ETV Bharat / state

Sanatan Das: 1600-রও বেশি যুগলের চার হাত এক করে জঙ্গলমহলে দুঃস্থদের 'মুশকিল আসান' সনাতন - জঙ্গলমহলে দুঃস্থদের মুশকিল আসান সনাতন

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় দুঃস্থ পরিবারের মেয়েদের বিবাহ সংক্রান্ত বিষয়ে ত্রাতা সনাতন দাস ৷ গরিবের ম্যাট্রিমোনিয়াল সাইট বললেও অত্যুক্তি করা হয় না ৷ 1649 যুগলের চার হাত এক করে সনাতন বাবুর লক্ষ্য সংখ্যাটা এক লক্ষে নিয়ে যাওয়া (Sanatan Das from Gopiballavpur managed more than 1600 marriage) ৷

Sanatan Das
1600-রও বেশি যুগলের চার হাত এক করে জঙ্গলমহলে দুঃস্থদের 'মুশকিল আসান' সনাতন
author img

By

Published : Dec 8, 2022, 11:13 PM IST

জঙ্গলমহল, 8 ডিসেম্বর: মানুষের নেশা তো হরেকরকমের ৷ কিন্তু নেশা যদি কোনওভাবে গরিবের মুশকিল আসান হয়, তাহলে মন্দ কী? এমনই এক নেশাক্রান্ত জঙ্গলমহলের সনাতন দাস ৷ আসলে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় দুঃস্থ পরিবারের মেয়েদের বিবাহ সংক্রান্ত বিষয়ে ত্রাতা তিনিই ৷ গরিবের ম্যাট্রিমোনিয়াল সাইট বললেও অত্যুক্তি করা হয় না ৷ 1649 যুগলের চার হাত এক করে সনাতন বাবুর লক্ষ্য সংখ্যাটা এক লক্ষে নিয়ে যাওয়া (Sanatan Das from Gopiballavpur managed more than 1600 marriage) ৷

শুধুই কি বিয়ে? খাট-আলমারি সঙ্গে কবজি ডুবিয়ে ভূরিভোজ ৷ মেয়েকে সাজিয়ে-গুছিয়ে তবেই বিয়ের ব্যবস্থা করেন বছর তিপ্পান্নর সনাতন ৷ যদিও শুরুটা হয়েছিল অন্যভাবে ৷ নারী-পাচার রুখতে বদ্ধপরিকর 2007 সালে কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সমিতি গড়ে তোলেন সনাতন বাবু। 'ত্রিবেণী যুব জনকল্যাণ সমিতি'-র কাজই ছিল উদ্ধার হওয়া মেয়েদের উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া ৷ ধীরে ধীরে এই সমিতির পরিধি ছড়িয়ে পড়ে পড়শি রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ডেও ৷

সনাতন দাস বলছেন, "ছোট থেকেই বাবা-দাদার পথে হেঁটে সামাজিক কাজেক সঙ্গে যুক্ত ছিলাম ৷ সে সময় এলাকার গরিব দুঃস্থরা ভীষণভাবে নির্যাতিত হত ৷ বিয়ের নামে বিহার থেকে পাত্ররা এসে পাঁচ হাজার, দশ হাজার দিয়ে বিয়ের নাম করে মেয়েকে নিয়ে চলে যায় ৷ এর প্রতিবাদ জানাতে গিয়েই দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের। বিয়ের পরও বহু পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছি, যতদিন বাঁচবো এই বিয়েই করিয়ে যাব।"

1600-রও বেশি যুগলের চার হাত এক করে জঙ্গলমহলে দুঃস্থদের 'মুশকিল আসান' সনাতন

আরও পড়ুন: 'মানবিকতার স্বার্থে' উপেক্ষিত আদালতের নির্দেশ ! 'বেআইনি নির্মাণে' অভিযুক্ত কাউন্সিলর

তবে কেবল বিয়েতেই আটকে নেই জঙ্গলমহলের 'মুশকিল আসান' ৷ দুঃস্থদের পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী জুগিয়েও পাশে দাঁড়াতে কার্পণ্য করে না সনাতন দাসের সংস্থা ৷ বাবার মহৎ কাজ দেখে আপ্লুত ছেলেও ৷ সনাতন দাসের সংস্থার এই উদ্যোগে জঙ্গলমহলে কমেছে নারী পাচার, বাল্যবিবাহ ৷ আর জনদরদী কাজের মধ্যে দিয়ে গ্রামবাসীদের কাছে সনাতন দাস অচিরেই হয়ে উঠেছেন 'সনাতন ভাই' ৷

জঙ্গলমহল, 8 ডিসেম্বর: মানুষের নেশা তো হরেকরকমের ৷ কিন্তু নেশা যদি কোনওভাবে গরিবের মুশকিল আসান হয়, তাহলে মন্দ কী? এমনই এক নেশাক্রান্ত জঙ্গলমহলের সনাতন দাস ৷ আসলে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় দুঃস্থ পরিবারের মেয়েদের বিবাহ সংক্রান্ত বিষয়ে ত্রাতা তিনিই ৷ গরিবের ম্যাট্রিমোনিয়াল সাইট বললেও অত্যুক্তি করা হয় না ৷ 1649 যুগলের চার হাত এক করে সনাতন বাবুর লক্ষ্য সংখ্যাটা এক লক্ষে নিয়ে যাওয়া (Sanatan Das from Gopiballavpur managed more than 1600 marriage) ৷

শুধুই কি বিয়ে? খাট-আলমারি সঙ্গে কবজি ডুবিয়ে ভূরিভোজ ৷ মেয়েকে সাজিয়ে-গুছিয়ে তবেই বিয়ের ব্যবস্থা করেন বছর তিপ্পান্নর সনাতন ৷ যদিও শুরুটা হয়েছিল অন্যভাবে ৷ নারী-পাচার রুখতে বদ্ধপরিকর 2007 সালে কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সমিতি গড়ে তোলেন সনাতন বাবু। 'ত্রিবেণী যুব জনকল্যাণ সমিতি'-র কাজই ছিল উদ্ধার হওয়া মেয়েদের উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া ৷ ধীরে ধীরে এই সমিতির পরিধি ছড়িয়ে পড়ে পড়শি রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ডেও ৷

সনাতন দাস বলছেন, "ছোট থেকেই বাবা-দাদার পথে হেঁটে সামাজিক কাজেক সঙ্গে যুক্ত ছিলাম ৷ সে সময় এলাকার গরিব দুঃস্থরা ভীষণভাবে নির্যাতিত হত ৷ বিয়ের নামে বিহার থেকে পাত্ররা এসে পাঁচ হাজার, দশ হাজার দিয়ে বিয়ের নাম করে মেয়েকে নিয়ে চলে যায় ৷ এর প্রতিবাদ জানাতে গিয়েই দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের। বিয়ের পরও বহু পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছি, যতদিন বাঁচবো এই বিয়েই করিয়ে যাব।"

1600-রও বেশি যুগলের চার হাত এক করে জঙ্গলমহলে দুঃস্থদের 'মুশকিল আসান' সনাতন

আরও পড়ুন: 'মানবিকতার স্বার্থে' উপেক্ষিত আদালতের নির্দেশ ! 'বেআইনি নির্মাণে' অভিযুক্ত কাউন্সিলর

তবে কেবল বিয়েতেই আটকে নেই জঙ্গলমহলের 'মুশকিল আসান' ৷ দুঃস্থদের পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী জুগিয়েও পাশে দাঁড়াতে কার্পণ্য করে না সনাতন দাসের সংস্থা ৷ বাবার মহৎ কাজ দেখে আপ্লুত ছেলেও ৷ সনাতন দাসের সংস্থার এই উদ্যোগে জঙ্গলমহলে কমেছে নারী পাচার, বাল্যবিবাহ ৷ আর জনদরদী কাজের মধ্যে দিয়ে গ্রামবাসীদের কাছে সনাতন দাস অচিরেই হয়ে উঠেছেন 'সনাতন ভাই' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.