গড়বেতা, 19 ডিসেম্বর : আজ গড়বেতার ময়রাকাটায় নমামি গঙ্গের সভায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আসেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, "দিদিমণি বাঙালি হিন্দুদের সহ্য করতে পারছেন না ৷" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ৷ আমরা তাদের তাড়িয়ে দেব ৷ এদেশে থাকতে দেব না ৷"
রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়, সে জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের উপরেই দোষ চাপিয়েছেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "বাস ও ট্রেন পোড়াচ্ছে ৷ যারা করছে তারা এখানকার মুসলিম নয় ৷ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী ৷"
সম্প্রতি লোকসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি পুরনো ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই প্রসঙ্গে আজ সায়ন্তন বলেন, "মুখ্যমন্ত্রীর জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ বাইরে গেলে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য শুনতে হয় ৷ ওটা লোকসভার ভিডিয়ো ৷ লোকসভায় রেকর্ড আছে ৷ খবরের কাগজে তার কাটিং আছে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য দুঃখজনক ৷"