ETV Bharat / state

Daspur Homeless Families : রূপনারায়ণে তলিয়ে গিয়েছে বাড়ি, স্কুল-তাঁবুতে ঠাঁই দাসপুরের সাতটি পরিবারের

author img

By

Published : Dec 20, 2021, 7:10 PM IST

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জে মাস দু‘য়েক আগে সাতটি বাড়ি রূপনারায়ণ তলিয়ে গিয়েছে (Several families in Daspur are homeless due to Rupnarayan river erosion) ৷ তারপর থেকে ওই বাড়িতে যাঁরা থাকতেন, তাঁরা সমস্যায় পড়েছেন ৷ গৃহহীন হয়ে তাঁদের কেউ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন ৷ আবার কেউ থাকছেন তাঁবু খাটিয়ে ৷

several-families-in-daspur-are-homeless-due-to-rupnarayan-river-erosion
Daspur Homeless Families : রূপনারায়ণে তলিয়ে গিয়েছে বাড়ি, স্কুল-তাঁবুতে ঠাঁই দাসপুরের সাতটি পরিবারের

দাসপুর, 20 ডিসেম্বর : রূপনারায়ণের গ্রাসে তলিয়ে গিয়েছে বাড়ি ৷ তাই মাস দু‘য়েক ধরে গৃহহীন হয়েই দিন কাটাতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জের সাতটি পরিবারকে (Several families in Daspur are homeless due to Rupnarayan river erosion) ৷

মাথার ছাদ হারিয়ে এই প্রচণ্ড ঠান্ডায় ওই পরিবারগুলির কারও দিন কাটছে প্রাথমিক স্কুলে, আবার কেউ কেউ খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে থাকছেন । 7টি পরিবার 4টি স্থানীয় প্রাথমিক স্কুলে এবং 3টি পরিবার অস্থায়ী ত্রিপলের তাঁবুতে দিন কাটাচ্ছে ৷

স্থানীয়দের দাবি, এখন যা পরিস্থিতি তাতে আরও কিছু বাড়ি রূপনারায়ণে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ তেমন কিছু ঘটলে আরও অনেক পরিবারকে গৃহহীন হতে হবে ৷

এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রথম দিকে প্রশাসনের আধিকারিক থেকে জনপ্রতিনিধি, অনেকেই এসেছিলেন ৷ কিন্তু শুধু সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ কাজের কাজ কিছু হয়নি ৷ ফলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে ৷ তাঁদের দাবি, দ্রুত প্রশাসন তাঁদের জন্য পদক্ষেপ করুক ৷ রূপনারায়ণের ভাঙন রোধেও ব্যবস্থা নেওয়া হোক ৷

দাসপুর-2 ব্লকের খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ ইকবাল কাদের বলেন, ‘‘আমি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিক সকলকে বিষয়টি বারবার জানিয়েছি ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । ওই মানুষগুলোর খুবই কষ্টে দিন কাটছে ৷ আমি চাই দ্রুত ওদের একটা স্থায়ী সমাধান হোক ।’’

স্কুল-তাঁবুতে ঠাঁই দাসপুরের সাতটি পরিবারের

আরও পড়ুন : Tourist Spot in West Medinipur : 2 কোটি টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুরে তৈরি নয়া পর্যটন কেন্দ্র

এবিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, ‘‘ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি । একটু সময় লাগবে ৷ তবে আশা করি দ্রুত ওই পরিবারগুলির একটা স্থায়ী সমাধান হয়ে যাবে ।’’

দাসপুর, 20 ডিসেম্বর : রূপনারায়ণের গ্রাসে তলিয়ে গিয়েছে বাড়ি ৷ তাই মাস দু‘য়েক ধরে গৃহহীন হয়েই দিন কাটাতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জের সাতটি পরিবারকে (Several families in Daspur are homeless due to Rupnarayan river erosion) ৷

মাথার ছাদ হারিয়ে এই প্রচণ্ড ঠান্ডায় ওই পরিবারগুলির কারও দিন কাটছে প্রাথমিক স্কুলে, আবার কেউ কেউ খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে থাকছেন । 7টি পরিবার 4টি স্থানীয় প্রাথমিক স্কুলে এবং 3টি পরিবার অস্থায়ী ত্রিপলের তাঁবুতে দিন কাটাচ্ছে ৷

স্থানীয়দের দাবি, এখন যা পরিস্থিতি তাতে আরও কিছু বাড়ি রূপনারায়ণে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ তেমন কিছু ঘটলে আরও অনেক পরিবারকে গৃহহীন হতে হবে ৷

এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রথম দিকে প্রশাসনের আধিকারিক থেকে জনপ্রতিনিধি, অনেকেই এসেছিলেন ৷ কিন্তু শুধু সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ কাজের কাজ কিছু হয়নি ৷ ফলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে ৷ তাঁদের দাবি, দ্রুত প্রশাসন তাঁদের জন্য পদক্ষেপ করুক ৷ রূপনারায়ণের ভাঙন রোধেও ব্যবস্থা নেওয়া হোক ৷

দাসপুর-2 ব্লকের খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ ইকবাল কাদের বলেন, ‘‘আমি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিক সকলকে বিষয়টি বারবার জানিয়েছি ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । ওই মানুষগুলোর খুবই কষ্টে দিন কাটছে ৷ আমি চাই দ্রুত ওদের একটা স্থায়ী সমাধান হোক ।’’

স্কুল-তাঁবুতে ঠাঁই দাসপুরের সাতটি পরিবারের

আরও পড়ুন : Tourist Spot in West Medinipur : 2 কোটি টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুরে তৈরি নয়া পর্যটন কেন্দ্র

এবিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, ‘‘ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি । একটু সময় লাগবে ৷ তবে আশা করি দ্রুত ওই পরিবারগুলির একটা স্থায়ী সমাধান হয়ে যাবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.