গড়বেতা, 14 অগস্ট: গড়বেতায় বাস-লরির সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে 3 জন, আহত 12 ৷ রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার 60 নম্বর জাতীয় সড়কের তুলসী চটি এলাকায় (Several died in a road accident in Garbeta) ৷ আহত বাস যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। উদ্ধারকার্যে পুলিশের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
জানা গিয়েছে, এদিন গোয়ালতোড় থেকে বসন্তরায়-গামী একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি লরির সংঘর্ষ হয়। লরির ধাক্বায় বাসটি উলটে যায়। স্থানীয়রাই দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই মৃ্ত্যু হয়েছে 3 যাত্রীর । আহত অবস্থায় 12 জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে ৷
আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে গতির বলি ছাত্রী, এলাকায় বিক্ষোভ
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ আধিকারিকরা । দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, পুলিশের তরফ থেকে এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ উদ্ধারকাজ শেষ হলেই সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো হবে ৷