মেদিনীপুর, 19 অগাস্ট : ভূমি দপ্তরের পুরোনো বাড়ি ভাঙার কাজ চলাকালীন আচমকাই ছাদ ভেঙে মৃত্যু হল দুই নির্মাণকর্মীর । আহত আরও দুই কর্মীকে রাতেই উদ্ধার করা হয় । আজ ভোরে মৃত দুই শ্রমিকের দেহ উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।
প্রসঙ্গত, জেলার ভূমি ও রাজস্ব দপ্তরের ভবনটি সেই ব্রিটিশ আমলে তৈরি । মেদিনীপুর শহরে দীর্ঘদিনের পুরোনো এই ভবনের বদলে নতুন দপ্তর তৈরি করে তাতে সমস্ত কাগজপত্র ও ফাইল স্থানান্তরিত করা হয়েছে । সম্প্রতি, এই পুরোনো ভবনটি ভাঙতে 25 জন শ্রমিককে নিযুক্ত করা হয় । গতকাল কাজ চলাকালীন আচমকাই বিকট আওয়াজ করে হুড়মুড়িয়ে ধসে পড়ে ভবনের ছাদ । সারাদিন ধরে বৃষ্টি হওয়ায় সন্ধে নাগাদ ভেঙে পড়ে এই পুরোনো অফিসের ছাদ । হাজার বর্গফুটের বাড়ির ছাদ ভেঙে পড়ার সময় ছুটে পালানোর চেষ্টা করে শ্রমিকরা । বাকিরা পালাতে পারলেও আটকে পড়ে চার শ্রমিক । গুরুতর আহত অবস্থায় দু'জনকে রাতে উদ্ধার করলেও ধ্বংসস্তূপের ভেতরেই রয়ে যায় আরও দু'জন ।
ঘটনাস্থানে আসে দমকল ও উদ্ধারকর্মীরা । কিন্তু, অনেক চেষ্টাতেও তারা বের করে আনতে পারেনি ওই দুই শ্রমিককে । এরপর খবর দেওয়া হয় NDRF-কে । গতকাল রাত বারোটা নাগাদ উদ্ধারকাজ শুরু করে NDRF । আজ ভোর সাড়ে তিনটে নাগাদ দুই শ্রমিকের সন্ধান মেলে ।
পুলিশ জানিয়েছে, মৃতরা হল শুভদীপ প্রামাণিক ও রাম সরেন । দু'জনের বাড়িই গড়বেতা থানা এলাকার ধাদিকা এলাকায় । ভোর সাড়ে তিনটে নাগাদ প্রথমে শুভদীপের ও পরে 4টে নাগাদ রামের দেহ উদ্ধার হয় । ময়নাতদন্তের জন্য দেহদু'টি মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । আপাতত ওই ভবনটি ভাঙার কাজ স্থগিত রাখা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনটির কড়ি বর্গা ইট-সুরকির পেটায় করা বিশাল আকারের ছাদের পুরোটাই মাঝখানে ধসে পড়েছে । আর তারই আঘাতে ভেঙে পড়েছে চারপাশের দেওয়ালের অংশ । ফলে ভেতরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে । যার জন্য উদ্ধারকাজ ব্যাহত হয় । প্রথমে চারটি JCB পেলোডোর দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা করা হয় । কিন্তু, ধারাবাহিক বৃষ্টি ও অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ সম্ভব হয়নি ।