ঘাটাল, 3 জুন : 2022 মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হল শুক্রবার ৷ কোভিড পরবর্তী সময় প্রথম অফলাইন পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ফের জেলার জয়জয়কার ৷ মেধাতালিকায় দ্বিতীয়স্থান অধিকার করে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল ঘাটালের রৌনক মণ্ডল (Rounak Mandal from Ghatal got second position in Madhyamik 2022 merit list) ৷ বিদ্যাসাগর উচ্চ বিদ্য়ালয়ের ছাত্র রৌনকের প্রাপ্ত নম্বর 692 ৷ বাবা স্কুল শিক্ষক হলেও তাঁর এই সাফল্যের নেপথ্যে গৃহশিক্ষকরাই, জানিয়েছে রৌনক ৷
এদিন টেলিভিশনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখে নাম ঘোষণা হওয়ার পরই খুশিতে ফেটে পড়ে রৌনক এবং তাঁর পরিবার ৷ শুরু হয়ে যায় মিষ্টিমুখ ও কোলাকুলির পর্ব। মূলত ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র রৌনক মন্ডল ৷ রৌনক সাংবাদিকদের জানায়, দিনে 8-9 ঘণ্টা পড়াশোনা করে এই সাফল্য ৷ কোভিড নামক অতিমারী, লকডাউন কী পড়াশোনায় কোনওভাবে ব্যাঘাত করেছিল? উত্তরে রৌনক জানিয়েছে, লকডাউন তাঁর এই সাফল্যে আরও সহায়ক হয়েছে ৷ তবে ফলাফল এতটা ভাল হবে বলেও আশা করেনি সে, জানিয়েছে রৌনক ৷
আরও পড়ুন : মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব-পূর্ব বর্ধমানের রৌনক, চতুর্থ কলকাতার শ্রুতর্ষি
এ বছর মাধ্যমিকে পাশের হার 86.6% ৷ গত বছরের তুলনায় এ বার পাশের হার বেশি ৷ পাশের হারে কিছুটা পিছিয়ে রয়েছে ছাত্রীরা ৷ পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে ৷ তারপরেই রয়েছে কালিম্পং ৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ৷