তিলাবনি, 15 জুন : ফের একবার বাঘের আতঙ্ক মেদিনীপুরের তিলাবনিতে । বাঘের পায়ের ছাপও নাকি দেখা গেছে ।
খগেন মাহাত নামে এক বাসিন্দা বলেন, "গতকাল এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার সময় জঙ্গলের পাশে একটি বিশালাকার জন্তু দাঁড়িয়ে থাকতে দেখি । প্রথমে ভেবেছিলাম হনুমান । কারণ এই অঞ্চলে প্রচুর পরিমাণে হনুমানের উৎপাত রয়েছে । কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি হনুমান নয়, গেরুয়া ডোরাকাটা দাগ যুক্ত অনেক বড় জন্তু। যা দেখে মনে হয়েছে বাঘ । এরপর আমি বাঘ বাঘ বলে চিৎকার করি । গ্রামের লোক দৌড়ে আসে । যদিও সেই সময়ে জঙ্গলে কেউ প্রবেশ করেনি ।"
বছর তিনেক আগে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গলমহলের একাধিক এলাকায় । প্রায় মাস দু'তিনেক ধরে বাঘের খোঁজে দফায় দফায় তল্লাশি চালিয়েছিল বনদপ্তর । তখন খোঁজ না পাওয়া গেলেও রয়াল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার বাঘঘোড়ার জঙ্গলে । এবার ফের বাঘ আতঙ্ক ফিরে এল সেখানে ।