ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বাজ পড়ে আহত 4

তিন পৃথক ঘটনায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় বাজ পড়ে আহত 4। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ।

হাসপাতালে আহতরা
author img

By

Published : Jun 15, 2019, 3:13 PM IST

চন্দ্রকোনা, 15 জুন : বাজ পড়ে আহত হলেন চার জন । তারা প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিভিন্ন এলাকার বাসিন্দা ।

গতকাল বিকেলে বজ্রপাত-সহ প্রবল বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় । পৃথক পৃথক তিনটি বাজ পড়ার ঘটনায় আহত হয়েছেন 4 জন । স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ধরমপুরের বাজ পড়ে আহত হন নন্দা মিদ্যা, মঙ্গলা মিদ্যা এবং শঙ্কর মিদ্যা । অপর দিকে হুড়হুড়িয়া গ্রামের রবিয়াল খাঁন নামের এক ব্যক্তি বাজ পড়ে আহত হন । তুমুল ঝড়ের সময় পুকুরে স্নান করতে গিয়ে গাছ পড়ে গুরুতর আহত হন চন্দ্রকোনার কুঁয়াপুরে সুচিত্রা চৌরা নামের এক বৃদ্ধা । তাঁকে চন্দ্রকোনা হাসপাতালে থেকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

চন্দ্রকোনা, 15 জুন : বাজ পড়ে আহত হলেন চার জন । তারা প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিভিন্ন এলাকার বাসিন্দা ।

গতকাল বিকেলে বজ্রপাত-সহ প্রবল বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় । পৃথক পৃথক তিনটি বাজ পড়ার ঘটনায় আহত হয়েছেন 4 জন । স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ধরমপুরের বাজ পড়ে আহত হন নন্দা মিদ্যা, মঙ্গলা মিদ্যা এবং শঙ্কর মিদ্যা । অপর দিকে হুড়হুড়িয়া গ্রামের রবিয়াল খাঁন নামের এক ব্যক্তি বাজ পড়ে আহত হন । তুমুল ঝড়ের সময় পুকুরে স্নান করতে গিয়ে গাছ পড়ে গুরুতর আহত হন চন্দ্রকোনার কুঁয়াপুরে সুচিত্রা চৌরা নামের এক বৃদ্ধা । তাঁকে চন্দ্রকোনা হাসপাতালে থেকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

Intro:ভুল চিকিৎসায় এক কিশোরীর মৃত্যুর অভিযোগ ক্যানিং মহকুমা হাসপাতালে। মৃত কিশোরের নাম সূর্য মন্ডল। গত বুধবার গায়ে জ্বর নিয়ে ভর্তি হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল সূর্য মন্ডলের। অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আই সি ইউতে ভর্তির পর আজ বিকালে মারা যায় সূর্য মন্ডল। এর পরই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।Body:বছর পনেরোর সূর্য মন্ডলের বাড়ি জীবনতলা থানার গৌড়দহ তে। কয়েক দিন ধরে জ্বর থাকায় ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বাবা সন্তু মন্ডল। সেখানে সাময়িক চিকিৎসার পর তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গায়ের জ্বর বেশি থাকায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। বুধবার থেকে সেখানে চিকিৎসা চলছিল সূর্য মন্ডলের। পরিবারের দাবি আমাদের যা যাওয়ার চলে গেছে। কিন্তু অন্য রোগীরা সঠিক চিকিৎসা পাক। তারা জানায় ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে সূর্য মন্ডলের। সঠিক চিকিৎসা হলে সামান্য জ্বরে সে মারা যেত না।Conclusion:মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মৃতদেহ সৎকারের জন্য বাড়ি নিয়ে যায় সূর্যের পরিবারের সদস্যরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.