নারায়ণগড়, 7 সেপ্টেম্বর: পেট্রলিং করার সময় চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়লেন চালক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি গিয়ে সজোরে ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ৷ এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন চারজন পুলিশ কর্মী ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে নারায়ণগড় থানা এলাকায় ৷
নিহতরা হলেন সিভিক ভলেন্টিয়ার বিমানচন্দ্র করণ ও এনভিএফ কর্মী দীপককুমার পাত্র । আহতদের মধ্যে রয়েছেন গাড়িতে থাকা দুই এসআই দেবীপ্রসাদ মণ্ডল ও এএসআই রাজেশ পারুয়া, এএসআই এবং এনভিএ ও সিভিক ভলান্টিয়ার মিলে চারজন । প্রথমে আহতদের উদ্ধার করে নারায়ণগড় হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে ।
এই ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ । মূলত ভোরের দিকে পেট্রোলিং করার সময় পুলিশের গাড়িটির চালক ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে । এ দিন এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ৷ তাঁর কথায়, "পুলিশের গাড়িটি পেট্রোলিং করছিল । ভোরের দিকে পেট্রলিং করার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি । আর তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ গাড়ির চালক ভোরের দিকে গাড়িতেই ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনার সম্মুখীন হয় । বৃষ্টি হওয়ায় ঠাণ্ডাতে তাঁর চোখ লেগে গিয়েছিল ৷"
আরও পড়ুন: চলন্ত লরিতে ঘুমিয়ে পড়লেন চালক ! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালগাড়িতে
জানা গিয়েছে, নারায়ণগড়ের পুলিশ গাড়ি নিয়ে ভোরের দিকে রাজ্য সড়কের উপর পেট্রোলিং করছিল । সেসময় বৃষ্টি হয় ৷ এর ফলে আবহাওয়া ঠাণ্ডা হয়ে যাওয়ায় গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েন চালক ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ গাড়িটি দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে । ঘটনায় দুমড়ে যাওয়া পুলিশের গাড়ি ট্রাকের ভিতরে ঢুকে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর ৷ বাকিদের গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত গাড়িটিকেও ৷