করবেন ৷

মেদিনীপুর পৌরসভায় 25টি ওয়ার্ড ৷ গত নির্বাচনে তৃণমূল 20টি ওয়ার্ডে জয়ী হয়ে বোর্ড গঠন করে ওই পৌরসভায় ৷ চেয়ারম্যান করা হয় সৌমেন খানকে ৷ তিনি এক সময় কংগ্রেসে ছিলেন ৷ পরে তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে ৷ সেই অভিযোগ বিরোধীরা যত তুলছেন, তার থেকে বেশি অভিযোগ করছেন তৃণমূলেরই কাউন্সিলররা ৷ যা বুধবার নতুন মোড় নিল ৷

Medinipur Municipality
মেদিনীপুর পৌরসভা

এদিন 11 জন তৃণমূল কাউন্সিলর মেদিনীপুরের পৌরভবনের দোতলায় আচমকা বিক্ষোভে বসে পড়েন ৷ তাঁদের অভিযোগের একটি ব্যানার পিছনে টাঙানো ছিল ৷ তাঁদের দাবি, চেয়ারম্যান সৌমেন খানকে অপসারিত না করা পর্যন্ত বিক্ষোভ চলবে ৷ বিক্ষোভে যে 11 কাউন্সিলর উপস্থিত ছিলেন, তাঁরা হলেন - বিশ্বনাথ পাণ্ডব (19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি), মৌ রায় (5 নম্বর ওয়ার্ড), শিবু পানিগ্রাহী (8 নম্বর ওয়ার্ড), গোলক মাঝি, লিপি বিষয়, মোজাম্মেল হোসেন, সত্য পড়িয়া ও নম্রতা চৌধুরী-সহ আরও তিনজন ৷

Medinipur Municipality
বিক্ষোভকারী কাউন্সিলরদের সঙ্গে কথা বলছেন চেয়ারম্যান সৌমেন খান৷ বুধবার মেদিনীপুরে৷

তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব বলেন, ‘‘আমাদের দলের চেয়ারম্যান, অথচ আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন । তিনি স্বৈরাচারী মনোভাব দেখান ৷ কোনও ফান্ডের সঠিক হিসেবও দেন না ৷ টাকাও দেন না । তাই আমরা বাধ্য হয়ে এই চেয়ারম্যানের অপসারণের বিরুদ্ধেই পথে বসেছি । আমরা বিষয়টি নিয়ে দলকেও জানিয়েছি ।’’

অন্যদিকে কাউন্সিলর মৌ রায় বলেন, ‘‘বহুবার এই নিয়ে সমস্যা হয়েছে এবং ওঁকে সময় দেওয়া হয়েছে । তারপরও উনি শুধরে যাননি । আমাদের তো না জানিয়ে তিনি একতরফা সিদ্ধান্ত নিয়ে ফেলেন । মিটিং-এ আমাদের ডাকা হয় না ৷ আমাদের কোনও প্রজেক্টের টাকা দেওয়া হয় না । আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই ।’’

এ দিন বিক্ষোভের সময় ক্ষুব্ধ কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান । পরে তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে আলোচনা করব । দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে । যদি দল বলে আমায় পদ ছেড়ে দিতে, আমি অবশ্যই পথ ছেড়ে দেব ।’’

আরও পড়ুন:

  1. ডেঙ্গি রোধে উড়বে ড্রোন ! জানালেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া
  2. পাড় বাঁধাতে গিয়ে একাধিক নোটিশ, পৌরসভার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পুকুর মালিকের
  3. খড়গপুরের পথেই মেদিনীপুর পৌরসভা! চেয়ারম্যানের বিরুদ্ধে অভিষেককে চিঠি লিখলেন দলের লোকেরাই
Last Updated : Dec 27, 2023, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.