ETV Bharat / state

Poor Condition of ICDS Centre: বন্ধ পঠন-পাঠন, ত্রিপল টাঙিয়ে মিড-ডে মিল রান্না; বেহাল ঘাটালের আইসিডিএস সেন্টার - Ghatal ICDS Centre

Mid-Day Meal Served Under Makeshift Roof in Ghatal ICDS Centre: নেই কোনও বিল্ডিং ৷ কয়েকটি কংক্রিটের খুঁটিতে ত্রিপল টাঙিয়ে চলছে রান্না ৷ আর আশেপাশে জঙ্গল ও আগাছা ৷ এই হল ঘাটাল ব্লকের মান্দারিয়া 110 নম্বর আইসিডিএস সেন্টার ৷ যেখানে বর্ষাকালে পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ৷ আর বাকি সময়গুলিতে মিড-ডে মিলের রান্নার পাশেই চলে পড়াশোনা ৷ এমনই বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুরের একাধিক আইসিডিএস সেন্টারের ৷

ICDS Centre in West Midnapore ETV BHARAT
ICDS Centre in West Midnapore
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 8:13 PM IST

বেহাল ঘাটালের আইসিডিএস সেন্টার

ঘাটাল, 23 অগস্ট: চারদিকে জঙ্গল, আর তারই মধ্যে খোলা জায়গায় একটি ত্রিপল খাটিয়ে চলছে আইসিডিএস সেন্টার ৷ তবে, এই সেন্টারে কোনও পড়াশোনা হয় না ৷ কেবল মিড-ডে মিলের রান্না করা খাবার দেওয়া হয় বাচ্চাদের ৷ এমনই ছবি উঠে এল ঘাটাল ব্লকের মান্দারিয়া 110 নম্বর আইসিডিএস সেন্টারে ৷ আইসিডিএস কর্মীদের অভিযোগ প্রায় 17 বছর ধরে এই দুরাবস্থা ৷ প্রশাসনের তরফে কোনও হেলদোল নেই ৷ আর স্কুল বিল্ডিং না-থাকায় বহু বছর ধরে বর্ষাকালে পড়াশোনা হয় না ৷ তার উপর অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মিড-ডে মিলের খাবার তৈরি ৷ যে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ৷

গ্রামবাসীদের অভিযোগ, কয়েকটি কংক্রিটের খুঁটির মধ্যে একটি ত্রিপল বেঁধে আইসিডিএস কর্মীরা রান্না করেন ৷ যার চারপাশে জঙ্গল ও আগাছায় ভরে রয়েছে ৷ খাবারে পোকামাকড় বা অন্য কোনও বিষাক্ত কীটপতঙ্গ পড়লে কারও দেখার নেই ৷ সেই রান্না করা খাবারই বাচ্চাদের দেওয়া হয় ৷ এই আইসিডিএস সেন্টারে গত 17 বছর ধরে এক ছবি দেখে আসছেন রাঁধুনি রেহানা পারভিন ৷ ঘাটালের এই আইসিডিএস সেন্টারে শুধু মিড-ডে মিলে রান্নার পরিবেশ বেহাল নয় ৷ পড়াশোনার পরিবেশও বেহাল ৷ স্কুলে পঠন-পাঠন বহুযুগ আগেই প্রায় উঠে যাওয়া জোগাড় হয়েছে বলে অভিযোগ ৷

স্কুলের শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন ৷ পড়ুয়াও রয়েছে ৷ কিন্তু, নেই স্কুল ও স্কুলের ক্লাসরুম ৷ আরও বিস্তারিত বললে, স্কুলের কোনও বিল্ডিং নেই ৷ এই পরিস্থিতিতে বছরের বাকি সময়গুলি ত্রিপল খাটিয়ে কোনওভাবে পড়াশোনা করানো হয় ৷ আর বর্ষাকালে সেটাও বন্ধ হয়ে যায় ৷ মাঝে মধ্যে কারও বাড়িতে অল্প সময়ের জন্য ক্লাস নেন শিক্ষক-শিক্ষিকারা ৷ আর মিড-ডে মিলের খাবার নিয়েও ভয়ে থাকেন অভিভাবকরা ৷

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির পচা ডিম খেয়ে অসুস্থ 2 পড়ুয়া, সুপারভাইজারকে তালাবন্দি করল গ্রামবাসীরা

তাঁদের অভিযোগ, এটা শুধু আজকের সমস্যা নয় ৷ এই ভাবেই দিনের পর দিন চলে আসছে ৷ বর্ষাকালে ত্রিপল টাঙিয়ে খাবার রান্না হয় ৷ ফলে খাবারে পোকামাকড় বা কীটপতঙ্গ পড়বে না, এর কোনও নিশ্চয়তা নেই ৷ তাই অভিভাবকরা ভয়ে থাকেন, যদি সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে ! বহুবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও, কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

রাঁধুনি রেহানা পারভীন বলেন, "এই সেন্টারে পঠন-পাঠন হয় না ৷ শুধু খাওয়ার জন্যই বাচ্চারা আসে ৷ এর সঙ্গে প্রসূতি মায়েদেরও খাবার দেওয়া হয় ৷ কিন্তু, তাও খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে ৷ সামান্য জল হলেই আমরা ভিজে যাই ৷ তখন দৌড়ই অন্যের বাড়িতে ৷ অঞ্চল, পঞ্চায়েত, বিডিও অফিস সমস্ত দফতরে বহুবার জানিয়েছি, লাভ হয়নি ৷ বহু বছর ধরে ধুঁকছে এই আইসিডিএস সেন্টার ৷"

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "আইসিডিএস সেন্টারটি সম্পর্কে আমি খোঁজ নেব ৷ দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তা দেখব ৷" অভিযোগ উঠেছে প্রতি ক্ষেত্রেই আইসিডিএস সেন্টারগুলির এহেন বেহাল অবস্থার কথা প্রশাসনের কানে পৌঁছতেই, ‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেব’ বুলি শোনা যায় ৷ তবে, কবে তা হবে ? এর সঠিক উত্তর কারও কাছে নেই ৷

বেহাল ঘাটালের আইসিডিএস সেন্টার

ঘাটাল, 23 অগস্ট: চারদিকে জঙ্গল, আর তারই মধ্যে খোলা জায়গায় একটি ত্রিপল খাটিয়ে চলছে আইসিডিএস সেন্টার ৷ তবে, এই সেন্টারে কোনও পড়াশোনা হয় না ৷ কেবল মিড-ডে মিলের রান্না করা খাবার দেওয়া হয় বাচ্চাদের ৷ এমনই ছবি উঠে এল ঘাটাল ব্লকের মান্দারিয়া 110 নম্বর আইসিডিএস সেন্টারে ৷ আইসিডিএস কর্মীদের অভিযোগ প্রায় 17 বছর ধরে এই দুরাবস্থা ৷ প্রশাসনের তরফে কোনও হেলদোল নেই ৷ আর স্কুল বিল্ডিং না-থাকায় বহু বছর ধরে বর্ষাকালে পড়াশোনা হয় না ৷ তার উপর অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মিড-ডে মিলের খাবার তৈরি ৷ যে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ৷

গ্রামবাসীদের অভিযোগ, কয়েকটি কংক্রিটের খুঁটির মধ্যে একটি ত্রিপল বেঁধে আইসিডিএস কর্মীরা রান্না করেন ৷ যার চারপাশে জঙ্গল ও আগাছায় ভরে রয়েছে ৷ খাবারে পোকামাকড় বা অন্য কোনও বিষাক্ত কীটপতঙ্গ পড়লে কারও দেখার নেই ৷ সেই রান্না করা খাবারই বাচ্চাদের দেওয়া হয় ৷ এই আইসিডিএস সেন্টারে গত 17 বছর ধরে এক ছবি দেখে আসছেন রাঁধুনি রেহানা পারভিন ৷ ঘাটালের এই আইসিডিএস সেন্টারে শুধু মিড-ডে মিলে রান্নার পরিবেশ বেহাল নয় ৷ পড়াশোনার পরিবেশও বেহাল ৷ স্কুলে পঠন-পাঠন বহুযুগ আগেই প্রায় উঠে যাওয়া জোগাড় হয়েছে বলে অভিযোগ ৷

স্কুলের শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন ৷ পড়ুয়াও রয়েছে ৷ কিন্তু, নেই স্কুল ও স্কুলের ক্লাসরুম ৷ আরও বিস্তারিত বললে, স্কুলের কোনও বিল্ডিং নেই ৷ এই পরিস্থিতিতে বছরের বাকি সময়গুলি ত্রিপল খাটিয়ে কোনওভাবে পড়াশোনা করানো হয় ৷ আর বর্ষাকালে সেটাও বন্ধ হয়ে যায় ৷ মাঝে মধ্যে কারও বাড়িতে অল্প সময়ের জন্য ক্লাস নেন শিক্ষক-শিক্ষিকারা ৷ আর মিড-ডে মিলের খাবার নিয়েও ভয়ে থাকেন অভিভাবকরা ৷

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির পচা ডিম খেয়ে অসুস্থ 2 পড়ুয়া, সুপারভাইজারকে তালাবন্দি করল গ্রামবাসীরা

তাঁদের অভিযোগ, এটা শুধু আজকের সমস্যা নয় ৷ এই ভাবেই দিনের পর দিন চলে আসছে ৷ বর্ষাকালে ত্রিপল টাঙিয়ে খাবার রান্না হয় ৷ ফলে খাবারে পোকামাকড় বা কীটপতঙ্গ পড়বে না, এর কোনও নিশ্চয়তা নেই ৷ তাই অভিভাবকরা ভয়ে থাকেন, যদি সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে ! বহুবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও, কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

রাঁধুনি রেহানা পারভীন বলেন, "এই সেন্টারে পঠন-পাঠন হয় না ৷ শুধু খাওয়ার জন্যই বাচ্চারা আসে ৷ এর সঙ্গে প্রসূতি মায়েদেরও খাবার দেওয়া হয় ৷ কিন্তু, তাও খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে ৷ সামান্য জল হলেই আমরা ভিজে যাই ৷ তখন দৌড়ই অন্যের বাড়িতে ৷ অঞ্চল, পঞ্চায়েত, বিডিও অফিস সমস্ত দফতরে বহুবার জানিয়েছি, লাভ হয়নি ৷ বহু বছর ধরে ধুঁকছে এই আইসিডিএস সেন্টার ৷"

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "আইসিডিএস সেন্টারটি সম্পর্কে আমি খোঁজ নেব ৷ দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তা দেখব ৷" অভিযোগ উঠেছে প্রতি ক্ষেত্রেই আইসিডিএস সেন্টারগুলির এহেন বেহাল অবস্থার কথা প্রশাসনের কানে পৌঁছতেই, ‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেব’ বুলি শোনা যায় ৷ তবে, কবে তা হবে ? এর সঠিক উত্তর কারও কাছে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.