ETV Bharat / state

বেলদায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ - west midnapur

বেলদা থেকে উদ্ধার হল পেনিনসুলা কুটার প্রজাতির একটি কচ্ছপ ।

Rare tortoise rescued
বিরল প্রজাতির কচ্ছপ
author img

By

Published : Mar 1, 2020, 2:39 AM IST

Updated : Mar 1, 2020, 8:18 AM IST

বেলদা, 1 মার্চ : বেলদায় একটি বাড়ি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ । পেনিনসুলা কুটার প্রজাতির ওই কচ্ছপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা নদীতে ছেড়ে দেয় । কীভাবে কচ্ছপটি ওই বাড়িতে এল তা জানতে পারেনি তারা । তবে, বনবিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান, কোনওভাবে দিক হারিয়ে সেটি ওই বাড়িতে ঢুকে পড়েছিল ।

গতকাল বেলদা থানার খাকুড়দার উত্তর বাসুটিয়ার বাসিন্দা শক্তিপদ পণ্ডিতের বাড়ির সামনে ঘুরতে দেখা যায় কচ্ছপটিকে । তাকে দেখতে রীতিমতো ভিড় জমে ওই বাড়িতে । পরে শক্তিপদবাবু বন বিভাগে খবর দিলে তারা এসে কচ্ছপটিকে নিয়ে যায় ।

জানা গেছে, প্রথমে কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে ।

বেলদা, 1 মার্চ : বেলদায় একটি বাড়ি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ । পেনিনসুলা কুটার প্রজাতির ওই কচ্ছপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা নদীতে ছেড়ে দেয় । কীভাবে কচ্ছপটি ওই বাড়িতে এল তা জানতে পারেনি তারা । তবে, বনবিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান, কোনওভাবে দিক হারিয়ে সেটি ওই বাড়িতে ঢুকে পড়েছিল ।

গতকাল বেলদা থানার খাকুড়দার উত্তর বাসুটিয়ার বাসিন্দা শক্তিপদ পণ্ডিতের বাড়ির সামনে ঘুরতে দেখা যায় কচ্ছপটিকে । তাকে দেখতে রীতিমতো ভিড় জমে ওই বাড়িতে । পরে শক্তিপদবাবু বন বিভাগে খবর দিলে তারা এসে কচ্ছপটিকে নিয়ে যায় ।

জানা গেছে, প্রথমে কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে ।

Last Updated : Mar 1, 2020, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.