ETV Bharat / state

দিদিমণি বাঙালি হিন্দুদের সহ্য করতে পারছেন না, মমতাকে কটাক্ষ সায়ন্তনের - west medinipur

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়, সে জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের উপরেই দোষ চাপিয়েছেন সায়ন্তন বসু  ৷ তিনি বলেন, "বাস ও ট্রেন পোড়াচ্ছে ৷  যারা করছে তারা এখানকার মুসলিম নয় ৷ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী ৷"

সায়ন্তন বসু
সায়ন্তন বসু
author img

By

Published : Dec 19, 2019, 7:45 PM IST

গড়বেতা, 19 ডিসেম্বর : আজ গড়বেতার ময়রাকাটায় নমামি গঙ্গের সভায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আসেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, "দিদিমণি বাঙালি হিন্দুদের সহ্য করতে পারছেন না ৷" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ৷ আমরা তাদের তাড়িয়ে দেব ৷ এদেশে থাকতে দেব না ৷"

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়, সে জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের উপরেই দোষ চাপিয়েছেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "বাস ও ট্রেন পোড়াচ্ছে ৷ যারা করছে তারা এখানকার মুসলিম নয় ৷ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সায়ন্তন বসুর

সম্প্রতি লোকসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি পুরনো ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই প্রসঙ্গে আজ সায়ন্তন বলেন, "মুখ্যমন্ত্রীর জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ বাইরে গেলে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য শুনতে হয় ৷ ওটা লোকসভার ভিডিয়ো ৷ লোকসভায় রেকর্ড আছে ৷ খবরের কাগজে তার কাটিং আছে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য দুঃখজনক ৷"

গড়বেতা, 19 ডিসেম্বর : আজ গড়বেতার ময়রাকাটায় নমামি গঙ্গের সভায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আসেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, "দিদিমণি বাঙালি হিন্দুদের সহ্য করতে পারছেন না ৷" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ৷ আমরা তাদের তাড়িয়ে দেব ৷ এদেশে থাকতে দেব না ৷"

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়, সে জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের উপরেই দোষ চাপিয়েছেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "বাস ও ট্রেন পোড়াচ্ছে ৷ যারা করছে তারা এখানকার মুসলিম নয় ৷ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সায়ন্তন বসুর

সম্প্রতি লোকসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি পুরনো ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই প্রসঙ্গে আজ সায়ন্তন বলেন, "মুখ্যমন্ত্রীর জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ বাইরে গেলে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য শুনতে হয় ৷ ওটা লোকসভার ভিডিয়ো ৷ লোকসভায় রেকর্ড আছে ৷ খবরের কাগজে তার কাটিং আছে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য দুঃখজনক ৷"

Intro:বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ,তাদেরকে আমরা তাড়িয়ে দেব ,তাদেরকে এদেশে থাকতে দেব না , বক্তা ! সায়ন্তন বসু পাশাপাশি তিনি বলেন আপনারা দেখছেন লুঙ্গি বাহিনী বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, লুঙ্গি ডান্স দিচ্ছে রাস্তায়, তারা এখানকার মুসলমান নন ,তারা বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারী lBody:বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ,তাদেরকে আমরা তাড়িয়ে দেব ,তাদেরকে এদেশে থাকতে দেব না , বক্তা ! সায়ন্তন বসু পাশাপাশি তিনি বলেন আপনারা দেখছেন লুঙ্গি বাহিনী বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, লুঙ্গি ডান্স দিচ্ছে রাস্তায়, তারা এখানকার মুসলমান নন ,তারা বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারী l



বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ,তাদেরকে আমরা তাড়িয়ে দেব ,তাদেরকে এদেশে থাকতে দেব না l দিদিমনী বাঙালী হিন্দুদের সহ্য করতে পারছে না l বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ গড়বেতার ময়রাকাটায় নমামি গংগের সভায় কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে বিজেপি র, রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এদিন একথা বলেন l তিনি আরো বলেন দিদিমনির এত লাফালাফি কেন তার কারণ আপনারা দেখছেন লুঙ্গি বাহিনী বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, লুঙ্গি ডান্স দিচ্ছে রাস্তায়, তারা এখানকার মুসলমান নন ,তারা বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারী l ওরা ভোট দেয় তৃণমূলেকে,ওরা তৃনমুলের ভোট ব্যংক l কথা দিচ্ছি ওদের সব কটাকে তাড়াবো, খুঁজে খুঁজে বের করে করে তাড়াবো l সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী র ভিডিও(মুখ্যমন্ত্রী লোকসভায় এন আর সি,র দাবিতে স্পিকারের দিকে তেড়ে আসছেন শাল ছুড়ে মারছেন) পোস্ট সম্বন্ধে জানতে চাওয়া হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন্তন বাবু বলেন মুখ্যমন্ত্রীর জন্য লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে l বাইরে গেলে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য শুনতে হয় l ওটা লোকসভা পার্লামেন্ট এর ভিডিও l লোকসভায় রেকর্ড আছে,খবরের কাগজে তার কাটিং আছে l মুখ্যমন্ত্রীর বক্তব্য দুখঃজনক lConclusion:বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ,তাদেরকে আমরা তাড়িয়ে দেব ,তাদেরকে এদেশে থাকতে দেব না , বক্তা ! সায়ন্তন বসু পাশাপাশি তিনি বলেন আপনারা দেখছেন লুঙ্গি বাহিনী বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, লুঙ্গি ডান্স দিচ্ছে রাস্তায়, তারা এখানকার মুসলমান নন ,তারা বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারী l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.